ফার্নান্দেস ঝলকে উড়ন্ত ম্যানইউ
১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে প্রায় ৭৪ হাজার দর্শকের সামনে লিস্টার সিটিকে ৩-০ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আড়াইশতম ম্যাচ খেলার উপলক্ষ আলো ঝলমলে পারফরম্যান্সে রাঙ্গালেন ব্রæনো ফার্নান্দেস। নিজে গোল করেছেন এবং সতীর্থদের গোলে সহায়তাও করেছেন তিনি। প্রথমার্ধে ফার্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর আত্মঘাতী গোল করেন লেস্টারের ভিক্তর ক্রিস্তিয়ানসেন। বিরতির পর জালের দেখা পান আর্জেন্টাইন ফরোয়ার্ড গার্নাচো। রুড ভ্যান নিস্টেলরয়ের কোচিংয়ে চার ম্যাচে পর্তুগিজ মিডফিল্ডার ফার্নান্দেসের চতুর্থ গোল এটি। এরিক টেন হাগকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ রুড ফন নিস্টলরয়ের কোচিংয়ে চার ম্যাচের সবগুলোতে অপরাজিত রইল ম্যান ইউ। ক্লাবের সাবেক এই স্ট্রাইকারের দায়িত্বে শেষ ম্যাচ ছিল এটিই। সোমবার ওল্ড ট্র্যাফোর্ডে পা রাখবেন নতুন কোচ রুবেন আমোরি।
এদিকে, প্রথমে গোল করেও জয় ধরে রাখতে পারেনি আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার হাইভোল্টেজ ম্যাচে চেলসির সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। স্ট্যামফোর্ড ব্রিজে গাব্রিয়েল মার্তিনেল্লি আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান পেদ্রো নেতো। দুই গোলের বাইরে সেরা সুযোগটি পেয়েছিলেন ত্রোসার। ম্যাচের শেষ দিকে বদলি নামা বেলজিয়ান ফরোয়ার্ড হতে পারতেন নায়ক। অন্তিম সময়ে তার ব্যর্থতায় জয়ে ফেরা হলো না আর্সেনালের। প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচে জয়শ‚ন্য থাকল তারা। অনেক সুযোগ হাতছাড়া করা চেলসি ড্র করল টানা দুই ম্যাচে। ১১ ম্যাচে পাঁচ জয়ের সঙ্গে চার ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো চেলসি। গোল পার্থক্যে পিছিয়ে চারে আর্সেনাল। ১১ ম্যাচে চার জয় ও তিন ড্রয়ে ১৫ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে লেস্টার সিটি। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। টানা দুই হারে ২৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম্যানচেস্টার সিটি।
লা লিগায় টানা চার ম্যাচ জয়ের পর হারের মুখ দেখলো বার্সেলোনা। উড়তে থাকা বার্সাকে হারিয়ে দিল রিয়াল সোসিয়েদাদ। সান সেবাস্তিয়ানে রোববার রাতে ১-০ গোলে হারল হান্সি ফ্লিকের দল। চোট পেয়ে বাইরে থাকা লামিনে ইয়ামালের অভাব আক্রমণভাগে ভালোই অনুভব করল বার্সেলোনা। মৌসুমে একের পর এক ম্যাচে দাপুটে পারফরম্যান্স উপহার দেওয়া দলটি এবার রইল বড্ড অচেনা হয়ে। চেনা আঙ্গিনায় উজ্জীবিত পারফরম্যান্সে তাদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিল রিয়াল সোসিয়েদাদ। আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে লা লিগায় রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ হারাল বার্সেলোনা। সোসিয়েদাদের নায়ক শেরালদো বেকার। প্রথমার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগায় দ্বিতীয় এবং সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের তৃতীয় হার এটি। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে প্রথম ১৬ ম্যাচে ৫৫ গোল করা দল মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে জালের দেখা পেল না। ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে রিয়াল সোসিয়েদাদ।
এদিকে, সিরি আ’তে কালহানোগলুর পেনাল্টি মিসে ড্রয়ে শেষ হলো ইন্টার-ন্যাপোলির লড়াই। ইন্টার মিলানের জার্সিতে আগে ১৯ বার পেনাল্টি শট নিয়ে প্রতিবার জালের দেখা পেয়েছেন হাকান কালহানোগলু। ন্যাপোলির বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ে দুর্দান্ত গোলে সমতা টানার পর, দলকে এগিয়ে নেওয়ারও সুযোগ পেলেন তিনি। কিন্তু এবার আর স্পট কিকে সফল হলেন না তুর্কি তারকা। ঘরের মাঠে তার দলও পারল না পূর্ণ পয়েন্ট মুঠোয় ভরতে। সান সিরোয় রোববার রাতে প্রতিপক্ষের তুলনায় বেশ ভালো খেলেছে ইন্টার। আক্রমণে আধিপত্য দেখিয়ে জয়ের আশাও জাগায় তারা। কিন্তু পেনাল্টির সুবর্ণ সুযোগ হাতছাড়া করে, ১-১ ড্রয়ে লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হারাল সিমোনে ইনজাগির দল। এই দুই দলের লড়াই অমীমাংসিত থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও কোনো পরিবর্তন আসেনি। ১২ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাপোলি। সমান ২৫ পয়েন্ট নিয়ে পরের চারটি স্থানে আছে-আটালান্টা, ফিওরেন্তিনা, ইন্টার ও লাৎসিও। ষষ্ঠ স্থানে থাকা জুভেন্টাসের পয়েন্ট ২৪।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুরে রাস্তায় বাঁশের বেড়া দেয়ায় জনদুভোগ এলাকাবাসির মানববন্ধন
মেধা বৃত্তির ফলাফল ঘোষণা করলো উষা
পাহাড় কাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান জোরদার করা হবে : পরিবেশ উপদেষ্টা
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়