ফ্রান্স দলেও নেই এমবাপ্পে
০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
উয়েফা নেশন্স লিগের পরের দুই ম্যাচে জাতীয় দল থেকে বাদ পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের তারকা এই ফরোয়ার্ডকে আরেকবার দলের বাইরে রাখলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। এমবাপ্পেকে ছাড়াই ইসরাইল ও ইতালি ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন ফরাসি কোচ। সংবাদ সম্মেলনে দলের অধিনায়ককে না নেওয়ার কারণ জানাননি তিনি। তবে সিদ্ধান্তটি একান্তই তার নিজের। দেশম বলেন, ‘আমি তার সঙ্গে আলোচনা করেছি। তাকে না নেওয়ার সিদ্ধান্তটি শুধু এই দুই ম্যাচের জন্যই নিয়েছি। সে আসতে চেয়েছিল।’ গত অক্টোবরে নেশন্স লিগের সবশেষ দুই ম্যাচের দলেও ছিলেন না এমবাপ্পে। সে সময় দেশম বলেছিলেন, পুরোপুরি সেরে ওঠার জন্য এমবাপ্পেকে বিশ্রাম দিয়েছেন তিনি। কিন্তু অধিনায়ককে দলে না দেখে তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ফরাসি সমর্থকরা।
এ নিয়ে জাতীয় দলে টানা চার ম্যাচে দেখা যাবে না এমবাপ্পেকে। ফ্রান্স দলে এই তারকা ফরোয়ার্ডের এবারের অনুপস্থিতির কারণ হতে পারে তার পড়তি পারফরম্যান্স। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দেওয়া এমবাপ্পে নতুন ক্লাবে এখনও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ম্যাচেও নিষ্প্রভ ছিলেন তিনি। দুটি ম্যাচেই অনেক সুযোগ নষ্ট করেন বিশ্বকাপজয়ী এই তারকা। নেশন্স লিগে নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। চার ম্যাচে ৯ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা ইতালির পয়েন্ট ১০। আগামী বৃহস্পতিবার ইসরায়েলের বিপক্ষে খেলবে ফ্রান্স। তিন দিন পর ইতালির মুখোমুখি হবে তারা।
এদিকে, লিগে আসছে দুই ম্যাচের দল নিয়ে মস্ত বড় এক ভুল করে বসে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের ওয়েবসাইটে দেওয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় লাটভিয়ার এক খেলোয়াড়কে। বসনিয়া ও হাঙ্গেরির বিপক্ষে আগামী সপ্তাহের ম্যাচের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। আন্টোনিও রুডিগার, কাই হাভার্টজদের পাশাপাশি লাটভিয়ার স্ট্রাইকার দারিও সিটসের নাম তালিকাভুক্ত ছিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে। ২০ বছর বয়সী সিটস বর্তমানে খেলেন নেদারল্যান্ডসের দ্বিতীয় বিভাগের দল হেলমন্ড স্পোর্টের হয়ে। ইতালিয়ান ক্লাব পার্মা থেকে ধারে ডাচ দলটিতে আছেন তিনি। লাটভিয়ার হয়ে গত মাসে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ২০২২ সালে তিনি খেলেছিলেন জার্মানি অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে। দ্রুতই তালিকা থেকে সিটসের নাম সরিয়ে ফেলে জার্মান ফেডারেশন। আর ওই ভুলের জন্য ‘ডাটাবেসের প্রযুক্তিগত ত্রুটি’কে দায়ী করেছেন তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইউএনও কাবেরী, উপজেলা প্রকৌশলীর দুর্নীতির ৮ প্রকল্পের ৭৫ লাখ টাকা আত্মসাতের সত্যতা পেয়েছে দুদক
বাংলাদেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জমি দখল করে ছাদ ঢালাই
গুচ্ছ নয়, সঠিক সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা - জবি শিক্ষক সমিতি
২৯ ডিসেম্বর চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
সোমবার বিপিএলের মিউজিক ফেস্ট, গাইবেন রাহাত ফাতেহ আলী খান
নকলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি সংঘের ফাইনাল খেলা অনুষ্ঠিত
রাবিতে অধ্যাপকের বিরুদ্ধে ২৫ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগ, সাময়িক অব্যাহতি
রাজশাহীতে তেলের ট্রাকে বিস্ফোরণ: ৪শ’ ব্যারেল তেল ও ৮ দোকান ভস্মীভূত
স্ত্রী পর্দা করতে না চাইলে করণীয় প্রসঙ্গে।
কক্সবাজার প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
১০০ টাকা ঘুষ খেলেও চাকরি থাকবে না: নৌপরিবহন উপদেষ্টা
সংস্কার কমিশনের কাছে নিজের সম্পদের হিসাব দিলেন দুদক চেয়ারম্যান
মানিকগঞ্জে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন ইয়াছমিন খাতুন
ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পিতৃবিয়োগ বিভিন্ন মহলের শোক জ্ঞাপন
মির্জাপুরে নিখোঁজের পাঁচ মাস পরও খোঁজ মিলেনি
মোরেলগঞ্জে উপজেলা বিএনপির সাবেক সভাপতির ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণের শিকার হতদরিদ্র প্রতিবন্ধী যুবতীর সন্তান প্রসব! আতংকে ভুক্তভোগী পরিবার
সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুর্কী এমপির সাক্ষাৎ