সাবিনাদের জন্য শনিবার পুরস্কার ঘোষণা করবে বাফুফে
০৮ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
দক্ষিণ এশিয়ার ফুটবলে সর্বোচ্চ টুর্নামেন্ট সাফ চ্যাম্পিায়নশিপ। যে আসরে বাংলাদেশ পুরুষ ফুটবল দল দীর্ঘ ২১ বছর আগে শিরোপা জিতলেও নারীরা হয়েছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। ২০২২ সালে নেপালের কাঠমান্ডুতে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরে স্বাগতিক দলকে ৩-১ ব্যবধানে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে ইতিহাস গড়েছিল লাল-সবুজরা। এবার একই ভেন্যুতে টুর্নামেন্টের ফাইনালে সেই নেপালকেই ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপার স্বাদ পেলেন সাবিনা খাতুনরা। মেয়েদের এমন সাফল্যে গর্বিত গোটা দেশ, পুরো জাতি। সাফ চ্যাম্পিয়ন হয়ে গত ৩১ অক্টোবর দেশে ফিরেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে ১ কোটি টাকা পুরস্কার পেয়েছেন ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনরা। ওইদিন মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন মেয়েদের বরণ করে নেয়ার পাশাপাশি তাদের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এবার পালা বাফুফের। সাবিনাদের ফেরার দিনই বাফুফের নব-নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান ঘোষণা দিয়েছিলেন ‘বাফুফের পক্ষ থেকেও মেয়েদের দেওয়া হবে বড় অংকের পুরস্কার’। তবে সেই বড় অংকটা কতবড় হবে তা বলেননি তিনি। সেটা এখনো ঠিকও করেনি বাফুফে। জানা গেছে আগামীকাল সকালে বাফুফের নব-নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় মেয়েদের অর্থ পুরস্কারের পরিমাণ ঘোষণা করবেন নতুন সভাপতি তাবিথ আউয়াল।
সভাপতি নির্বাচিত হওয়ার পর ৫ নভেম্বর বিকালে প্রথমবারের মতো বাফুফে ভবনে এসেছিলেন তাবিথ আউয়াল। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির আরো ১৭ জন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সভাসদদের নিয়ে সভাপতি সৌজন্য সাক্ষাৎ করেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড়দের সঙ্গে। মেয়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তাবিথ গণমাধ্যমকে বলেন,‘সাফ চ্যাম্পিয়ন দলের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা জানিয়েছি। আর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কিছু কথা বলেছি। তাও স্বল্প পরিসরে। কারণ, আমরা আগামীতে নির্বাহী কমিটি ও সাব-কমিটিগুলোর পক্ষ থেকে মেয়েদের সঙ্গে সিরিয়াসলি বসবো।’
চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কার ঘোষণায় বাফুফে কোনো চমক দেখাবে কিনা? এ প্রসঙ্গে বৃহস্পতিবার তাবিথ আউয়াল বলেন,‘চমক আমি বলবো না। আমাদের নির্বাহী কমিটি থেকে মনে করে, নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন হওয়ায় অবশ্যই তারা কিছু ডিজার্ভ করে। মেয়েদের অর্জন ও প্রাপ্য নিয়ে শনিবার নির্বাহী কমিটির প্রথম সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের পর সবকিছু চূড়ান্ত হবে। আমি প্রস্তাব করবো এবং নির্বাহী কমিটি অনুমোদন দিলে তা গণমাধ্যমকে জানানো হবে। তবে এটা নিশ্চিত বাফুফের পক্ষ থেকে শনিবার চ্যাম্পিয়ন মেয়েদের জন্য একটা ঘোষণা আসবে। অর্থনৈতিক শৃঙ্খলা রাখার জন্যই নির্বাহী কমিটির অনুমোদন নিয়ে পুরস্কারের অংক নির্ধারণ করা হবে।’ তিনি আরও বলেন,‘এরই মধ্যে আমরা শুনেছি ও প্রস্তাব পেয়েছি অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান নারী ফুটবল দলকে সংবর্ধনা এবং উপহার দিতে চায়। সেই আলোচনা আমাদের চলমান আছে। চূড়ান্ত কিছুই হয়নি। আমরা কোনো এগ্রিমেন্টেও আসিনি। তার মানে বাফুফের পাশাপাশি অনেক ব্যক্তি ও সংগঠন মেয়েদের জন্য অবদান রাখার আগ্রহ দেখিয়েছে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ