দুই হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সকে বিধ্বস্ত করলো ব্রাদার্স

ফর্টিসের কাছে হারলো চ্যাম্পিয়ন বসুন্ধরা

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ এএম

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে দ্বিতীয় হারের দেখা পেলো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হারের পর মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপে ফর্টিস এফসির কাছে হারলো তারা। গতকাল রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘এ’ গ্রুপের ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ২-০ গোলে হারিয়ে উৎসবে মাতে ফর্টিস এফসি। বিজয়ী দলের হয়ে উজবেকিস্তানের ডিফেন্ডার জুমায়েভ ও স্থানীয় ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ একটি করে গোল করেন। অন্যদিকে ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে এই গ্রুপের আরেক ম্যাচে দুই হ্যাটট্রিকে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে ৮-০ গোলে বিধ্বস্ত করে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। বিজয়ী দলের গাম্বিয়ান ফরোয়ার্ড মোস্তফা দ্রামেহ ও স্থানীয় ফরোয়ার্ড সাজ্জাদ হোসেন হ্যাটট্রিকসহ তিনটি করে গোল করেন। বাকি দুই গোল করেন স্থানীয় মিডফিল্ডার কাওসার আলী রাব্বি ও নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে।
বিপিএলে না পারলেও ফেডারেশন কাপে ঠিকই চমক দেখালো ফর্টিস। ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তারা গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে এসেই শক্তিশালী বসুন্ধরা কিংসকে হারিয়ে চমক দেখালো দলটি। কাল কিংস অ্যারেনায় মাঠের লড়াইয়ে দুই দলের কাগজে কলমের শক্তির পার্থক্যটা বুঝাই যায়নি। ম্যাচের শুরু থেকেই বসুন্ধরার সঙ্গে সমান তালে লড়েছে ফর্টিস। ৭ মিনিটে ডান প্রান্ত থেকে সতীর্থের ক্রসে বক্সে হেড নিয়েছিলেন ফর্টিসের এক ফুটবলার। কিন্তু বল চলে যায় বারের উপর দিয়ে। ১৪ মিনিটে মাঠের বাঁ প্রান্ত ধরে বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢোকার চেষ্টা করেছিলেন বসুন্ধরা ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল দামাসেনা, কিন্তু তাকে আটকে দেন ফর্টিসের ডিফেন্ডাররা। ২৩ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফর্টিসের ডিফেন্ডার আব্দুল্লাহর ডান পায়ের ক্রস বক্সে পোস্টের কাছে তার সতীর্থ রিসিভ করার আগেই বল ক্লিয়ার করেন জাহিদ। ২৬ মিনিটে দারুণ একটা সুযোগ এসেছিল ফর্টিসের। এসময় মাঝ মাঠ থেকে অধিনায়ক গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবু বল নিয়ে ঢুকে পড়েন কিংসের অর্ধে। বল বাড়িয়েও দিয়েছিলেন মিডফিল্ডার পিয়াস আহমেদ নোভাকে। তবে কিংসের রক্ষণ ভেঙ্গে বল পায়ে নিতে পারেননি নোভা। ২৮ মিনিটে একবার ফর্টিসের জালে বল পাঠিয়েছিলেন কিংসের মজিবুর রহমান জনি। তবে বল জালে পাঠানোর পরপরই বুঝতে পারেন পরিস্কার অফসাইডে ছিলেন তিনি। তাই গোল হয়নি। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দু’দলই সুযোগ তৈরি করেছিল, কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোল পায়নি কেউই। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগ পায় বসুন্ধরা কিংস। ম্যাচের ৬০ মিনিটে মিগুয়েল বল নিয়ে ফর্টিসের ডি-বক্সের লাইন বরাবর গিয়ে তা দেন ডিফেন্ডার রাব্বি হোসেন রাহুলের কাছে। পোস্ট লক্ষ্য করে জোড়ালো শট নিয়েছিলেন রাহুল। কিন্তু বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে। অবশেষে গোলের দেখা মেলে। ম্যাচের ৭১ মিনিটে সবাইকে চমকে দিয়ে গোল পেয়ে যায় ফর্টিস। এসময় ইউক্রেনের ফরোয়ার্ড হ্যারিসন ভ্যালেরির কর্ণারে, উড়ে আসা বলে হেডে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তানের ডিফেন্ডার জুমায়েভ (১-০)। সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ফর্টিস। ম্যাচের ৭৮ মিনিটে বসুন্ধরা কিংসের রক্ষণদূর্গ ভেঙ্গে বক্সে ঢুকে পড়েন ফরোয়ার্ড মোহাম্মদ আব্দুল্লাহ। বক্সে ঢুকেই ডান পায়ের দারুণ শটে গোল করেন এই ফরোয়ার্ড (২-০)। বাকি সময় আর ম্যাচে ফিরতে পারেনি বসুন্ধরা কিংস। ফলে শেষ পর্যন্ত অপেক্ষাকৃত দূর্বল ফর্টিসের বিপক্ষে হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে তারা। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে চার দলের গ্রুপে শীর্ষে উঠলো ফর্টিস। ৩ পয়েন্ট পেয়ে গোল গড়ে পিছিয়ে থেকে তৃতীয় স্থানে জায়গা পেলো বসুন্ধরা।
এদিকে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে ১-০ ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে এসে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে উড়িয়ে দিয়েছে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। কাল ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোস্তাফা দ্রামেহ ও সাজ্জাদ হোসেনের হ্যাটট্রিকে ব্রাদার্স ৮-০ গোলে বিধ্বস্ত করে ওয়ান্ডারার্সকে। ম্যাচের শুরু থেকেই ছিল ব্রাদার্সের দাপট। ৮ মিনিটে কাওসার আলী রাব্বির গোলে এগিয়ে যায় তারা (১-০)। ২৫ মিনিটে মোস্তফা স্কোরলাইন ২-০ করেন। এরপর ২৯ ও ৪৮ মিনিটে সাজ্জাদের দুই গোলে ব্রাদার্স এগিয়ে যায় ৪-০ ব্যবধাানে। ম্যাচের ৬৫ ও ৭০ মিনিটে মোস্তফা আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৬-০)। ম্যাচের ৮২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাজ্জাদও (৭-০)। ম্যাচের যোগকরা সময়ে (৯০+৩ মিনিট) নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলে গোল করে ব্রাদার্সের বিশাল জয় নিশ্চিত করেন (৮-০)। দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে থেকে তালিকার দ্বিতীয় স্থানে উঠলো ব্রাদার্স। সমান ম্যাচে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি ওয়ান্ডারার্স।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের টানা ষষ্ঠ সিরিজ জয়
হারের বৃত্তে সিটি, নেমে গেল ছয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব-তামিমকে পাওয়া যাবে: ফারুক
আরও

আরও পড়ুন

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়

বিলুপ্তির পথে মাটির ঘর

বিলুপ্তির পথে মাটির ঘর

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

বিহারিরা কেমন আছে

বিহারিরা কেমন আছে

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

১৫ নারী ও শিশুকে হস্তান্তর

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সবুজ গালিচায় হলুদের সমারোহ

সবুজ গালিচায় হলুদের সমারোহ

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি

কিউবায় সমাবেশ

কিউবায় সমাবেশ