প্রথম হার দেখলো ম্যান সিটি, শীর্ষে লিভারপুল
০৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে প্রথম হারের মুখ দেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে তাদের প্রথমবার হারানোর ইতিহাস গড়েছে বোর্নমাউথ। ঘরের মাঠে তারা সিটিকে হারিয়েছে ২-১ গোলে। ম্যান সিটির হারের দিনে ব্রাইটনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। বোর্নমাউথের ভাইটালিটি স্টেডিয়ামে শুরু থেকেই পজেটিভ ফুটবল খেলে স্বাগতিকরা। তাদের হাই প্লেসিং ফুটবলের ফলটা পেয়ে যায় নবম মিনিটেই। বাই লাইন থেকে মিলোস কারকেজের কাটব্যাকে জাল কাঁপান অ্যান্টোনিও সেমেনইয়ো। শুরুতে গোল হজম করে দমে যায়নি পেপ গার্দিওয়ালার শিষ্যরা। গোল শোধে বেশ কটি আক্রমন করেও তা থেকে সফলতা আসেনি। বোর্নমাউথের এক গোলের লিডেই শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর আরো বেশী গোছালো ফুটবল খেলে বোর্নমাউথ। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলো তারা। তবে তাদের সেই চেষ্টাকে ব্যর্থ করে দেন সিটি গোলরক্ষক এডারসন। ৬৪ মিনিটে অবশ্য কোনও ভুল করেনি বোর্নমাউথ। কারকেজের কাছ থেকে পাওয়া বল থেকে জাল কাঁপান এভানিলসন। ২-০ গোলে পিছিয়ে পড়া সিটি শেষ পর্যন্ত ৮০ মিনিটে এক গোল শোধ দেন। দলের হয়ে গোল করেন জসকো ভারদিওল। যোগ হওয়া সময়ে হাল্যান্ড চেষ্টা করেও দলের পরাজয় ঠেকাতে পারেনি। শেষ পর্যন্ত ৯ ম্যাচ পর এবারের মৌসুমে প্রথশ হার নিয়েই মাঠ ছাড়ে ম্যান সিটি। ম্যাচ শেষে দলের পরাজয় প্রসঙ্গে গার্দিওয়ালা বলেন, ‘এটা বলতে পারছি না কী হতে পারতো। তবে ছেলেরা সবটুকু দিয়েছে, কিন্তু সেটা ওই মুহূর্তে এই দলের বিপক্ষে যথেষ্ট ছিল না। আমরা আসলে ওদের তীব্রতার সঙ্গে খাপ খাওয়াতে পারিনি। বিশেষ করে লং বলের যেসব পরিস্থিতি ছিল, সেসব লড়াইয়ে জিততে পারিনি। আর এসব পরিস্থিতিতে জিততে না পারলে তখন ডিফেন্ডার, স্ট্রাইকারদের আরও গভীরে ডিফেন্ড করতে হতো।’ ম্যান সিটির পরাজয়ের রাতে পিছিয়ে পড়েও লিগ টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ব্রাইটনের কাছে প্রথমে গোল হজম করেও শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নেয় অলরেডরা। খেলার ১৪ মিনিটে ফের্ডি কাদিগলুর গোলে এগিয়ে যায় ব্রাইটন। শত চেষ্টা করেও প্রথমার্ধে আর খেলায় ফিরতে পারেনি লিভারপুল। বিরতির পরই ভাগ্য ফেরে সালাহ-নুনেজদের। ৬৯ মিনিটে বাম উইং থেকে কোডি গাকপোর ক্রস ব্রাইটন গোলরক্ষককে ফাঁকি দিয়ে সরাসরি চলে যায় জালে। এর তিন মিনিট পর সালাহ’র বাঁকানো শট জালে জড়ালে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এদিকে, পরাজয়ের বৃত্তেই আটকে গেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেডের কাছে ১-০ গোলে হেরেছে তারা। অন্যদিকে ওয়েস্ট হ্যামকে ৩-০ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলে তিনে উঠে এসেছে নটিংহ্যাম ফরেস্ট। ১০ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট পাওয়া ম্যান সিটি নেমে গেছে দুইয়ে। চারে থাকা আর্সেনালের পয়েন্ট ১০ ম্যাচে ১৮।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ
বিহারীরা কেমন আছে
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত