আশা বাঁচিয়ে রাখলো রিয়াল, বায়ার্ন ও পিএসজি
২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ এএম
দুই ব্রাজিলিয়ানের চার গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে খেলার আশা বাঁচিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালজবার্গকে ৫-১ গোলে হারায় কার্লো আনচেলত্তির দল। সরাসরি শেষ ষোলোয় জায়গা পাওয়ার আশা আগেই ফিকে হয়ে গেছে রিয়ালের। শেষ রাউন্ড পর্যন্ত সামান্য সম্ভাবনাটুকুও বাঁচিয়ে রাখতে এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই লক্ষ্য ভালোভাবেই পূরণ করল ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। দারুণ এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এক লাফে ছয় ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে নিজেদের গুছিয়ে নিতে খুব একটা সময় নেয়নি রিয়াল। ম্যাচের ২৩ মিনিটে প্রথম শটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে কিলিয়ান এমবাপ্পের পাস ধরে একটু এগিয়ে ডি বক্সে ডান দিকে ভিনিসিয়াসের বাড়ানো ক্রসে ছুটে এসে কোনাকুনি শটে গোল করেন রদ্রিগো। এগিয়ে যাওয়ার পর ভয়ঙ্কর হয়ে ওঠে রিয়াল। ৩৪ মিনিটে বেলিংহামের পাসে আবারো জাল কাঁপান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সালজবার্গ গোলরক্ষকের ভুলে দলকে তৃতীয় গোল উপহার দেন ফরাসি তারকা এমবাপ্পে। ৫৫ মিনিটে স্কোরলাইনে নাম লেখান আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৭২ মিনিটে একসঙ্গে রদ্রিগো ও এমবাপ্পেকে তুলে নেন কোচ আনচেলত্তি। তাদের জায়গায় মাঠে নামেন ব্রাহিম দিয়াস ও এন্ড্রিক। ৭৭ মিনিটে পঞ্চম গোলের দেখা পায় রিয়াল। ফেদেরিকো ভালভার্দের পাস ধরে বক্সে ঢুকে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়স। পাঁচ গোলে পিছিয়ে পরে সালজবার্গের হয়ে সান্তনার গোলটি করেন মাডস বিডসট্রাপ। খুব কঠিন ও অনেক জটিল হিসাব-নিকাশ সামনে রেখে আগামী বুধবার প্রথম পর্বের শেষ রাউন্ডে ফরাসি ক্লাব বেস্তের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।
এদিকে, ডাচ ক্লাব ফেইনুর্ডের কাছে ৩-০ গোলে হেরেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। পুরো ম্যাচে ৮০ শতাংশ সময় বল দখলে রেখেও জিততে পারেনি বায়ার্ন। গোল মিসের মাশুল দিতে হয়েছে তাদের। এলোমেলো ফুটবলের মাঝে বায়ার্নকে চমকে দিয়ে ২১ মিনিটে এগিয়ে যায় ফেইনুর্ড। নিজেদের অর্ধ থেকে খেইস স্মালের উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গতিময় শটে গোল করেন সান্তিয়াগো জেমিনেস। উত্তাল হয়ে ওঠে গ্যালারি। দুই মিনিট পর সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন লেয়ন গোরেটস্কা। ৩২ মিনিটে জামাল মুসিয়ালার বাঁ পায়ের আচমকা শট লক্ষ্যভ্রস্ট হয়। ৪২ মিনিটে খুব কাছ থেকে গোলরক্ষককে একা পেয়েও দারুণ সুযোগ নষ্ট করেন হ্যারি কেইন। প্রথমার্ধের যোগকরা সময়ে রাফায়েল গেরেইরো বক্সে প্রতিপক্ষকে ফাউল করায় পেনাল্টি পায় ফেইনুর্ড। সফল স্পট কিকে ব্যবধান বাড়ান মেক্সিকান ফরোয়ার্ড জেমিনেস। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফেইনুর্ড। ৮৯ মিনিটে পাল্টা আক্রমণে ফেইনুর্ডের জয় নিশ্চিত করেন জাপানি স্ট্রাইকার আয়াসি উয়েদা। সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে উঠে এসেছে ফেইনুর্ড। জাগিয়ে রেখেছে সেরা আটে থাকার সম্ভাবনা। সেই সম্ভাবনা ফিকে হয়ে গেছে বায়ার্নের। টানা তিন জয়ের পর এই হারে ১৫ নম্বরে নেমে গেছে ভিনসেন্ট কোম্পানির দল। সাত ম্যাচে তাদের পয়েন্ট ১২।
আরেক ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও হার নিয়েই মাঠ ছাড়ে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে প্যারিসে বৃষ্টিভেজা রাতে পিএসজির কাছে ৪-২ গোলে হেরেছে পেপ গার্দিওয়ালার দল। তিন মিনিটের ব্যবধানে দুই গোল করেও শেষ রক্ষা হয়নি ম্যান সিটির। ইউরোপ সেরার মঞ্চে সবশেষ চার ম্যাচে জয়হীন তারা যেখানে হার ৩টি। আক্রমন পাল্টা আক্রমনে গোলশূণ্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের শুরুতে সাভিনহোর বদলি নামা গ্রিলিশ ম্যান সিটিকে এগিয়ে নেন। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। গ্রিলিশের কাটব্যাকে প্রতিপক্ষের পা হয়ে ছয় গজ বক্সে বল পান তিনি। প্রথম স্পর্শে গোলরক্ষককে পরাস্ত করেন নরওয়ের তারকা। পিএসজি জবাব দিতে বেশি সময় নেয়নি। ৫৬ থেকে ৬০ মিনিটের মধ্যে দুই গোল শোধ করে দেয় তারা। প্রথমটি করেন দেম্বেলে, যেখানে বড় অবদান বার্কোলার। ৭৮ মিনিটে সমর্থকদের আরেকবার উল্লাসে ভাসিয়ে এগিয়ে যায় পিএসজি। ডান দিক থেকে ভিতিনহার ফ্রি কিকে দূরের পোস্টে চমৎকার হেডে গোলটি করেন নেভেস। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জালের দেখা পান বদলি নামা রামোস। এই হারে ৭ ম্যাচে ২ জয় দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে নেমে ছিটকে পড়ার শঙ্কায় এখন ম্যান সিটি। সমান ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠেছে পিএসজি। ম্যাচ বাকি আর একটি করে। নতুন আঙ্গিকের ৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো দুই লেগের প্লে-অফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি