খেললো বাংলাদেশ, জিতল মালদ্বীপ!
১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
নভেম্বর ফিফা উইন্ডোতে ঘরের মাঠে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে খেললো বাংলাদেশ, জিতল মালদ্বীপ! গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারায় মালদ্বীপ। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার আলী ফাসির। একই ভেন্যুতে গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ধাপে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে পরের পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে পড়ে মালদ্বীপ। ওই হারের পর মালদ্বীপের ফুটবল অনেকটা নির্বাসনে চলে যায়। গত এক বছর আন্তর্জাতিক কোনো ম্যাচই খেলেনি দলটি। শুধু আন্তর্জাতিক নয়, এই সময়ে ঘরোয়া ফুটবলও হয়নি মালদ্বীপে। এক বছর পর বসুন্ধরা কিংস অ্যারেনাতেই বাংলাদেশকে হারিয়ে মধুর প্রতিশোধ নিলো দ্বীপরাষ্ট্রটি।
কাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একের পর সুযোগ তৈরি করে বাংলাদেশ। তবে ধারার বিপরীতে গোল পেয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত সেই গোলই গড়ে দেয় ম্যাচের ব্যবধান। যদিও শুরু থেকে লাগাম নিজেদের হাতেই রাখার চেষ্টা করে বাংলাদেশ দল। ৪-৪-২ ছকে খেলে বাঁদিক দিয়েই বেশি আক্রমণ করছিল লাল-সবুজরা। কখনও ফয়সাল আহমেদ ফাহিম কিংবা রাকিব হোসেন, কখনও আবার শেখ মোরসালিন ছিলেন আক্রমণের নেতৃত্বে। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। বাংলাদেশের আক্রমণগুলো কখনও বারে লেগে প্রতিহত হয়, কখনও ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। কখনও আবার মালদ্বীপের রক্ষণে বাধা পড়ে। তবে বাংলাদেশের ফরোয়ার্ডদের জন্য সবচেয়ে বড় বাধা ছিলেন মালদ্বীপের গোলরক্ষক হুসাইন শরীফ। যিনি চীনের প্রাচীরের মতো দাড়িয়ে প্রতিহত করেন রাকিবদের একের পর এক আক্রমণ। পুরো ম্যাচে বাংলাদেশ দলের ফরোয়ার্ডরা অন্তত ৬টি গোলের সুযোগ নষ্ট করেছেন। যা থেকে কম করে হলেও তিনটি গোল হতে পারতো। প্রথমার্ধে বাংলাদেশ দল আক্রমণ বেশি করলেও কিছুটা অগোছালো ভাব ছিল। গোলরক্ষক মিতুল মারমা একাধিকবার ভুল করেন। এছাড়া ব্যাক পাস কিংবা ভুল পাসের প্রবণতা ছিল স্বাগতিক খেলোয়াড়দেরর মাঝে।
মালদ্বীপ খেলেছে দেখে-শুনে। নিজেদের রক্ষণ সামলে পাল্টা আক্রমণে গিয়ে তারা গোল পেয়েছে। যদিও ম্যাচের শুরুতে গোল প্রায় পেয়েই যাচ্ছিল স্বাগতিকরা। ৪ মিনিটে ঈসা ফয়সালের ক্রসে মোরসালিন বক্সের ভেতরে থেকে হাওয়া ভাসা বলে মাথা চালিয়ে দিলে বল ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর মোরসালিনের মাটি গড়ানো শট ৬ গজ দূরত্বে থেকে মালদ্বীপের এক ডিফেন্ডার ক্লিয়ার করেন। ১৪ মিনিটে ব্যাকফ্লিক থেকে আর একটু হলেই মালদ্বীপ গোল পেতে পারতো। তবে কোনোমতে বল তালুবন্দি করেন মিতুল। একটু পর ফাহিমের ক্রসে রাকিব ঠিকমতো লক্ষ্যে হেড নিতে পারেননি।
ম্যাচের ১৮ মিনিটে ধারার বিপরীতে গোল হজম করে বসে বাংলাদেশ। এসময় হামজা মোহাম্মদের দারুণ এক মাপা ফ্রি কিকে পোস্টের সামনে থেকে আলী ফাসির ফাঁকায় আলতো করে মাথা ছুঁইয়ে দিলে বল আশ্রয় নেয় জালে (১-০)। পিছিয়ে থেকে আবারও আক্রমণে যায় বাংলাদেশ। ১৯ মিনিটে ফাহিমের ক্রসে রাকিব পা ছোঁয়ানোর আগেই মালদ্বীপের গোলরক্ষক ব্লক করেন। এরপর দ্রুত বিপদমুক্ত করেন ডিফেন্ডার সামোহ আলী। ২৯ মিনিটে ঈসার ক্রসে ফাহিমের বাঁ পায়ের সাইড ভলি অন টার্গেটে থাকেনি। ৪৪ মিনিটে বল ক্রসবার কাঁপালেও গোল পাওয়া হয়নি স্বাগতিকদের। এসময় সোহেল রানার দূরপাল্লার শট সাইডবারে লেগে প্রতিহত হয়। বিরতির পর মালদ্বীপ কিছু সময় রাজত্ব করে। তবে ব্যবধান বাড়াতে পারেনি। বাংলাদেশও পারেনি সমতায় ফিরতে। ৪৯ মিনিটে আহমেদ আইয়ামের জোরালো শট সাইড পোস্টে লেগে ব্যবধান বাড়েনি।
চার মিনিট পর আলী ফাসিরের শট গোলরক্ষক মিতুল বাঁদিকে ঝুঁকে পড়ে রুখে দেন। ৫৭ মিনিটে আলী ফাসিরের ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৬২ মিনিটে বক্সের ভিতরে হামজা বল পাওয়ার আগে নিশ্চিত গোল বাঁচান রাকিব হোসেন। তখন হামজার সামনে শুধু গোলরক্ষক ছিলেন। দুই মিনিট পর চন্দন রায়, শাহরিয়ার ইমন ও মজিবর রহমান জনি নামেন। তাতে আক্রমণে আবারও স্বাগতিকদের প্রাধান্য। ৬৯ মিনিটে সাদ উদ্দিনের ক্রসে শাহরিয়ার ইমনের হেড অল্পের জন্য বাইরে দিয়ে যায়। ৫ মিনিট পর শাহরিয়ার ইমনের সঙ্গে ওয়ান টু খেলে জনির বুলেট গতির শট মালদ্বীপের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৮৬ মিনিটে রাকিবের
পাসে মোরসালিনের শট গোলরক্ষক হুসাইন শরীফ বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন। আর শেষ
দিকে
মোরসালিন-রাকিব মালদ্বীপের রক্ষণদূর্গ চেপে ধরলেও গোলের দেখা মেলেনি। শেষ পর্যন্ত হারের দুর্ভাগ্য নিয়ে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দলকে।
ফলে ২০২২ সালের ২৪ মার্চের পর ফের মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ। একই ভেন্যুতে দু’দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচটি মাঠে গড়াবে আগামী শনিবার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
পুলিশ সংস্কার ও একটি কৌশলপত্র
মোস্তফা সরয়ার ফারুকীকে কেন উপদেষ্টা করতে হবে?
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
অভ্যুত্থানে আহতদের প্রতি এই অবহেলা অমার্জনীয়
নাট্যকার হুমায়ূন আহমেদ