চেলসির রোমাঞ্চকর জয়
১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
রোমাঞ্চ ছড়িয়ে দারুন এক ম্যাচ জিতে নিলো চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও জয় নিয়েই মাঠ ছেড়েছে অলবøুজরা। রোববার টটেনহ্যামের মাঠে সাত গোলের থ্রিলারে ৪-৩ গোলে জিতেছে চেলসি। লন্ডন ডার্বিতে ১১ মিনিটেই দুই গোল করে এগিয়ে যায় টটেনহ্যাম। খেলার ৫ মিনিটে চেলসি ফুলব্যাক মার্ক কুকুরেল্লার হাস্যকর ভুলে টটেনহ্যামকে এগিয়ে নেন ডোমিনিক সোলাঙ্কি। এই গোলের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় গোল হজম করে চেলসি। ১১ মিনিটে পেদরো পোরোর পাসে জোরালো শটে গোল করেন দেজান কুলুসেভস্কি। শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়া চেলসি হাল ছাড়েনি। ১৭ মিনিটে মার্ক কুকুরেল্লার চমৎকার পাসে একটি গোল শোধ দেন জ্যাডন সানচো। এই গোলের পরই টটেনহ্যামের ওপর ঝাঁপিয়ে পড়ে চেলসি। একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে রাখে টটেনহ্যামের রক্ষণভাগ। যদিও প্রথমার্ধে আর গোল করে খেলায় ফেরা হয়নি চেলসির। বিরতি থেকে ফিরে আরো আক্রমনাতœক হয়ে ওঠে চেলসির ফরোয়ার্ডরা। ম্যাচের আধিপত্য ধরে রেখে সমতায় ফেরে অলবøুজরা। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কোল পালমার সমতা ফেরান। এর পরই পাল্টে যায় ম্যাচের দৃশ্যপট। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে লিড নেয় চেলসি। ৭৩ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে দলকে ৩-১ এ লিড এনে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড এনজো ফার্নান্দেজ। ৮৪ মিনিটে আরো একটি পেনাল্টি পায় চেলসি। স্পট কিকে নিজের দ্বিতীয় গোলে ৪-২ এ এগিয়ে যায় এনজো মারেসকার দল। ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় চেলসির হাতে। স্টপেজ টাইমে সন হিউং মিন সান্ত¡নাসূচক গোল করে পরাজয়ের ব্যবধান কমান।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন জয়ের পর এবার হোঁচট খেলো আর্সেনাল। ফুলহ্যামের মাঠে খেলতে গিয়ে তারা ফিরলো ১-১ ড্র নিয়ে। এই ড্রয়ে বড় ক্ষতি হয়ে গেছে আর্সেনালের। ম্যাচের শুরুতে মাঝমাঠই পার হতেই পারছিল না ফুলহ্যাম। এর মাঝেই আচমকা আক্রমণে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন মেক্সিকোর ফরোয়ার্ড হিমেনেস। পিছিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল। অবশেষে তারা সমতায় ফেরে ৫২ মিনিটে। কাই হাভার্টজের হেড গোলমুখে পেয়ে টোকায় বল জালে ঠেলে দেন ফরাসি ডিফেন্ডার সালিবা। এরপর অনেকগুলো আক্রমণ করেও ব্যবধান বাড়াতে পারেনি আর্সেনাল। নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রস গোলমুখে পেয়ে হেডে বল জালে জড়িয়েছিলেন বুকায়ো সাকা কিন্তু গাব্রিয়েল মার্তিনেল্লির অফসাইডের কারণে সে গোল বাতিল হয়ে যায়। পরে শত চেষ্টা করেও গোল পায়নি মিকেল আর্তেতার দল। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল। সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ফুলহ্যাম আছে দশম স্থানে। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে গেলো চেলসি। টানা দ্বিতীয় হারে টটেনহ্যাম ২০ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ