মোহামেডানকে হারিয়ে ‘চ্যালেঞ্জ’ জিতল বসুন্ধরা
২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৩ এএম
এক ম্যাচের টুর্নামেন্ট, যার পোশাকি নাম- ‘বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ’। বাংলাদেশে প্রথমবার আয়োজিত এ টুর্নামেন্ট দিয়েই মাঠে গড়ালো ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। বাংলাদেশ ফুটবলের নতুন এই টুর্নামেন্টে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংং ক্লাবকে হারিয়ে ‘চ্যালেঞ্জ’ জিতল বসুন্ধরা কিংস। গতকাল রাজধানীর কিংস অ্যারেনায় এক ম্যাচের টুর্নামেন্টের ফাইনালে শুরুতে পিছিয়ে থেকেও মোহামেডানকে ৩-১ গোলে হারিয়ে চ্যালেঞ্জ কাপের প্রথম শিরোপা ঘরে তুললো স্বাগতিক বসুন্ধরা কিংস। বিজয়ী দলের হয়ে ডিফেন্ডার তপু বর্মণ, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম ও ব্রাজিলিয়ান অধিনায়ক মিগুয়েল ফেরাইরা। মোহামেডানের পক্ষে সান্তনাসূচক গোলটি করেন মালির ফরোয়ার্ড অধিনায়ক সুলেমানে দিয়াবাতে। নতুন টুর্নামেন্টের শিরোপা জয়ের মধ্য দিয়েই নতুন মৌসুম শুরু করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচবারের চ্যাম্পিয়নরা।
সাধারণত আন্তর্জাতিক ফুটবল বা ক্রিকেট ম্যাচের আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় মাঠে। কিন্তু ঘরোয়া কোনো ম্যাচে এই প্রথমবার বসুন্ধরা কিংস অ্যারেনার দর্শকরা জাতীয় সঙ্গীত শুনলেন। বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ শুরুর আগে কিংস অ্যারেনায় বেজে উঠে ‘আমার সোনার বাংলা/আমি তোমায় ভালবাসি’। গ্যালারিতে বসা দর্শকরা জাতীয় সঙ্গীত বেজে ওঠার সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের প্রতি সম্মান জানান। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণেই অনুষ্ঠিত হয়েছে এক ম্যাচের এই টুর্নামেন্ট। তাই জাতীয় সঙ্গীত বাজিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে রাখা হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট উদিত হয়েছে স্বাধীনতার দ্বিতীয় সূর্য, জন্ম হয়েছে বাংলাদেশ ২.০-এর। সেই নামে এবার নতুন প্রতিযোগিতা দিয়েই ২০২৪-২৫ ফুটবল মৌসুম শুরু হলো। এই ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানি দেয়া হবে জুলাই-আগস্টের শহীদ স্মৃতি ফাউন্ডেশনে।
ফুটবল বিশ্বের অনেক দেশেই মৌসুম শুরু হয় আগের বছরের সেরা দুই দলের একটি ম্যাচ দিয়ে। এবারের মৌসুম থেকে সেটার যাত্রা শুরু হলো বাংলাদেশেও। চ্যালেঞ্জ কাপের প্রথম আসরে কাল মুখোমুখি হয়েছিল গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও ফেডারেশন কাপ রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। দু’দলের মধ্যকার এক ম্যাচের টুর্নামেন্টের ফাইনালটি ছিল বেশ উপভোগ্য। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়েই খেলতে থাকে মোহামেডান। যার ফল তারা পেয়ে যায় মাত্র ৭ মিনিটেই। এসময় নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল সানডে বাঁ প্রান্ত থেকে ক্রস করেন অধিনায়ক সুলেমানে দিয়াবাতের উদ্দেশ্যে। দীর্ঘদেহী সুলেমান বক্সে লাফিয়ে উঠে হেড করেন। তার হেড কিংসের জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে সাদাকালো শিবির (১-০)। এগিয়ে থাকা মোহামেডান প্রথমার্ধে খেলেছে দুর্দান্তই। ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তারা পেয়েছিল বিরতির আগেই। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে এক গোলের বেশি আর পায়নি তারা। এগিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই
মোহামেডানের ফুটবলারদের মাঝে খানিকটা ফিটনেস ঘাটতি দেখা যায়। এর মধ্যে ধোঁয়ার জন্য খেলা স্থগিত হওয়ায় ছন্দপতনও হয়েছে। আর সেই সুযোগই দারুণভাবে কাজে লাগিয়েছে কিংস। দ্বিতীয়ার্ধে কিংসের ম্যাচে প্রত্যাবর্তনের নায়ক ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরা। এই অর্ধে দারুণ খেলে দু’টি গোল করানোর পাশাপাশি তিনি নিজেও করেন এক গোল। ম্যাচের ৬২ মিনিটে খেলা আকস্মিক স্থগিত হয়ে যায়। মোহামেডান অর্ধের পেছন থেকে সমর্থকরা স্মোক ফ্লেয়ার ছুড়ে মারায় ‘ধোঁয়া’ ছড়িয়ে পড়ে মাঠের বড় একটা অংশে। ভুটানি রেফারি ভিরেন্দ্রা রায় খেলা স্থগিত করে দেন। মিনিট দু’য়েক পরই অবশ্য ওয়ান ড্রপের মাধ্যমে খেলা শুরুর উদ্যোগ নেন রেফারি। এতে খানিকটা আপত্তি জানায় মোহামেডান। কারণ মোহামেডানের পোস্টে তখনও ধোঁয়া উড়ছিল। মাঠের ধোঁয়া একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত রেফারি খেলা স্থগিত রাখেন। সেই সময় দুই দলের খেলোয়াড়রা মাঠের মধ্যেই নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে গা গরম রাখেন। কিংস অ্যারেনায় দর্শকদের আচরণে ফিফা এর আগে শান্তি দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। শাস্তি হিসেবে বাফুফেকে কয়েক হাজার ডলার জরিমানা গুনতে হয়েছিল তখন। কিংস অ্যারেনায় সমর্থকদের সেই উগ্রতা এখনও চলছে। ধোঁয়ার কারণে খেলা ৮ মিনিট বন্ধ থাকার পর ওয়ান ড্রপের মাধ্যমে পুনরায় শুরু হয়। তবে সমতায় ফিরতে বসুন্ধরা কিংসকে অপেক্ষা করতে হয় এক ঘন্টারও বেশি সময় পর্যন্ত। অবশেষে গোলের দেখা পায় স্বাগতিকরা। ম্যাচের ৭৩ মিনিটে ডান প্রান্ত থেকে মিগুয়েলের কর্নার থেকে তপু বর্মণ ফ্লিক করে মোহামেডানের জালে বল জড়িয়ে দিলে সমতায় ফেরে কিংস (১-১)। মিনিট আটেক পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিগুয়েলের ক্রসে ফিনিশিং টাচে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম (২-১)। আর ম্যাচের ১৮ মিনিট যোগকরা সময়ের সপ্তম মিনিটে দারুণ গোল করে মোহামেডানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন মিগুয়েল ফেরাইরা (৩-১)। ফলে এই ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। খেলা শেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এই ম্যাচের এক সপ্তাহ পর মাঠে গড়াবে ঘরোয়া সর্বোচ্চ আসর বিপিএল। আগামী শুক্রবার থেকে শুরু হবে বিপিএলের খেলা। লিগের মাঝেই ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে ফেডারেশন কাপ টুর্নামেন্ট। প্রতি সপ্তাহের মঙ্গলবার হবে এই টুর্নামেন্টের খেলা। এবার ফেডারেশন কাপে খেলবে বিপিএলের ১০ ক্লাব।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
শৈত্যপ্রবাহে কাঁপছে যে ১০ জেলা
লন্ডন যাওয়া হলো না বিতর্কিত নায়িকা নিপুনের, তাকে রেখে সিলেট ছাড়লো ফ্লাইট !
পাকিস্তানে খনিতে গ্যাস বিস্ফোরণে আটকে পড়েছে ১২ শ্রমিক, উদ্ধারকাজ চলছে
এবার রিপাবলিক বাংলাকে তুড়িতেই উড়িয়ে দিলেন বাংলাদেশের নরেন্দ্রনাথ
কার্টারকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে একসঙ্গে পাঁচ মার্কিন প্রেসিডেন্ট
দেশের সেরা ব্র্যান্ড ওয়ালটনের এসি রপ্তানি হচ্ছে ক্যামেরুনে
রূপপুর প্রকল্পের ভবন থেকে আরো এক রুশ নাগরিকের লাশ উদ্ধার
লন্ডনে যাওয়ার সময় চিত্রনায়িকা নিপুণ আটক
গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে আটক করবে না পোল্যান্ড !
মুঠোফোন গ্রাহকদের ওপর বাড়তি করের বোঝা না চাপানোর আহ্বান
শ্রীলঙ্কায় ইসলাম বিদ্বেষী বক্তব্যের অভিযোগে বৌদ্ধ ভিক্ষু গনানসারার কারাদণ্ড
ট্রাম্পের ঘুষের মামলায় সাজা স্থগিতের আবেদন খারিজ
সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আত্মসমর্পণ
৭ ডিগ্রীতে পঞ্চগড়ের তাপমাত্রা,বইছে মাঝারি শৈত্যপ্রবাহ
শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ জারি
সীমান্তে বাংলাদেশি নিহত : পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির কড়া প্রতিবাদ
নিকোলাস মাদুরোর তৃতীয় শপথ, রাজনৈতিক দমন-পীড়নের আশঙ্কা
সুপার কাপ ফাইনালে বার্সা-রিয়াল মহারণ
কার সাথে সংসার করছেন জয়া?
২৪ বিপ্লবের শহীদদের মতো বিডিআরের নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে