পূর্ণতা পাচ্ছে জামালদের ক্যাম্প
০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
নভেম্বরের ফিফা উইন্ডোতে ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচ দু’টি যথাক্রমে ১৩ ও ১৬ নভেম্বর রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে। মালদ্বীপের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ক্যাম্প শুরু হয়েছে জাতীয় দলের। গত ১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডের ১৬ ফুটবলারকে নিয়ে ক্যাম্প শুরু করেন বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। তবে আজ পূর্ণতা পাচ্ছে জাতীয় দলের ক্যাম্প। জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের বাকি ফুটবলারদের মধ্যে বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে ভুটানে ছিলেন। টুর্নামেন্ট শেষে রোববার তারা ঢাকায় ফিরে আসলে কিংসের ১১ ফুটবলারকে গতকাল ক্যাম্পে ডেকেছেন কোচ ক্যাবরেরা। ফলে আজ বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালস্থ জাতীয় দলের আবাসিক ক্যাম্পে রিপোর্ট করবেন ফুটবলাররা। পরের দিন থেকে পুরো দল নিয়ে অনুশীলনে নামবেন কোচ। জাতীয় দলের অনুশীলন চলছে ম্যাচভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়।
দ্বিতীয় দফায় যাদের ক্যাম্পে ডাকা হয়েছে তারা হলেন-আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসেন রাহুল, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম। এদিকে চোটের কারণে জাতীয় দলের ক্যাম্পে নেই বসুন্ধরা কিংসের মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ ও তারিক কাজী। মালদ্বীপ ম্যাচের আগে প্রিমিয়ার লিগের দল ফর্টিসের সঙ্গে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার একটি হয়েছে কাল। এদিন মালদ্বীপ ম্যাচ নিয়ে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘মালদ্বীপ দল বেশ কিছু দিন আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তাদের শক্তিমত্তা নিয়ে কোনো সংশয় নেই। তারা ভালো দল। তাদের বিপক্ষে আমাদের জয়ের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। আমরা সেই লক্ষ্যে এগুচ্ছি।’ গত ৩০ অক্টোবর প্রথম দফায় ডাক পাওয়া ফুটবলাররা হলেন- মিতুল মারমা, সুজন হোসেন, মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহমেদ, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজউদ্দিন, মোহাম্মদ হৃদয়, শাহ কাজেম কিরমানি, পাপন সিং ও দিদারুল আলম, শাহরিয়ার ইমন, আরমান ফয়সাল আকাশ ও মিরাজুল ইসলাম।
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ সবশেষ ম্যাচ খেলেছিল গত বছর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে। হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের প্রথমটিতে মালেতে ১-১ গোলে ড্র করলেও ফিরতি ম্যাচে ঢাকায় ২-১ গোলে জিতে দুই ম্যাচ মিলিয়ে ৩-২ ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ উঠেছিল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে।
আন্তর্জাতিক ফুটবলে এর আগে বাংলাদেশ ও মালদ্বীপ মুখোমুখি হয়েছে ১৮ বার। ফলাফলে দুই দলের অবস্থান সমানে সমান। ৬টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও মালদ্বীপ। বাকি ৬ ম্যাচ ড্র হয়েছে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ