শেষের ঝলকে স্বস্তির সমতা
১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১৭ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
নভেম্বর ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে জিতে সমতায় সিরিজ শেষ করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমে পিছিয়ে থেকেও মালদ্বীপকে ২-১ গোলে হারায় লাল-সবুজরা। বিজয়ী দলের হয়ে মিডফিল্ডার মজিবর রহমান জনি ও বদলি মিডফিল্ডার পাপন সিং একটি করে গোল করেন। মালদ্বীপের পক্ষে একমাত্র গোলটি করে মিডফিল্ডার আলি ফাসির।
কাল দ্বিতীয় প্রীতি ম্যাচের সেরা একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের ম্যাচে খেলা কানাডা প্রবাসী সৈয়দ কাজেম শাহ’র জায়গায় আগের ম্যাচে বদলি খেলা মজিবর রহমান জনিকে মাঠে নাম বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সেরা একাদশে সুযোগ পেয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন জনি।
তবে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় মালদ্বীপ। তারা ৪-২-৩-১ পদ্ধতিতে খেলে প্রতিপক্ষকে কোনঠাসা করার চেষ্টা করলেও বাংলাদেশ দল নিচ থেকে খেলা তৈরি করে পাল্টা আক্রমণে যায়। তবে প্রথম প্রীতি ম্যাচের মতো সুবর্ণ সুযোগ কমই তৈরি করতে পেরেছের রাকিব হোসেনরা। ম্যাচের প্রথম সুযোগটি পায় মালদ্বীপই। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে ফাসিরের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এর চার মিনিট পরই গোলের দেখা পায় সফরকারীরা। ম্যাচের ২৩ মিনিটে অধিনায়ক তপু বর্মণের ভুলের মাশুল গোল হজমেই দিতে হয়েছে লাল-সবুজদের। ফাসির আরও একবার বাংলাদেশের হৃদয় ভাঙেন। তপুর শট গিয়ে পড়ে মালদ্বীপের একজনের পায়ে, সেখান থেকে ডিফেন্স চেড়া পাস আলি ফাসির পেয়ে আগুয়ান গোলরক্ষক মিতুল মারমার পাশ দিয়ে বাঁ পায়ের আলতো শট জালে জড়িয়ে দেন। তপু আটকানোর চেষ্টা করেন ফাসিরকে, কিন্তু গোল বাঁচাতে পারেননি (১-০)। তবে পিছিয়ে থেকে মোটেও দমে যায়নি বাংলাদেশ। গোল হজম করার পরপরই সমতায় ফেরার সুযোগ পায় তারা। ২৮ মিনিটে রাকিবের শট পোস্টের অনেক দূর দিয়ে গেলে হতাশ হয় বাংলাদেশ শিবির। ৪০ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট হয়েছে। রাকিবের নিচু ক্রসে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম চলতি বলে প্লেসিং করলে গোলরক্ষক হুসাইন শরিফ একটু পাশে সরে হাত দিয়ে তা প্রতিহত করেন। ফিরতি বলে শেখ মোরসালিন শট নিলে তা পোস্টের অনেক ওপর দিয়ে যায়। তিন মিনিট পর মজিবর রহমান জনির দারুণ এক গোলে গ্যালারিতে আনন্দের বন্যা বয়ে যায়। ৪৩ মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের পাসে বল পেয়ে মালদ্বীপের এক ডিফেন্ডারকে ডজ দিয়ে চার জনের মাঝ দিয়ে দারুণভাবে জায়গা বের করে নিয়ে শটে গোল করে জাল কাঁপান জনি। গোলরক্ষক বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি (১-১)। সমতা নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের কাছে রাখে বাংলাদেশ। ৪৯ মিনিটে ভালো সুযোগ ছিল। এসময় রাকিব বক্সের বাইরে একজনকে ডজ দিয়ে বাঁ পায়ের বুলেট গতির শট নিলে বল জালে জড়ানোর আগ মুহূর্তে গোলরক্ষক হুসেইন শরিফ এক হাত দিয়ে কোনমতো তা প্রতিহত করেন। ৫৩ মিনিটে মালদ্বীপের একজনের ক্রস থেকে আহমেদ রিজুভানের হেড মিতুল মারমা রুখে দেন। এরপরই রহমত মিয়া,শাহরিয়ার ইমন,চন্দন রায় নামেন মাঠে। আক্রমণে গতি আরও বাড়ে বাংলাদেশ দলের। ৭৭ মিনিটে আবার মোরসালিনের জায়গায় পিয়াস আহমেদ নোভার অভিষেক হয়। ৮৪ মিনিটে অভিষেক ম্যাচেই গোল পেতে পারতেন নোভা। কিন্তু তা তিনি পারেনি। শাহরিয়ার ইমনের শট গোলরক্ষক শরিফ ঠিকমতো তালুতে জমাতে পারেননি,ফিরতি বলে সামনে থাকা নোভার দুর্বল শট আস্তে আস্তে সাইডবার ঘেষে বাইরে চলে যায়। ৮৮ মিনিটে রহমতের ফ্রি-কিকে তপুর হেড বারের পাশ দিয়ে যায়। এরপরই সোহেল রানার জায়গায় মাঠে নামেন পাপন সিংহ। নেমেই করেন বাজিমাত। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৪ মিনিট) বদলি পাপন সিংহের গোলেই বাংলাদেশের জয় নিশ্চিত হয়। এসময় শাহরিয়ার ইমনের নিঁখুত ক্রসে পাপন সিংহ বক্সের ভিতর থেকে দারুণ এক প্লেসিং শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন (২-১)। চলতি বছরের শেষটা বাংলাদেশ দল জয়ে রাঙাতে পেরেছে বলে গ্যালারীতে তখন উৎসবের আমেজ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান
কেবল সেবন নয় মাদক ব্যবসায়ও জড়িত তারকারা, ডিসেম্বরের পরে দেখে নেবে কে?
গাবতলীতে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেক এমপি লালু
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা