দুর্দশা কাটছেই না সিটির
২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ২৮ নভেম্বর ২০২৪, ১২:০৮ এএম
টানা পাঁচ ম্যাচ হারের পর নিজেদের মাঠে অবিশ্বাস্য এক রাত কাটলো ম্যানচেস্টার সিটির। ইত্তিহাদ স্টেডিয়ামে তিন গোল করে জয়খরা কাটানোর আভাস দিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি পেপ গার্দিওয়ালার দল। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের মাঠে মঙ্গলবার রাতে ডাচ ক্লাব ফেইনুর্দের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে ম্যান সিটি। এনিয়ে তাদের জয়খরা বেড়ে দাঁড়ালো টানা ছয়ে। আর্লিং হাল্যান্ড জোড়া গোল করে ম্যানসিটিকে গত পাঁচ ম্যাচ হারের দুঃখ ঘুচানোর পথ তৈরি করে দেন। কিন্তু রক্ষণের মারাত্মক সব ভুলে শেষ দিকে তাদের গোলপোস্ট অরক্ষিত হয়ে পড়ে। তিন গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেছে ইংলিশ জায়ান্টরা।
লিগ কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হার দিয়ে ব্যর্থতার জালে বন্দি হয়ে পড়ে সিটি। এরপর প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে বোর্নমাউথ, ব্রাইটন ও টটেনহ্যামের বিপক্ষে হারে তারা, এর মাঝেই চ্যাম্পিয়ন্স লিগে গত রাউন্ডে তারা ধরাশায়ী হয় স্পোর্টিংয়ে মাঠে। সবশেষ গত ২৬ অক্টোবর সাউদাম্পটনের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল সিটি। কিছুদিন আগেও যা ছিল অকল্পনীয় সেটিই বাস্তব হয়ে এলো ইত্তিহাদ স্টেডিয়ামে। ঘরের মাঠে দুয়ো শুনতে হলো ম্যানচেস্টার সিটিকে। পেপ গার্দিওলা অবশ্য হতাশ বা ক্ষোভ প্রকাশ করছেন না। বরং দর্শকদের আবেগ-অনুভূতিকে সম্মান করেছেন সিটি বস। শেষ বাঁশি বাজার পর দুয়োর সুর ভেসে আসতে থাকে গ্যালারি থেকে। তবে সেই সুরে ভালোবাসা আর অধিকারের ছোঁয়াই দেখেছেন গার্দিওলা, ‘অতীতের সাফল্য স্মরণ করার জন্য তো তারা এখানে আসেনি, তারা এসেছিলেন দলের জয় দেখতে। তারা যেটা অনুভব করেন, সেটা প্রকাশ করার অধিকার অবশ্যই আছে তাদের। তারা নিশ্চয়ই অনেক হতাশ।’
তবে ফুটবলারদের তিনি কখনোই কাঠগড়ায় দাঁড় করান না সাধারণত। এবারও তিনি তাদের দিকে আঙুল তুলছেন না, ‘ফুটবলারদের কিছু বলা খুব জরুরি নয়, তারা খুব ভালোভাবেই জানে। যা হয়েছে, ব্যাপারটি এমনই। এই মুহূর্তে হজম করা কঠিন।’ পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৭ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে উঠেছে ডাচ ক্লাব ফেইনুর্ড। আগামী রোববার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগে মুখোমুখি হওয়ার আগে এই ম্যাচে ড্র নিশ্চিতভাবে ম্যানসিটির আত্মবিশ্বাসে ধাক্কা দিলো।
এদিকে, ১০ জনের দল নিয়ে বায়ার্ন মিউনিখের কাছে আবার হারল পিএসজি। গোলরক্ষকের দুর্বলতায় পিছিয়ে পড়া পিএসজি বিরতির পর খেলো আরও বড় ধাক্কা। লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন উসমান দেম্বেলে। আক্রমণভাগের সেরা খেলোয়াড়কে হারিয়ে, একজন কম নিয়ে আর পেরে ওঠেনি ফরাসি চ্যাম্পিয়নরা। আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে পিএসজিকে ১-০ গোলে হারিয়েছে জার্মান জায়ান্টরা। ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন কিম মিন। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে এই নিয়ে টানা চার ম্যাচে হারল পিএসজি। আরেক ম্যাচে লেভান্ডোভস্কি ও দানি ওলমোর গোলে ফরাসি ক্লাব ব্রেস্তকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো সুসংহত করলো বার্সেলোনা। ঘরের মাঠে মঙ্গলবার রাতে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। একই সময়ে অন্য ম্যাচে স্পোর্টিং লিসবনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লি, কাই হাভার্টজ ও গাব্রিয়েল মাগালিয়াইসের গোলে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মিকেল আর্তেতার দল। দ্বিতীয়ার্ধের শুরুতে গনসালো ইনাসিওর গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ের আশা জাগায় স্পোর্টিং। তবে বুকায়ো সাকা ও লিয়ান্দ্রো ত্রোসার্ডের গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। ৫ ম্যাচে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ১৩ পয়েন্ট নিয়ে চূড়ায় ইন্টার মিলান। রিয়ালের বিপক্ষে হার এড়ালেই অবশ্য শীর্ষে ফিরবে লিভারপুল। ৪ ম্যাচের ১২ পয়েন্ট পাওয়া দলটি গোল পার্থক্যে পিছিয়ে আপাতত আছে তিনে। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সাতে উঠে এসেছে আর্সেনাল। গোল পার্থক্যে পিছিয়ে পরের দুটি স্থানে আছে স্পোর্টিং ও ব্রেস্ত। পাঁচ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠেছে ভিনসেন্ট কোম্পানির দল বায়ার্ন। তৃতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছে ২৬ নম্বরে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ