টটেনহ্যামের জালে লিভারপুলের গোল উৎসব
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
পর পর দুই ম্যাচ ড্র করে চেলসির সাথে পয়েন্টের ব্যবধান কমেছিলো লিভারপুলের। এবার জয়ে ফিরে টেবিলে শীর্ষস্থানটা আরো মজবুত করলো অলরেডরা। লুইজ দিয়াজ আর মোহাম্মদ সালাহর জোড়া গোলে দুই ম্যাচ পর বড় জয়ের মুখ দেখলো লিভারপুল। রোববার রাতে টটেনহ্যামের মাঠে স্বাগতিকদের ৬-৩ গোলে বিধস্ত করেছে তারা। টটেনহ্যাম প্রাণপণ চেষ্টা করেছে ঘুরে দাঁড়াতে। কিন্তু সবদিক থেকে নিখুঁত ফুটবল উপহার দিয়ে দারুন জয় তুলে নিলো লিভারপুল। টটেনহামের ভক্তদের সামনে গোল উৎসব করে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা চেলসির সাথে ব্যবধান বাড়ালো চার পয়েন্টে। মোহামেদ সালাহ ও লুইস দিয়াজ করেছেন জোড়া গোল। বেশ কয়েকটি সুযোগ নষ্ট করার পর দিয়াজের হেডে এগিয়ে যায় লিভারপুল। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের মাপা ক্রসে ২৩ মিনিটে হেডে জাল কাঁপান কলম্বিয়ান তারকা। ১৩ মিনিট পর আরেকটি হেডে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। হাফ টাইমের চার মিনিট আগে বাঁকানো শটে মৌসুমের অষ্টম গোল করে স্পারদের আশার আলো জ্বালান জেমস ম্যাডিসন। কিন্তু ডোমিনিক সোবোসলাইকে দিয়ে গোল করে তা নিভিয়ে দেন সালাহ। ৫৪ মিনিটে বেশ কাছ থেকে গোল করে বিলি লিডেলের ২২৮ ক্লাব গোলের রেকর্ডে ভাগ বসান সালাহ। সাত মিনিট পর সোবোসলাইয়ের অ্যাসিস্টে গোল করে ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন মিশরীয় ফরোয়ার্ড। ১৬ লিগ ম্যাচে ১৫ গোল করে শীর্ষ গোলদাতার আসনও পাকা করলেন তিনি। দুই গোল কম করে দ্বিতীয় স্থানে ম্যানসিটির আর্লিং হাল্যান্ড। খেলার ১৮ মিনিট বাকি থাকতে দেহান কুলুসেভস্কি টানা পঞ্চম ম্যাচে গোলের দেখা পান। ৮৩ মিনিটে টটেনহ্যামের ডোমিনিক সোলাঙ্কি গোল করলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে। যদিও ৫-২ থেকে তাদের ঘুরে দাঁড়ানোর আশা ছিল অনেকটাই অবাস্তব। দিয়াজ তার দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করলে তিন গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।
এদিকে, আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ছন্দে ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন কোচ রুবেন অ্যামোরিমের অধীনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারছেনা তারা। রোববার ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথের কাছেও হারলো ৩-০ গোলে। ঠিক যেন গত বছরের পুনরাবৃত্তি। ২০২৩ সালের ডিসেম্বরেও ওল্ড ট্র্যাফোর্ড থেকে ৩-০ গোলে জিতে ফিরেছিল বোর্নমাউথ। এবারও তারা উড়িয়ে দিলো রেড ডেভিলসদের। প্রথমার্ধে ডিন হুইসেন লিড এনে দেন অতিথিদের। ২৯ মিনিটে রায়ান ক্রিস্টির ফ্রি কিক থেকে ভাসানো বল জশুয়া জির্কজির চেয়ে উঁচুতে লাফিয়ে হেড করে জাল কাঁপান তিনি। প্রথমার্ধের শেষ দিকে ইউনাইটেড কয়েকবার গোলমুখে শট নিলেও তা জালে জড়াতে পারেনি। বরং দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুই গোল করে বোর্নমাউথ ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেয়। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন জাস্টিন ক্লুইভার্ট। ম্যানইউর বক্সে নোসাইর মাজরাওইর ফাউলের শিকার হন এই ডাচ উইঙ্গার। নিজেই শট নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর ওল্ড ট্র্যাফোর্ডে অতিথি দর্শকরা গর্জে ওঠে আরেকবার। ডাঙ্গো ওত্তারা বক্সের মধ্যে সিমেনিওকে পাস দেন। ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ হালকা প্রতিরোধ করেছিলেন। কিন্তু সিমেনিওর শক্তিশালী শট ওনানাকে পরাস্ত করে। ঘরের মাঠে আরেকটি পরাজয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে এভারটনের সাথে গোলশূণ্য ড্র করেছে চেলসি। ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ম্যান ইউ। সমান ২৮ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ আছে পাঁচে। ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৩৫ পয়েণ্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। ১৭ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট পাওয়া টটেনহ্যামের অবস্থান এগারতম।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা