মাসে ১০ লাখ টাকা চায় ক্লাবগুলো!
০৬ জানুয়ারি ২০২৫, ১২:২১ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২১ এএম
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ায় টানা দুইবার চ্যাম্পিয়ন। অথচ সেই দেশের ঘরোয়া নারী লিগ একেবারে দুর্বল। যার প্রেক্ষিতে নারী লিগের মান উন্নয়ন নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কয়েকটি ক্লাবের প্রতিনিধির সঙ্গে সভা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল মতিঝিলের বাফুফে ভবনে অনুষ্ঠিত এই সভায় গত নারী লিগে অংশ নেয়া দলগুলোর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সভা শেষে বাফুফের নির্বাহী সদস্য টিপু সুলতান গণমাধ্যমকে জানান, পুরুষ ফুটবলারদের ক্যাম্প যত্রতত্র হলেও নারীদের ক্যাম্প অনেকটা সংবেদনশীল। অনেক ক্লাবেরই নিজস্ব আবাসন ব্যবস্থা নেই, আবার থাকলেও সেটা নারীদের উপযোগী নয়। ছয় মাসের লিগ,আবাসন ব্যবস্থা সামগ্রিক বিষয়ের জন্য ক্লাবগুলো ফেডারেশনের কাছে প্রতিমাসে ১০ লাখ টাকা করে অনুদান চেয়েছে। তিনি বলেন,‘একটি ক্লাবের পক্ষ থেকে প্রতি মাসে ১০ লাখ টাকা ফেডারেশনকে অনুদান দেয়ার প্রস্তাব এসেছে। অন্য ক্লাবগুলোরও এতে সায় রয়েছে। আর্থিক সহায়তা না পেলে দীর্ঘমেয়াদী লিগ খেলা সম্ভবপর নয়।’
বাফুফের আর্থিক সক্ষমতা একেবারেই দুর্বল। বিপিএলে খেলা ক্লাবগুলোর অংশগ্রহণ ফি, প্রাইজমানি থাকে বছরের পর বছর বকেয়া। সেখানে নারী লিগের ক্লাবগুলোকে প্রতি মাসে ১০ লাখ করে অনুদানের দাবি অনেকটাই অবাস্তবায়নযোগ্য। অনুদানের দাবি ছাপিয়ে সভার আরেকটি বিষয় এসেছে গণমাধ্যমের আলোচনায়। আর তা হলো নারী খেলোয়াড়দের পুল ভাবনা। এ প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেন,‘ক্লাবগুলোর আলোচনার প্রেক্ষিতে খেলোয়াড়দের পুল প্রথা চালু করার বিষয়টি এসেছে আজকের সভায়। এতে দলগুলো প্রায় সমশক্তির এবং প্রতিদ্বন্দ্বিতার মান বাড়বে।’
বাংলাদেশের ফুটবল সংস্কৃতিতে পুল অবশ্য নেতিবাচক ধারণা। নব্বইয়ের দশকে দেশের পুরুষ ফুটবলে পুল প্রথা চালু হলে অনেক তারকা ফুটবলার প্রাপ্য সম্মানি পাননি। আবার অনেকে দলও পাননি, এমন ঘটনাও ঘটেছে। নারীদের ক্ষেত্রেও সেই রকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এ বিষয়ে কিরণ বলেন,‘পুল হলেও নারী ফুটবলাররা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন সেই দিকে অবশ্যই আমাদের নজর থাকবে।’
নারী লিগ এক থেকে দেড় মাসের মধ্যেই শেষ হয়। খেলোয়াড়রা মাত্র ৭/৮টি ম্যাচ খেলার সুযোগ পান। ফিফার নির্দেশনায় আসন্ন নারী লিগের কলেবর বাড়াতে চায় বাফুফে। এ নিয়ে কিরণ বলেন,‘ফিফার স্বীকৃতি পেতে হলে লিগের দৈর্ঘ্য ছয় মাস এবং ৯০ ম্যাচ হতে হবে। ক্লাবগুলোকে বিষয়টি বলা হয়েছে। ক্লাবগুলো এজন্য ফেডারেশনের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে। বিষয়টি নিয়ে বাফুফের সভাপতি ও মার্কেটিং কমিটির সঙ্গে আমি আলোচনা করবো।’
ফিফার নির্দেশনায় লিগ হলে বাফুফে সামান্য কিছু আর্থিক অনুদান পাবে। সেই অনুদান একটি ক্লাবের ব্যয় হবে সর্বোচ্চ। ফিফার নির্দেশনা অনুসরণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠলেও বাফুফের নারী উইংয়ের প্রধানের বক্তব্য, ‘ফুটবলে উন্নতি করতে হলে ফিফার নির্দেশনা অনুসরণ করতেই হবে।’
কালকের মত বিনিময় সভায় বিপিএলের ক্লাবগুলোর মধ্যে ব্রাদার্স ইউনিয়ন, চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব যোগ দেয়নি সভায়। পেশাদার লিগের ক্লাবগুলোকে সভার জন্য আমন্ত্রণ জানানো হলেও লিগ কমিটির চেয়ারম্যান এই বিষয়ে অবগত নন। এ নিয়ে প্রশ্ন করা হলে কিরণের উত্তর, ‘আমি দেশের শীর্ষ দশটি ক্লাবকে ডেকেছি। কোনো কমিটির অধীনে ক্লাবকে ডাকা হয়নি। এটা সম্পূর্ণ ক্লাবগুলোর এখতিয়ার বা স্বাধীনতা কোন খেলা খেলবে, কি খেলবে না।’ ক্লাবগুলোর অংশগ্রহণের সিদ্ধান্তের সময়সীমা এবং নারী লিগের খেলা শুরুর সম্ভাব্য সময় নিয়ে কিরণ বলেন, ‘আজকের আলোচনার প্রাপ্ত তথ্য আমি সভাপতিকে অবহিত করবো। এরপর ক্লাবগুলোকে নিয়ে আরেকটি সভা করবো। তখন লিগের সময়সূচি ও অংশগ্রহণকারীর ক্লাবগুলোর একটি তথ্য দেয়া যাবে। যারা লিগে অংশ নিতে আগ্রহী তাদের নির্দিষ্ট শর্তপূরণ করেই আসতে হবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সান্তাহারে মালিকানা দাবি করে ২কোটি টাকার সরকারী জায়গা দখল
কুয়াকাটায় শুরু হচ্ছে মাসব্যাপী পর্যটন মেলা
লক্ষ্মীপুরে ৩ দিনে ৮ ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ ৮০ হাজার
আর্থিক ভীতি কাটলেও পাঁচ মাসের অর্জনে খুশি নয় বাংলাদেশ ব্যাংক: ইডি শিখা
ছাত্র হত্যা মামলার আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়ান শিমুলিয়ার 'বাবুল মাস্টার'!
সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই মৃদুল কারাগারে
সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
কুয়েটকে সেশনজট মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে -কুয়েট ভিসি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস
সচিবালয় গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের ফাঁকা গুলি
দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন
মির্জাপুরে স্কয়ার ফার্মার সিনিয়র সেলস মেডিকেল অফিসারকে কুপিয়ে আহত
ফিলিপস 66-এর ২.২ বিলিয়ন ডলারের বিনিয়োগ, প্রাকৃতিক গ্যাস শিল্পে বড় পদক্ষেপ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান ম্যাচ বয়কট করতে ইসিবির উপর চাপ
বাঘার বিস্তীর্ণ চরাঞ্চলে উৎপাদন হচ্ছে সবজিসহ বিভিন্ন ফসল
শেষ ঠিকানার সুদক্ষ সুনিপুণ কারিগর মনু মিয়া
লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন খালেদা জিয়া, কী এর বিশেষত্ব
নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন এসি মিলান
শিবালয়ে কলেজ অধ্যক্ষ বিরুদ্ধে টাকা আত্মসাতসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে চায় কানাডার মানুষ, এটা বুঝেই পদত্যাগ করেছেন ট্রুডো: ট্রাম্প