শেষ ম্যাচ খেলে ফেললেন সালাহ!
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
‘এখানে থাকার চেয়ে আমার চলে যাওয়ার সম্ভাবনাই বেশি’- লিভারপুলে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে ক’দিন আগে এমন মন্তব্য করা মোহামেদ সালাহ ‘প্রিয় ক্লাবে’ সত্যিই যেন নিজের শেষ দেখে ফেলেছেন। ঘরের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় লিভারপুল। দুটি গোলেই মিশে আছে সালাহর নাম। তার পাস থেকেই প্রথম গোলটি করেন কোডি গাকপো। পরে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন সালাহ নিজে। দুর্দান্ত জয়ের পর মিশরীয় তারকা ফরোয়ার্ড কিছুটা আক্ষেপের সুরে বললেন, অ্যানফিল্ডে সিটির বিপক্ষে এটাই হয়তো তার শেষ ম্যাচ।
লিভারপুলের জার্সিতে দারুণ সব পারফরম্যান্স উপহার দেওয়া সালাহ চলতি মৌসুমেও আছেন দুর্দান্ত ফর্মে। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল করে মৌসুমে ক্লাবটির সর্বোচ্চ স্কোরার তিনি। লিভারপুলের সঙ্গে ২০২৪-২৫ মৌসুমেই শেষ হয়ে যাবে সালাহর চুক্তির মেয়াদ। তারপরও তাকে রাখতে এখনও আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তির প্রস্তাব দেয়নি ক্লাবটি। যা নিয়ে কদিন আগেও হতাশার কথা বলেন সালাহ। সিটি ম্যাচ শেষে আরেকবার লিভারপুলে তার ভবিষ্যত নিয়ে জিজ্ঞাস করা হলে স্কাই স্পোর্টসে ৩২ বছর বয়সী ফুটবলার তুলে ধরেন নিজের ভাবনা, ‘সত্যি বলতে, এটা আমার ভাবনায় আছে। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এটাই সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে আমার খেলা শেষ ম্যাচটা ছিল অবিশ্বাস্য, তাই আমি এখানে প্রতিটি সেকেন্ড উপভোগ করব। আশা করি, আমরা লিগ জিতব এবং এরপর দেখা যাবে কী হয়।’
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর সময়ের সঙ্গে দলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্যদের একজন হয়ে ওঠেন সালাহ। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬৯ ম্যাচে ২২৪ গোল করেছেন তিনি। একবার করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপসহ আর কয়েকটি শিরোপা। দীর্ঘ এই পথচলায় ক্লাবটিকে আপন করে নিয়েছেন সালাহ। বললেন, এখানে প্রতিটি মুহূর্ত উপভোগ করার কথা, ‘লিভারপুলে খেলতে পারা খুবই স্পেশাল। আমি এই প্রাপ্তিকে হালকাভাবে দেখি না। এখানে প্রতিটি মিনিট উপভোগ করছি আমি। এখানে আমি স্বাচ্ছন্দ্যে আছি। অ্যানফিল্ডে গোল করা এবং জিততে পারা সব সময়ই বিশেষ এক অনুভূতি।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ