না ফেরার দেশে ‘দ্য কিং’ ডেনিস ল
১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫, ১২:০৬ এএম
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্কটল্যান্ড ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ডেনিস ল। শুক্রবার রাতে স্কটল্যান্ডের এডিনবরায় পরিবারের পাশে নিয়েই শেস নিঃশ্বাস ত্যাগ করেন ৮৪ বছর বয়সী এই সাবেক ফুটবলার। ফুটবল অঙ্গনে ‘দ্য কিং’ নামে পরিচিতি পেয়েছিলেন ডেনিস ল। ম্যানচেস্টার ইউনাইটেডের স্টেডিয়ামের সামনে কালের সাক্ষী হয়ে যে তিনজনের স্ট্যাচু দাঁড়িয়ে আছে ডেনিস ল তাদেরই একজন। একপাশে জর্জ বেস্ট, অন্যপাশে স্যার ববি চার্লটনকে রেখে গড়ে তুলেছিলেন দ্য ইউনাইটেড ট্রিনিটি। অনেকে ভালবেসে যাকে ডেকে থাকেন ফুটবলের হলি ট্রিনিটি। সেই তিন কিংবদন্তির দুজন বেস্ট আর চার্লটন প্রয়াত হয়েছেন আগেই। ক্লাব ক্যারিয়ারে ডেনিস ল সবচেয়ে বেশি সময় পার করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ক্লাবটির হয়ে ৪০৪ ম্যাচে তিনি গোল করেছেন মোট ২৩৭টি। ১৯৬২ সালে তখনকার রেকর্ড ট্রান্সফার ফি’তে তিনি নাম লিখিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওয়েইন রুনি আর স্যার ববি চার্লটনের পর ইউনাইটেডের হয়ে সবচেয়ে বেশি গোল তারই। খেলা শুরু করেছিলেন হাডার্সফিল্ড টাউনের হয়ে। ১৯৫৬ থেকে ১৯৬০ সাল পর্যন্ত তিনি ক্লাবটিতে খেলেছেন। এরপর ব্রিটিশ ট্রান্সফারের রেকর্ড গড়ে পাড়ি জমান ম্যানচেস্টার সিটিতে। সিটির জার্সিতে ৪৪ ম্যাচে ২১টি গোল করেন ডেনিস ল। তারপর ১৯৬১-৬২ মৌসুমে তিনি যোগ দেন ইতালির তোরিনোতে। ইতালিয়ান ক্লাবে যাওয়ার পথেও গড়েছিলেন ট্রান্সফার রেকর্ড। কিন্তু ইতালিয়ান ফুটবলে সেভাবে মানিয়ে নিতে পারেননি। সে বছরই আরেকটি রেকর্ড ট্রান্সফার ফি’তে তিনি যোগ দেন ম্যানচেস্টার ইউনাইডেটে। আর ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে বেশি সময়টা তিনি পার করেন সেখানেই। জর্জ বেস্ট আর ববি চার্লটনের সঙ্গে যোগ হয়ে গড়ে তোলেন এক দুধর্ষ ত্রিফলা আক্রমণভাগ। সফল ত্রয়ী আক্রমণভাগের সবচেয়ে আদি রূপ দেখিয়েছিলেন তারাই। ক্লাব ক্যারিয়ারে তিনি মোট ম্যাচ খেলেন ৪৮৫টি গোল করেন ২২৭টি। আর আন্তর্জাতিক ক্যারিয়ারে স্কটল্যান্ডের হয়ে ৫৫ ম্যাচে গোল করেছেন ৩০টি। ১৯৫৮ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। একমাত্র স্কটিশ খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন ডেনিস ল। ১৯৬৪ সালে নিজের দুর্দান্ত পারফরম্যান্সে জয় করেন ব্যালন ডি’ অর। ইউনাইটেড ট্রিনিটির মাঝে সবার আগে প্রয়াত হয়েছিলেন জর্জ বেস্ট। নর্দান আয়ারল্যান্ডের এই তারকা ২০০৫ সালে মাত্র ৫৯ বছর বয়সে পরপারে পাড়ি জমান। ২০২৩ সালের অক্টোবরে মারা যান স্যার ববি চার্লটন। এবার ২০২৫ সালে বিদায় নিলেন ডেনিস ল।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে : তারেক রহমান
ঋণখেলাপিরা যাতে মনোনয়ন না পায় চেষ্টা করবো : মির্জা ফখরুল
অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
টিসিবি’র এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা
ভোজ্যতেলের সরবরাহ নিশ্চিতে কারখানা পরিদর্শন ভোক্তা অধিকারের
গণপরিবহনে শৃঙ্খলায় কাউন্টার স্থাপনের পরিকল্পনা
রাজধানীর তিন পার্কে ভেন্ডারের চুক্তি : শর্ত ভঙ্গের তদন্তে ডিএনসিসি
বাবা-মায়ের পুরোনো বাড়িতে যাই : শফিকুল আলম
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান
২০২৪ সালে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
ভারতীয় ৭২ গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার
লেবানন থেকে দেশে ফিরলেন আরো ৪৭
প্লাটফর্ম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
শক্তিশালী অর্থনীতি ও গর্বিত জাতি গড়তে শহীদ জিয়ার দর্শন ধারণ করতে হবে : আমির খসরু
কী আছে তৌফিকার লকারে?
ঘটনার তিনদিন পর থানায় মামলা
অনিয়ম ঢাকতে তড়িঘড়ি করে নির্বাচনের পাঁয়তারা
শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের দুরবস্থা
৯৬টি সিএনজি ভাঙ্গাড়ি হিসাবে সাড়ে ১১ লাখ টাকায় বিক্রি
৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে রূপগঞ্জে বিএনপির সমাবেশ