অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্স পাচ্ছে বাংলাদেশ
০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
নেপালের কাঠমান্ডুতে গত অক্টোবরে শেষ হওয়া সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার সেরা হয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের মেয়েরা। স্বাগতিক নেপালকে হারিয়ে ব্যাক টু ব্যাক সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর থেকেই একের পর এক সংবর্ধনা ও অর্থ পুরস্কার পাচ্ছেন সাবিনা খাতুনরা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির পর এবার সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেয়ার পাশাপাশি অর্থ পুরস্কার প্রদান করলো সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। শনিবার রাতে তারা সাবিনাদের হাতে পুরস্কারের কোটি টাকা তুলে দিলো।
কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সংবর্ধনা ও অর্থ পুরস্কার বিতরণের পর চ্যাম্পিয়ন মেয়েদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিওএ’র সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান সশস্ত্র বাহিনী এবংং বিওএ’র পক্ষ থেকে সাবিনাদের হাতে এক কোটি টাকার চেক তুলে দেন। এসময় আরো উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন, মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল সহ অন্যান্যরা।
এক কোটি টাকার মধ্যে সাফজয়ী বাংলাদেশ দলে থাকা ২৩ জন ফুটবলার প্রত্যেকে পেয়েছেন ৪ লাখ টাকা করে। এছাড়া কোচিং স্টাফ, টিম ম্যানেজার ও কর্মকর্তারা পেয়েছেন ৫০ হাজার টাকা করে। চ্যাম্পিয়নদের স্কোয়াডে থাকা ফুটবলারদের প্রত্যেকে ৪ লাখ টাকা করে পেলেও, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও সেরা গোলরক্ষক রূপনা চাকমা পান অতিরিক্ত আরো ১ লাখ ৭৫ হাজার টাকা করে। বিওএ এবং সশস্ত্র বাহিনী যৌথভাবে এই অর্থ পুরস্কার প্রদান করে। কক্সবাজারে অনুষ্ঠান আয়োজন ও চ্যাম্পিয়ন ফুটবলারদের যাতায়াতসহ সকল ব্যবস্থাপনা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে। অনুষ্ঠানে বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেন,‘সাফে বাংলাদেশের মেয়েরা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। এই শিরোপা জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারী ফুটবল দল আগামীতে আরও এগিয়ে যেতে পারবে। ভবিষ্যতে শুধুমাত্র দক্ষিণ এশিয়ায় নয়, সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে নারী ফুটবলাররা। সেই সঙ্গে সাফ চ্যাম্পিয়নশিপে নারী ফুটবল দলের এই সাফল্য সার্বিকভাবে দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার সঞ্চার করবে।’
চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনার আগে শনিবার দুপুরে বিওএ’র নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে অন্যতম অলিম্পিক স্পোর্টস কমপ্লেক্স। এই কমপ্লেক্সে আন্তর্জাতিক খেলাধুলা আয়োজন ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। ময়মনসিংহের ত্রিশালে প্রায় ২০০ একর জমির ওপর এই কমপ্লেক্স নির্মাণ নিয়ে সভায় আলোচনা হয়। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার বিগ্রেড স্পোর্টস কমপ্লেক্সের একটি নকশাও স্থাপন করে। বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়।
এছাড়া ২০২৫ সালে ইসলামিক সলিডারিটি, যুব এশিয়ান গেমসে বাংলাদেশের অংশ নেওয়ার কথা। পাশাপাশি বিওএ বাংলাদেশ গেমস আয়োজন করবে। গেমস আয়োজনের জন্য ৪০ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। আন্তর্জাতিক গেমসে অংশগ্রহণ ও প্রশিক্ষণের জন্য বরাদ্দ ১৮ কোটি টাকা। গেমসে দল পাঠাতে বিওএ’র অনেক অর্থ ব্যয় হয়, ফলে প্রশিক্ষণের বাজেট তুলনামূলক কমই থাকছে।
রাজধানীর পল্টনে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভবন। ৬ তলা এই ভবন ১০ তলায় উন্নীতকরণ বিষয়ে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার বিগ্রেড প্রাথমিক পরিকল্পনা উপস্থাপন করে। অর্থনৈতিক সমীক্ষা জরিপের মাধ্যমে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত