মোহামেডান হারলেও জিতল আবাহনী

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

ঘরোয়া ফুটবলের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব হারলেও জিতল ঢাকা আবাহনী লিমিটেড। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের ম্যাচে জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ১-০ গোলে হারায় দশজনের মোহামেডানকে। বিজয়ী দলের হয়ে স্থানীয় ডিফেন্ডার মো. রাজন হাওলাদার একমাত্র জয়সূচক গোলটি করেন। অন্যদিকে একই দিন কুমিল্লার ভাষা শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গ্রুপের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ঢাকা আবাহনী লিমিটেড। আবাহনীর পক্ষে ফরোয়ার্ড সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার ইয়াসিন খান একটি করে গোল করেন।
কাল কিংস অ্যারেনায় বি-গ্রুপের ম্যাচে রহমতগঞ্জের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্টে যাত্রা শুরু করল দশজনের সাদা কালোরা। এদিকে কুমিল্লায় দিনের অন্য ম্যাচে জিতেচে ঢাকা আবাহনী। তারা ৩-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।
আগের মৌসুমে ঘরোয়া তিন আসরেই রানার্সআপ হয়েছিল মোহামেডান। তবে এবারের মৌসুমের শুরুটা ভালো হয়নি তাদের। এক ম্যাচের মৌসুম সূচক টুর্নামেন্ট বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৩-১ ব্যবধানে হেরে এবারের যাত্রা শুরু করে সাদাকালোরা। তবে ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দাপটের সঙ্গে শুরু করতে পেরেছে মতিঝিলের দলটি। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে আরেক ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে বিধ্বস্ত করার পর দ্বিতীয় ম্যাচে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ ব্যবধানে হারিয়ে তালিকার শীর্ষে ওঠে মোহামেডান। লিগের মতোই ফেডারেশন কাপেও জয়ের ধারায় থাকার লক্ষ্য ছিল কোচ আলফাজ আহমেদের দলের। কিন্তু তা আর হয়নি। ম্যাচের শেষ দিকের গোলে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মোহামেডানকে। যদিও ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে একের পর এক গোলের সুযোগ তৈরি করে সাদাকালোরা। কিন্তু ফরোয়ার্ডরা ভালো ফিনিশিং দিতে পারেননি বলে গোল পায়নি ঐতিহ্যবাহীরা। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চললেও প্রথমার্ধ কাটে গোলহীন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে দু’দল গোল পেতে মরিয়া হয়েই লড়ে। তবে শত চেষ্টার পরও ৮১ মিনিট পর্যন্ত সফলতা পায়নি কেউই। অবশেষে ম্যাচের বন্ধ্যাত্ব ঘোচে ৮২ মিনিটে। এসময় অনেকটা ধারার বিপরীতেই গোল পায় রহমতগঞ্জ। পাল্টা আক্রমণে গিয়ে মোহামেডান বক্সে ঢুকে রহমতগঞ্জের রাজন হাওলাদার কাটব্যাক করলে এক ডিফেন্ডার তা ফিরিয়ে দেন। ফিরতি বল ফের রাজনের পায়ে গেলে ৬ গজের ঠিক বাইরে থেকে কোনাকুনি শটে গোল করেন তিনি (১-০)। দুই মিনিট পর ১০ জনের দলে পরিণত হয় মোহামেডান। ম্যাচের ৮৫ মিনিটে রহমতগঞ্জের মিশরের মিডফিল্ডার মোস্তফা মাহমুদের মুখে হাত দিয়ে আঘাত করেন মোহামেডানের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত। ফলে রেফারি বিতুরাজ বড়–য়া সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন জাহিদকে। দশজন নিয়ে ম্যাচের বাকি সময় খেললেও শেষ পর্যন্ত আর গোল শোধ করা হয়নি
সাদাকালোদের। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা। এদিকে কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বড় দিয়েই ফেডারেশন কাপ শুরু করেছে ঢাকা আবাহনী। এদিন ‘বি’ গ্রুপের আরেক ম্যাচে বিদেশিহীন ঢাকা আবাহনী ৩-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। ম্যাচের ১৭ মিনিটে ডিফেন্ডার কামরুল ইসলামের ফ্রি কিকে ফরোয়ার্ড সুমন রেজার হেড দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালের দিকে ছুটতে থাকে। চট্টগ্রাম আবাহনীর এক ডিফেন্ডার বল ক্লিয়ার করলেও তা গোললাইন পেরিয়ে যাওয়ায় রেফারি গোলের বাশি বাজান (১-০)। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি ম্যাচের ভাগ্যও গড়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। এসময় বাঁ দিকের বক্সে কেউ চার্জ না করলে সময় পেয়ে যান এই ফরোয়ার্ড। আলতো টোকায় বল একটু এগিয়ে জায়গা করে নিয়ে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি (২-০)। ম্যাচের ৮৭ মিনিটে ইয়াসিন খান আরও একটি ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ পর্যন্ত এই ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে আবাহনী।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ