ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

ফেভারিটদের হোঁচটের রাত

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

১৬ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে এগিয়ে থাকা লিভারপুলের হঠাৎই যেনো ছন্দপতন। আগের ম্যাচে ম্যান ইউ’র সাথে ড্র করার পর এবার নটিংহ্যাম ফরেস্টের কাছেও পয়েন্ট হারিয়েছে অলরেডরা। মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠ সিটি গ্রাউন্ডে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় দিয়াগো জোটার গোলে মান বাঁচিয়েছে আর্নে সøটের দল। পয়েন্ট খোয়ালেও বরাবরের মতোই টেবিলের শীর্ষে লিভারপুল।
সর্বশেষ মৌসুমে কোনো রকমে রিলেগেশন এড়ানো নটিংহ্যাম চলতি মৌসুমে যেভাবে খেলছে, তাতে ভক্তদের সমীহ পাওয়ার দাবিদার। মঙ্গলবারও সমর্থকদের দারুণ একটি ম্যাচ উপহার দিয়েছে তারা। ম্যাচের বয়স ৮ মিনিট হতেই লিভারপুলের জালে বল জড়ায় নটিংহ্যাম। গোল করেন নিউজিল্যান্ডের ফরোয়ার্ড ক্রিস উড। নটিংহ্যামের শুরুর গোল শোধ দিতে লিভারপুলকে অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৬ মিনিট পর্যন্ত। অবশেষে বদলি খেলোয়াড় দিয়াগো জোটার গোলে ১-১ গোলে সমতায় ফেরে লিভারপুল।
বেঞ্চ থেকে উঠে আসার মাত্র ২২ সেকেন্ডের মাথায় গোলটি করেন জোটা। এতে স্বাগতিক দলের সমর্থকদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে। জয়ের অপেক্ষা থাকা নটিংহ্যামের উৎসুক ভক্তরা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যান। শেষদিকে জয়সূচক গোল করার সুযোগ এসেছিল লিভারপুলের কাছে। কিন্তু নটিংহ্যামের গোলরক্ষক ম্যাটজ সেলসের দেয়াল ভাঙতে পারেননি জোটা ও মোহামেদ সালাহ। ম্যাচ শেষে লিভারপুল কোচ সøট বলেন, ‘আমি আর কিছু চাইতে পারি না। দ্বিতীয়ার্ধ অসাধারণ ছিল। এমন দল খুব বেশি নেই, যারা প্রতিপক্ষের বিপক্ষে এত সুযোগ তৈরি করতে পারে। দুর্ভাগ্যবশত আমরা দ্বিতীয় গোলটি পাইনি।’
এদিকে, শেষ মুহূর্তের গোলে মান বাঁচলো চেলসির। মঙ্গলবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে থ্রিলার ম্যাচে ২-২ গোলে ড্র করেছে চেলসি। পুরো ম্যাচে স্বাগতিকদের দাপট থাকলেও গোলে এগিয়ে থাকে বোর্নমাউথ। শুরুতে গোল করে চেলসিই। ১৩ মিনিটে কোল পালমারের গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে এটি ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের ১৪তম গোল। ৫০ মিনিটে সফল পেনাল্টি কিকে বোর্নমাউথকে সমতায় ফেরান জাস্টিন ক্লুইভার্ট। চেলসির কাছ থেকে পেনাল্টি আদায় করেন অ্যান্টোনিও সেমিনো। বোর্নমাউথের এই তারকাকে ডি-বক্সের ভেতর ফাউল করেন চেলসির মইসেস কাইসিদো।
৬৮ মিনিটে আাবারও গোল করে বোর্নমাউথ। এবার গোল করেন ১৮ বছর বয়সী সেমিনো নিজেই। দুর্দান্ত শটে চেলসির গোলবারের কোণা দিয়ে বল জালে জমা করেন তিনি। এতে ২-১ এ এগিয়ে যায় বোর্নমাউথ। এই গোলটিই শোধ করতে কষ্ট হয় চেলসির। খেলা চলছিল ৯৫ মিনিটের। ৩ মিনিট পরই বাঁশিতে শেষবার ফুঁ দিয়ে ম্যাচের ইতি টানবেন রেফারি। তখনো চেলসি পিছিয়ে ২-১ ব্যবধানে। এমন সময় ডি বক্সের বাইরে একটি ফ্রি কিক জিতলো চেলসি। দুর্দান্ত শটে গোল করে এএফসি বোর্নমাউথের কাছ থেকে এক পয়েন্ট আদায় করে নিলেন অধিনায়ক রিসি জেমস। এ নিয়ে সর্বশেষ ৫ ম্যাচে জয়হীন থাকলো চেলসি।
আরেক ম্যাচে জয় হাতছাড়া করেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল। মঙ্গলবার রাতে ব্রেন্টফোর্ডের সাথে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে জোড়া গোল করে সিটিকে ২-০ তে এগিয়ে দিয়েছিলেন ফিল ফোডেন। ম্যাচের ৬৬ ও ৭৮ মিনিটে গোল করেন এই ইংলিশ মিডফিল্ডার। এরপরই এলোমেলো হয়ে পড়ে সিটির রক্ষণভাগ।
হতশ্রী রক্ষণে ১০ মিনিটের ব্যবধানে ২ গোল হজম করে বসে তারা। ৮২ মিনিটে স্বাগতিক ব্রেন্টফোর্ডের হয়ে প্রথম গোল করেন ইয়ানে উইসা। এরপর ৯২ মিনিটে দ্বিতীয় গোল করেন ক্রিস্টিয়ান নরগার্ড। বাকি সময়ে ম্যাচের ভাগ্য নিজেদের অনুকূলে আনতে পারেনি সিটি। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে সিটি। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে লিভারপুল। ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১০তম স্থানে আছে ব্রেনফোর্ট। ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নটিংহ্যাম। সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে আছে চেলসি। ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে বোর্নমাউথ আছে সপ্তম স্থানে।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিপিএল শেষ কর্নওয়ালের
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
টিভিতে দেখুন
দুই টিটি খেলোয়াড়ের পাশে নাভানা
তারুণ্যের উৎসবে তায়কোয়ান্দো
আরও

আরও পড়ুন

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম

বিপিএল শেষ কর্নওয়ালের

বিপিএল শেষ কর্নওয়ালের

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী

ধূমপানকে না বলুন

ধূমপানকে না বলুন

জালিমের পরিণতি ভালো হয় না

জালিমের পরিণতি ভালো হয় না

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত

১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত