ওয়ান্ডারার্সকে হারাতেও ঘাম ঝরল আবাহনীর!
০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাাহনী লিমিটেড। গতকাল নিজেদের হোম ভেন্যু কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ওয়ান্ডারার্সকে ১-০ গোলে হারায় আবাহনী। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড সুমন রেজা। একই দিনে ময়মনসিংহের রফিকউদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব এবং রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
আগের দিন কুমিল্লার ভেন্যুতে মোহামেডান-বসুন্ধরা কিংস ম্যাচ দেখতে দর্শকের ঢল নেমেছিল। অথচ কাল দেশসেরা আরেক ক্লাব ঢাকা আবাহনী মাঠে, কিন্তু স্টেডিয়ামের গ্যালারী ছিল প্রায় ফাঁকা! নামে ভারে কোনো দিক থেকেই আবাহনীর সঙ্গে তুলনা চলে না এক সময়ের জায়ান্ট খ্যাত ঢাকা ওয়ান্ডারার্সের। তবে মাঠে বিদেশী ফুটবলার ছাড়া খেলার প্রভাব যেনো স্পষ্ট হয়ে ওঠেছে আবাহনীর। ‘ঘরোয়া ফুটবলে পার্থক্যটা গড়ে দেন বিদেশীরাই’ এমন কথা প্রচলিত। লিগে পরপর দুই ম্যাচে আবাহনীর স্থানীয় ফুটবলারদের পারফরম্যান্স সেই সত্যটাই আরও একবার প্রমাণীত হলো। ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিল আবাহনী। আক্রণাত্মক ফুটবল উপহার দিয়ে একের পর এক সুযোগ তৈরি করেও প্রথমার্ধে গোল পায়নি তারা। ম্যাচের ৩১ মিনিটে ডান প্রান্ত থেকে সুমন রেজার লং ক্রস লাফিয়ে উঠে প্রথম চেষ্টায় গ্রিপ করতে পারেননি ওয়ান্ডারার্সের গোলরক্ষক সুলতান। তবে দ্বিতীয় প্রচেষ্টায় সফল হন তিনি। প্রথমার্ধে আরও কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল আবাহনী। ফরোয়ার্ডদের ব্যর্থতায় এই অর্ধে সফল না হওয়ায় গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় আবাহনী। ম্যাচের ৫৯ মিনিটে ডান প্রান্ত থেকে মোহাম্মদ ইব্রাহিমের কর্ণারে বক্সে জটলার মধ্যে থেকে দারুণ হেডে গোল করেন সুমন রেজা (১-০)। শেষ পর্যন্ত তার এ গোলটিই ম্যাচের ব্যবধান গড়ে দেয়। ওয়ান্ডারার্সকে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠলো ঢাকা আবাহনী। সমান ম্যাচ খেলে দুই হারে কোনো পয়েন্ট না পেয়ে নবম স্থানে ওয়ান্ডারার্স।
একই দিনে ময়মনসিংহে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাবের বিপক্ষে নিজেদের প্রথম জয়টি তুলে নেয় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। তারা ৪-১ গোলে হারায় ফকিরেরপুলকে। যদিও ম্যাচের ৯ মিনিটে উজবেকিস্তানের ফরোয়ার্ড আকবির তুরায়েভের গোলে লিড নিয়েছিল ফকিরেরপুল (১-০)। তবে এরপরের কাহিনী পুলিশের। ম্যাচের ৪৫ মিনিটে ডিফেন্ডার জয়ন্ত কুমার গোল করলে সমতা আনে পুলিশ (১-১)। সমতা নিয়ে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আদায় করে নেয় সার্ভিসেস দলটি। ম্যাচের ৫২ মিনিটে বাবলুর যোগান দেয়া বলে গোল করে ব্যবধান বাড়ান মিডফিল্ডার মানিক মোল্লা (২-১)। ৬৫ ও ৮১ মিনিটে টানা দুই গোল করে ৪-১ ব্যবধানে পুলিশের জয় নিশ্চিত করেন ফরোয়ার্ড আল-আমীন। অন্যদিকে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় লিগের আরেক ম্যাচে ফর্টিস এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাদার্স। যদিও ম্যাচের প্রথম মিনিটেই লিড নিয়েছিল গোপীবাগের দলটি। এসময় গোল করেন সেনেগালের মিডফিল্ডার সেনে চেইখ (১-০)। তবে ম্যাচের ১৮ মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর গোলে সমতায় ফেরে ফর্টিস (১-১)। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগ করে নিয়েই মাঠ ছাড়ে দু’দল।
দুই ম্যাচ শেষে একটি করে জয় ও ড্রতে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাদার্স। সমান ম্যাচে একটি করে হার ও ড্রতে ১ পয়েন্ট পাওয়া ফর্টিসের অবস্থান সাতে। কালকের তিন ম্যাচ দিয়েই শেষ হয় বিপিএলের দ্বিতীয় রাউন্ডের খেলা। পরবর্তী রাউন্ড শুরু হবে আগামী শুক্রবার। এর আগে আগামী মঙ্গলবার থাকছে ফেডারেশন কাপের ম্যাচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ