ছাব্বিশ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ইনজুরির কারনে এক বছরেরও বেশী সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান তারকা নেইমার। যদিও এ বছর অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফিরেছিলেন। তবে গত মাসে পাওয়া চোটে আবারও এক মাসের জন্য ছিটকে পড়েন। সর্বশেষ ১৪ ম্যাচে জাতীয় দলের হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি এই ফরোয়ার্ড। ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের বেশ কটি ম্যাচ খেলেছে ব্রাজিল। দলের হয়ে এক ম্যাচেও অংশ নিতে না পারলেও আগামী বিশ্বকাপে খেলার কথা জানিয়েছেন নেইমার জুনিয়র। নেইমার সরাসরিই বললেন, ‘২০২৬ বিশ্বকাপে খেলতে চাই।’
সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউত্রনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। বোউত্রন ৩২ বছর বয়সী আল হিলাল ফরোয়ার্ডের কাছে জানতে চেয়েছেন, ২০২৬ বিশ্বকাপ জয় তার ক্যারিয়ারের শেষ লক্ষ্য কি না। জবাবে নেইমার বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাতœক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’
নেইমার এরপর ২০২৬ বিশ্বকাপ নিয়ে বলেছেন, ‘অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।’ ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলা নেইমারের ক্যারিয়ারে ইনজুরি বার বার হানা দিয়েছে। সর্বশেষ গত বছর ১৮ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বড় ইনজুরিতে পড়েন তিনি। বাঁ হাঁটুতে এসিএল চোটের পাশাপাশি মিনিসকাসেও আঘাত পেয়েছিলেন। জাতীয় দল ব্রাজিলের জার্সিতেও এখনো ফেরা হয়নি। অপেক্ষাটা আগামী বছর পর্যন্ত গড়িয়েছে। ব্রাজিলের জার্সিতে নেইমারই এখন সর্বোচ্চ গোলদাতা। গত বছরে সেপ্টেম্বরে কিংবদন্তি পেলেকে (৯২ ম্যাচে ৭৭ গোল) পেছনে ফেলেন নেইমার (১২৮ ম্যাচে ৭৯)। ছোটবেলার স্বপ্ন নিয়ে নেইমারের বলেন, ‘শৈশবে যত স্বপ্ন দেখেছি, সব ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছি। ছোটবেলায় সান্তোস ও ব্রাজিলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে আরও বেশি দিয়েছেন। ক্যারিয়ার নিয়ে আমি খুশি, অনেক বড় বড় ক্লাবে খেলেছি। আর এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। এই অর্জনে আমি খুব খুশি।’ নেইমার এরপর বলেন, ‘আমার সন্তানেরা জানবে, আমার দেশের ইতিহাসে আমি গুরুত্বপূর্ণ ছিলাম।’
আগামী বছর মার্চে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। নেইমার বাছাইপর্বের এই ম্যাচ দিয়ে জাতীয় দলে ফেরার অপেক্ষা করছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই। আমি ফিরব। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই (গত নভেম্বরে বাছাইয়ের ম্যাচে) ডাকতে পারত। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরেরবার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।’ দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব টেবিলে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচে ব্রাজিল। এই মহাদেশ থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিকে দিতে হবে প্লে অফ পরীক্ষা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাগলনাইয়ায় দুই হাত কাটা যুবকের লাশ উদ্ধার
কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সম্পাদক মামুন
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্বের আদেশ স্থগিতে ১৮টি রাজ্যের মামলা
টেলিকমে অপ্রয়োজনীয় লাইসেন্স বাতিল করা হবে : বিটিআরসি চেয়ারম্যান
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাইভেট কারচালক নিহত
খালেদা জিয়ার নাইকো মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য
আনিসুল হকের আয়কর নথি জব্দ
সাবেক ক্রিকেটার দুর্জয়ের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
বন্দরে বকেয়া বেতন দাবিতে পারটেক্স শ্রমিকদের অবস্থান কর্মসূচি
অবৈধভাবে কার্যক্রম চালাচ্ছে ইস্ট এশিয়ান ইউনিভার্সিটি : ইউজিসি
ধামরাইয়ে ৩ দিনেও সন্ধান মেলেনি ইজিবাইক চালকের
জাতীয় বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত
গণতান্ত্রিক ও বৈষম্যমুক্ত সমৃদ্ধশালী দেশ গড়তে প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা -নারায়ণগঞ্জ জেলা প্রশাসক
বিদ্যুৎ উপদেষ্টাকে স্মারকলিপি দিল পবিস কর্মীরা
উত্তরা উলামা আইম্মা পরিষদের কমিটি গঠন
ডাকাতির ভিডিও ভাইরাল হলেও অধরা রূপগঞ্জের রুবেল
সিনিয়র-জুনিয়র সংঘাতের দায়ে অভিযুক্ত দর্শন বিভাগের শিক্ষার্থীকে বহিষ্কার
পদ্মা ব্যাংকের ১২২তম পরিষদ সভা অনুষ্ঠিত
ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে ২০ মাওবাদী নিহত