গোল উৎসবে জয়রথে বার্সা
০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
হার দিয়ে শুরুর পর চ্যাম্পিয়নস লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নতুন ফরমেটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হেরে মিশন শুরু করেছিলো কাতালানরা। ওই হতাশা তারা কাটিয়ে উঠতে সময় নেয়নি স্প্যানিশ দলটি। ইউরোপ সেরার মঞ্চে একের পর এক দাপুটে জয় আদায় করে নিচ্ছে হ্যান্সি ফ্লিকের দল। বুধবার রেড স্টার বেলগ্রেডের মাঠে ৫-২ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগে এনিয়ে সবশেষ তিন ম্যাচে ১৪ গোল করেছে তারা। আর সব প্রতিযোগিতা মিলে টানা ছয় জয়ে ২৪ গোল। এর মধ্যে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেওয়ার সাফল্যও আছে বার্সার।
গত রোববার লা লিগায় ডার্বিতে এস্পানিওলকে ৩-১ গোলে হারানো বার্সা দুটি পরিবর্তন নিয়ে বেলগ্রেডে খেলতে নামে। গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠার পর প্রথমবার একাদশে জায়গা পান ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়াং। গোলমুখ খুলতে স্প্যানিশ দলের মাত্র ১৩ মিনিট সময় লেগেছে। রাফিনহার ফ্রি কিকে গোলপোস্টের সামনে দাঁড়ানো ডিফেন্ডার ইনিগো মার্তিনেজ হেড করে বল জালে ঠেলে দেন। ১৪ মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে বার্সার আক্রমণাত্মক অফসাইড ফাঁদ এড়িয়ে সিলাস গোল করে সমতা ফেরান। তখনও হাল ছাড়েনি বার্সা। আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলে যেতে থাকে।
বেশ কয়েকটি সুযোগ তৈরি করার পর ৪৩ মিনিটে রাফিনহার শট পোস্টে লেগে ফিরে আসলে জাল কাঁপান রবার্ট লেভানডস্কি। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে জুলেস কোন্দের ক্রসে পোলিশ স্ট্রাইকার প্রথম স্ট্রাইকে বার্সার লিড বাড়িয়ে নেন। বার্সার চতুর্থ গোলও রাফিনহাকে বানিয়ে দেন কোন্দে। ফরাসি ফুলব্যাক ৭৬ মিনিটে তৃতীয় অ্যাসিস্ট করেন। ফারমিন লোপেজকে সহজ গোল বানিয়ে দেন তিনি। বদলি নামা মিলসন স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ দিয়ে ব্যবধান কমান। চার ম্যাচে ১৫ গোল করে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে সেরা আক্রমণাত্মক দলে রূপ নিয়েছে বার্সা। এছাড়া রাফিনহা ও লেভান্দোভস্কি পাঁচ গোল করে টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার দৌড়ে বায়ার্নের হ্যারি কেইন ও স্পোর্টিংয়ের ভিক্টর গিওকেরেসের পাশে বসেছেন।
এদিকে, টানা দুটি হারের পর লিগে ঘুরে দাঁড়ালো বায়ার্ন মিউনিখ। বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে জার্মানরা। পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে কয়েকবার সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারেনি বায়ার্ন। অবশেষে ৬৭ মিনিটে জার্মান মিডফিল্ডার মুসিয়ালার বুলেট হেড গড়ে দেয় পার্থক্য। এই বায়ার্নকে মৌসুমে প্রথম হারের স্বাদ দেওয়া অ্যাস্টন ভিলার জয়যাত্রা আবার থামিয়ে দিয়েছে ক্লাব ব্রুজ। টানা তিন ম্যাচ জিতে তারা পা রেখেছিল ক্লাব ব্রুজের মাঠে। ৪১ বছরে প্রথমবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিয়ে দুর্দান্ত ফর্মে ছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু চতুর্থ ম্যাচে এসে হার দেখলো তারা। অদ্ভুত পরিস্থিতির শিকার হয়ে ভিলা ১-০ গোলে হারলো। তাদের গোলরক্ষক মার্টিনেজ গোল কিক নিয়ে ছোট পাস বাড়ান। টাইরন মিংস খেলা শুরু হয়নি ভেবে বল হাতে নিয়ে আর্জেন্টাইন গোলরক্ষককে ফেরত পাঠান। ততক্ষণে রেফারি পেনাল্টির বাঁশি বাজিয়ে দেন। হ্যান্স ভ্যানাকেন পেনাল্টি থেকে গোল করলে জ্যান ব্রেইডেল স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। ভিলা হেরে যাওয়ায় এই আসরে শতভাগ সাফল্যের রেকর্ড এখন শুধু লিভারপুলের।
ভিলার মতো আরেক ইংলিশ ক্লাব আর্সেনালও এদিন হার দেখেছে। ২১ বছরে ইন্টার মিলানের সঙ্গে প্রথমবারের দেখায় সুবিধা করতে পারেনি তারা। সব প্রতিযোগিতা মিলে শেষ ছয় ম্যাচে তৃতীয়বার হারতে হলো গানারদের। বুধবারের ম্যাচের আগে তিন ম্যাচ খেলে দুই দলই তাদের গোলপোস্ট অক্ষত রেখেছিল। কিন্তু আর্সেনালের গোলমুখ খুলে গেলো এদিন। হাকান কালহানোগলু তার চমৎকার পেনাল্টি রেকর্ড ধরে রেখে ইতালিয়ান ক্লাবকে জেতালেন। মেহদি তারেমির ফ্লিক বক্সের মধ্যে মেরিনোর হাতে লাগলে রোমানিয়ান রেফারি ইস্তভান কোভাকস পেনাল্টির বাঁশি বাজান। কালহানোগলু ইন্টারে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে এনিয়ে ১৯ পেনাল্টি থেকে ১৯তম গোল করলেন।
প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল হজম করা আর্সেনাল বিরতির পর ১৪ বার গোলের প্রচেষ্টায় ব্যর্থ হয়। একই দিনে বিব্রতকর হার দেখেছে প্যারিস সেন্ট জার্মেই। ঘরের মাঠে তারা শেষ মুহূর্তে গোল হজম করেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ জিতেছে ২-১ গোলে। এনিয়ে তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলো ফরাসি জায়ান্টরা। ১৪ মিনিটে ওয়ারেন জাইরে এমেরির গোলে এগিয়ে গিয়েছিল প্যারিসের ক্লাবটি। চার মিনিট পর নাহুয়েল মলিনা সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাঞ্জেল কোরেয়া মাদ্রিদ ক্লাবকে জেতান।
এই জয়ে চার ম্যাচে দ্বিতীয় জয়ে ৪ পয়েন্ট নিয়ে ২৩ নম্বরে উঠে গেলো অ্যাটলেটিকো। চার ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে বার্সা ৩৬ দলের চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে গেলো। কোনও পয়েন্ট না পেয়ে ৩৫তম স্থানে রেড স্টার। ৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আর্সেনাল। আর ১০ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে ইন্টার মিলান। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এলিমিনেশন জোনে পিএসজি। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অ্যাস্টন ভিলা। সমান ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে ১৭তম স্থানে উঠলো বায়ার্ন মিউনিখ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যেতে চাই: হাসনাত আবদুল্লাহ
যুবদল কর্মী হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার ও শিবির সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ
এগিয়ে যাবে বাংলাদেশ
টাঙ্গাইলে ইসলামি ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শিক্ষা ও গবেষণায় তথ্য প্রযুক্তির ব্যবহার
মানুষের দুর্দশা মোচনে সরকারকে মনোযোগ দিতে হবে
সেনাবাহিনী ক্ষমতার বিকল্প সত্তা নয়
লিভ টুগেদার ইস্যুতে এবার স্বাগতাকে উকিল নোটিশ
ফিলিস্তিনের সমর্থনে ইস্তাম্বুলে লাখ লাখ মানুষের সমাবেশ
ব্যাপক গোলাগুলিতে নিউইয়র্কে আহত ১০
গাজায় জনসংখ্যা কমেছে ৬ শতাংশ
আইএসের পতাকা উড়িয়ে হামলা, নিহত বেড়ে ১৫
নোয়াখালীতে কৃষি জমির মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
ইসরাইলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করলেন ইয়োভ গ্যালান্ট
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
আশা জাগানিয়া প্রত্যাশা করা বড়ই কঠিন : গুতেরেস
মেয়েকে সঙ্গে নিয়ে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে উন
শেনজেন অঞ্চলের পূর্ণ সদস্য হলো রোমানিয়া ও বুলগেরিয়া
প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে : পরিবেশ উপদেষ্টা
১৫% ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন: মাওলানা মোসাদ্দেক বিল্লাহ