শীর্ষে থাকা মোহামেডানের দুঃখ
১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ এএম
চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, তেমনি ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোার্টিং ক্লাবের বড় দুঃখ ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা ঘরে তুলতে না পারা। ২০০৭ সালে দেশের ফুটবলে পেশাদারিত্ব আসার পর একে একে ১৬টি মৌসুম পর হলো। কিন্তু এখন পর্যন্ত বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান। বিপিএল শুরুর পর ২০০৭ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত মাত্র ৪ বার লিগ রানার্সআপ হলেও এখনও শিরোপার দেখা পায়নি সাদাকালোরা! যে রেকর্ড ঐতিহ্যবাহী দলটির নামের সঙ্গে বরই বেমানান! সাবেক তারকা ফুটবলার ও কোচ আলফাজ আহমেদের হাত ধরে গত মৌসুমে রানার্সআপ হলেও এই মৌসুমে প্রথমবার লিগ শিরোপা জেতার মিশনে এখন পর্যন্ত বেশ ভালো পারফরম্যান্স করছে মোহামেডান। লিগের দুই রাউন্ড শেষে তালিকার শীর্ষে অবস্থান করছে তারা। সাদাকালো শিবিরের লক্ষ সমর্থকদের প্রত্যাশা এবার অন্তত লিগ চ্যাম্পিয়ন ট্রফিটা ঘরে তুলবে তাদের প্রিয় ক্লাব।
ঘরোয়া ফুটবলে গত কয়েক মৌসুম ধরে সবচেয়ে শক্তিশালী দল গড়ছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। যার ফল তারা পেয়েছে লিগে টানা ৫ বার চ্যাম্পিয়ন হয়ে। এবার শিরোপা জিতলে ঢাকা আবাহনী লিমিটেডের রেকর্ডটি ছুঁয়ে ফেলবে কিংস। আবাহনী এখন পর্যন্ত একমাত্র ক্লাব যারা রেকর্ড ছয়বার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে। এই রেকর্ড থেকে সংখ্যায় মাত্র ১ দূরে থাকলেও বড় দল হিসেবে দর্শকদের মনে এখনও তেমনভাবে জায়গা করে নিতে বসুন্ধরা কিংস। যার প্রমাণ এখন পর্যন্ত মোহামেডান-আবাহনীর মতো বৃহৎ সমর্থকগোষ্ঠি তৈরী হয়নি কিংসের। যদিও ফুটবল খেলায় মাঠের পারফরম্যান্সই সব কিছুর উর্ধ্বে। তারপরও গ্যালারিতে থাকা সমর্থকরা একটি দলের ভালো খেলার ‘টনিক’ই বলা চলে।
এবারের লিগে শুরুটা কিন্তু দারুণ করেছে মোহামেডান। নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে পরের ম্যাচেই পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ১-০ ব্যবধানে হারায় সাদাকালোরা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গত শুক্রবার অনুষ্ঠিত ওই ম্যাচ হেরে মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ পেয়ে বসুন্ধরা এক ঝটকায় নেমে গেছে তালিকার পঞ্চম স্থানে। তবে লিগে ভালো করলেও চলতি সপ্তাহেই (মঙ্গলবার) ফেডারেশন কাপে রহমতগঞ্জের কাছে ১-০ গোলে হেরে যায় বর্তমান রানার্সআপ মোহামেডান। যা কিছুটা শঙ্কার কারণও। এখন দেখা যাক ফেডারেশন কাপের হতাশা ভুলে লিগের পরবর্তী ম্যাচে মোহামেডান ঘুরে দাড়াতে পারে কিনা। আগামীকাল লিগের তৃতীয় রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর মুখোমুখি হবে সাদাকালোরা।
চলমান বিপিএলের দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে গোল গড়ে (+৭) এগিয়ে থেকে তালিকার শীর্ষে আছে মোহামেডান। তাদের সমান ৬ পয়েন্ট রয়েছে আরও দুই ক্লাবের। এরা হলো- রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও ঢাকা আবাহনী। দ্বিতীয় স্থানে থাকা রহমতগঞ্জের গোলগড় +৪ এবং তিনে অবস্থানকারী আবাহনীর +৩। দুই ম্যাচে একটি করে জয় ও ড্র নিয়ে ৪ পয়েন্ট পাওয়া ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের অবস্থান চারে। এই চার ক্লাবের পর একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। কিংস সমর্থকদের জন্য নিশ্চিতই হতাশার তাদের এই অবস্থান। ষষ্ঠ স্থানে থাকা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবেরও ৩ পয়েন্ট। গোল গড়ে পিছিয়ে তারা। হার দিয়ে লিগ শুরু করা ফর্টিস এফসি গত রাউন্ডে ব্রাদার্সের সঙ্গে ১-১ গোলে ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছে। তারা আছে সপ্তম স্থানে। এখন পর্যন্ত পয়েন্টের খাতা খুলতে না পারা তিন ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স, ঢাকা ওয়ান্ডারার্স ও চট্টগ্রাম আবাহনী আছে যথাক্রমে অষ্টম,নবম ও দশম স্থানে।
বিপিএলের তৃতীয় রাউন্ড মাঠে গড়াবে আজ থেকে। এদিন দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসির মুখোমুখি হবে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব। একই সময়ে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ