পথহারা সিটির এবার লিভারপুল ধাক্কা
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
খারাপ সময় পিছু ছাড়ছেনা ম্যানচেস্টার সিটির। হারের বৃত্ত ভেঙ্গে বেরিয়ে আসার পথ জেন খুঁজে পাচ্ছেনা পেপ গার্দিওয়ালা। ব্যর্থতার জাল ছিঁড়তে যা কিছু করতে হতো, সেসবের কিছুই পারল না ম্যানচেস্টার সিটি। বিবর্ণ পারফরম্যান্সে একরাশ হতাশাই উপহার দিল সিটিজেনরা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচ জয়খরা দেখলো তারা। অ্যানফিল্ডে লিভারপুলের কাছেও হারের তিক্ত স্বাদ পেলো টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে লিভারপুলের কাছে ২-০ গোলে হারলো ম্যান সিটি। দুই অর্ধে দুই গোল করেন কোডি গাকপো ও মোহাম্মদ সালাহ।
কদিন আগে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর প্রেরণা নিয়ে ম্যানসিটির মুখোমুখি হয়েছিল লিভারপুল। হাফটাইমের আগেই তারা ম্যাচ নিশ্চিত করে ফেলতে পারতো। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করায় প্রথমার্ধ শেষ করতে হয়েছে ১-০ গোলে এগিয়ে থেকে। এর মধ্যে ভার্জিল ফন ডাইকের দুটি হেডের একটি লাগে পোস্টে। ম্যাচের প্রথম গোল আসে ১২ মিনিটে। ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের লম্বা পাস ধরে ডান প্রান্ত থেকে সালাহর নিচু ক্রস ম্যানসিটি গোলরক্ষক স্টেফান ওর্তেগাকে বেকায়দায় ফেলে গাকপোর পায়ে পড়ে। তাকে বোকা বানিয়ে ব্যাকপোস্ট থেকে জাল কাঁপান গাকপো। ম্যানসিটির ফেরার আশা মাটি করে দেন সালাহ। ৭৮ মিনিটে লুইজ দিয়াজকে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিকে লক্ষ্যভেদ করে অ্যানফিল্ডে গর্জন তোলেন মিশরীয় ফরোয়ার্ড সালাহ। এ নিয়ে লিগে টানা চার ম্যাচ হারলো ম্যানসিটি। ২০০৮ সালের পর যা প্রথমবার।
ম্যান সিটির হারের রাতে সহজ জয় তুলে নিয়েছে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে চেলসি। প্রথমার্ধে নিকোলাস জনসন ও এনজো ফার্নান্দেসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান কোল পালমার। আরেক ম্যাচে ছন্নছাড়া এভারটনকে গুঁড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার লিগ ম্যাচে এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। দুটি করে গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড ও ইয়োশুয়া জির্কজি। রুবেন অ্যামোরিমের কোচিংয়ে ইপসউইচের সঙ্গে ১-১ ড্রয়ের পর গত বৃহস্পতিবার ইউরোপা লিগে বোদো গ্লিমটকে ৩-২ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার আশায় এবার তারা পেল টানা তৃতীয় জয়। দারুণ এই জয়ে লিগ টেবিলে চার ধাপ এগিয়েছে ইউনাইটেড, আপাতত নবম স্থানে আছে তারা। ১৩ ম্যাচে পাঁচ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে এভারটন। সমান ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে চেলসি। ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। পাঁচ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩।
এদিকে, স্প্যানিশ লা লিগায় বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লা লিগার ম্যাচে গেটাফের বিপক্ষে ২-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। জুড বেলিংহ্যাম দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে সাদামাটা পারফরম্যান্স ও হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। গেতাফে একটু চ্যালেঞ্জ জানালেও ভাগ্য তাদের সহায় হয়নি। দারুণ জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল। ১৪ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে ১৫ ম্যাচ খেলা আটলেটিকো মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ