ঘরের মাঠে ফের লজ্জার হার রিয়ালের
০৬ নভেম্বর ২০২৪, ০৬:১৫ এএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪, ০৬:১৫ এএম
বার্নাব্যুকে রিয়াল মাদ্রিদ এতটাই শক্তিশালী দুর্গে পরিণত করেছিল এগিয়ে থাকলেও শেষের বাশি বাজার আগ পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলতে পারতনা প্রতিপক্ষ।ঘরের মাঠে বড় ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় ঘুরে দাঁড়িয়ে জেতার অসংখ্য উপখ্যান আছে লস ব্লাংকোদের। তবে তারাই যেন চেনা মাঠে এখন পুরোপরি ছন্দহীন।দুর্গেই হারছে একের পর এক ম্যাচ।
বার্নাব্যুতে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে মিলান। আসরে প্রথম দুই ম্যাচে হারের পর টানা দুই ম্যাচ জিতল প্রতিযোগিতার দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নরা। এ নিয়ে ঘরের মাঠে টানা দুই ম্যাচ হারল লস ব্লাংকোরা।
চলতি মৌসুমে সব মিলিয়ে এটি রিয়ালের তৃতীয় হার। অথচ গত মৌসুমে সব মিলিয়ে মাত্র ২ ম্যাচ হেরেছিল ক্লাবটি। এদিন ম্যাচের শুরুতেই ভ্যালেন্সিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে শোক প্রকাশ করা হয়। আর খেলা শুরু হতেই আক্রমণকে পাখির চোখ করে রিয়াল।
এদিন সান্তিায়াগো বার্নাব্যুতে রিয়ালের শুরুটা হয়েছিল গোল হজম করে। ম্যাচের ১২ মিনিটের মাথায় মাদ্রিদকে স্তব্ধ করে এগিয়ে যায় মিলান। কর্নার থেকে উড়ে আসা বলকে হেডে জালে জড়িয়ে অতিথিদের এগিয়ে দেন মালিক চিয়াও। পরের মিনিটেই সমতা ফেরার সুযোগ পায় রিয়াল। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে ও ভিনিসিয়ুস।
তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়াল। ব্যালন ডি’অর না পাওয়ার দুঃখ ভুলে রিয়ালকে সমতায় ফেরান ভিনি। রিয়াল সমতায় ফেরে ভিনির পেনাল্টি থেকে করা গোলে।
অবশ্য সেই সুখ মিলিয়ে যায় বিরতিতে যাওয়ার আগেই। ৩৯ মিনিটে দ্বিতীয় দফা পিছিয়ে যায় রিয়াল। রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন রাফায়েল লিয়াওয়ের শট ঠেকিয়ে দিলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠিকই গোল করে দলকে এগিয়ে দেন আলভারো মোরাতা। ৪৩ মিনিটে বল পেয়ে দারুণ গতিতে মিলানের বক্সের ঢুকে শট নেন এমবাপ্পে। তবে মিলান গোলরক্ষক মাইক মানিয়াঁর দৃঢ়তায় সমতায় ফেরা হয়নি রিয়ালের। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় রিয়ালকে।
বিরতির পর দুটি পরিবর্তন আনে রিয়াল। অরেলিয়েঁ চুয়ামেনির জায়গায় আসেন ব্রাহিম দিয়াজ এবং ফেদে ভালভের্দের জায়গায় আসেন এদুয়ার্দো কামাভিঙ্গা। দুই পরিবর্তন নিয়ে শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে রিয়াল। দ্রুত সুযোগও তৈরি করে। তবে তা গোলের জন্য যথেষ্ট ছিল না।
অন্যদিকে একের পর এক প্রতি আক্রমণে রিয়ালকে কাঁপিয়ে দিতে থাকে মিলান। একাধিকবার গোলের খুব কাছে গিয়েও ব্যবধান বাড়াতে পারেনি তারা।দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান বাড়তে পারতো আরও। তবে পর্তুগিজ ফরোয়ার্ড লেয়াওয়ের হেড দারুণ নৈপুণ্যে রুখে দেন রেয়ালের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক লুনিন।
রিয়ালের দুর্বল রক্ষণের সুযোগ নিয়ে ৭৩তম মিনিটে ব্যবধান বাড়ায় মিলান। লেয়াওয়ের পাস ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণে নিয়ে, নিচু শটে গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স।
৮১তম মিনিটে আন্টোনিও রুডিগারের জোরাল শট ঠিকানা খুঁজে পেলে আশা জাগে রেয়ালের। তবে ভিএআরের সাহায্যে রেফারি অফসাইডের বাঁশি বাজালে হতাশায় পুড়তে হয় স্বাগতিকদের।শেষ দিকে দুই দলই একটি করে সুবর্ণ সুযোগ পায়। তবে কেউই প্রতিপক্ষ গোলরক্ষকের বাধা এড়াতে পারেনি।
চার ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নেমে গেছে রেয়াল। সমান পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে উঠেছে মিলান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয়ী কমলা হ্যারিস
চট্টগ্রামে পুলিশের উপর ইসকন সমর্থকদের হামলা এসিড নিক্ষেপ
মার্কিন নির্বাচন নিয়ে ‘এআইয়ে’র রহস্যময় ভবিষ্যৎ বানী
নিজ অঙ্গরাজ্য ফ্লোরিডায় জয় পেলেন ট্রাম্প
এবার নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন
নির্বাচনের ফলাফলে এখন পর্যন্ত ট্রাম্প এগিয়ে
ভার্মন্টে কমলা, কেন্টাকি ও ইন্ডিয়ানায় ট্রাম্প জিতলেন
যশোরে এক সপ্তাহে ছুরিকাঘাতে নারীসহ ৩ জন খুন
ভোট গণনা শুরু, ট্রাম্প এগিয়ে
যশোরের চৌগাছা উপজেলায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা
যশোরের খোলাডাঙ্গায় ‘বাজার কেন্দ্রীয় বিরোধে’ স্যানিটারি ব্যবসায়ী খুন হয়
বেনাপোলে পুলিশের বিশেষ অভিযানে ৮ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি হবে না -উপাচার্য
নভোচারীরা মহাকাশ থেকেই তাদের ভোট দিলেন
ট্রাম্প জিতলেন পশ্চিম ভার্জিনিয়াতেও
এবারের মার্কিন নির্বাচনের ফলাফল হতে পারে সুদূরপ্রসারী
তিন অঙ্গরাজ্যের ফল প্রকাশ,এগিয়ে ট্রাম্প
লিসবনে বিধ্বস্ত ম্যানচেস্টার সিটি
দিয়াসের হ্যাটট্রিকে লিভারপুলের জয়যাত্রা অব্যাহত
নিষেধাজ্ঞা কাটিয়ে আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ