তিন ম্যাচ পর দলে ফিরেই মেসির গোল
১৫ মার্চ ২০২৫, ১২:২১ এএম | আপডেট: ১৫ মার্চ ২০২৫, ১২:২১ এএম

লিওনেল মেসির শেষ মুহূর্তের গোলে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। গতকাল চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে জ্যামাইকার ক্লাব ক্যাভালিয়ার এফসিকে ২-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো ইন্টার মিয়ামি। ৯০ মিনিট শেষে যোগ করা দুই মিনিটও তখন প্রায় শেষ। আক্রমণে ইন্টার মায়ামি। বক্সের বাঁ পাশ থেকে প্রতিপক্ষের তিনজনের মাঝ দিয়ে বল বাড়িয়ে দিলেন সান্তিয়াগো মোরালেস। বক্সে ঢুকে সামনে থাকা ডিফেন্ডার আর আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে আলতো টোকায় বল জালে পাঠালেন লিওনেল মেসি। গ্যালারি থেকে ভেসে এলো তুমুল উল্লাস। এমনিতে নিজেদের ম্যাচগুলি তিন হাজার দর্শক ধারণ ক্ষমতার মাঠে খেলে থাকে ক্যাভালিয়ার। কিন্তু মেসির জন্যই এই ম্যাচ সরিয়ে নেওয়া হয় জাতীয় স্টেডিয়াম কিংস্টনের ইন্ডিপেন্ডেন্টস পার্কে। লম্বা সময় পর্যন্ত সেই দর্শকদের উৎকণ্ঠায় থাকতে হয় মেসিকে ডাগআউটে বসে থাকতে দেখে। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকাকে। তিন ম্যাচ পর মাঠে নেমে গোলের দেখাও পেয়ে যান তিনি। মিয়ামির জয় নিয়ে এমনিতে সংশয় খুব একটা ছিল না। মেসির গোল তাতে বাড়তি রঙের ছোঁয়া দিয়েছে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৭ মিনিটে লুইস সুয়ারেসের পেনাল্টি গোলে এগিয়ে যায় মিয়ামি। তার বদলি নেমেই ম্যাচের শেষ সময়ে গোল করেন মেসি। মেসিকে ছাড়া প্রথম লেগেও ২-০ গোলেই জিতেছিল মিয়ামি। প্রথম লেগসহ মিয়ামির টানা তিনটি ম্যাচে ছিলেন না মেসি। চোট নাকি বিশ্রাম, এসব নিয়ে ধোঁয়াশা ছিল শুরুতে। পরে দলের পক্ষ থেকে জানানো হয় অবসাদজনিত কারণে মেডিকেল টিমের পরামর্শেই তাকে খেলানো হচ্ছে না। এই ম্যাচের জন্য জ্যামাইকা সফরের স্কোয়াডে মেসিকে রাখা হয়। তাতে উন্মাদনা শুরু হয় সেখানে। ম্যাচ বড় মাঠে সরিয়ে নেওয়া হয়। জয়ের পর মিয়ামির কোচ বলেন ‘আমরা জানতাম, লিও তিন-চার ম্যাচ ধরে খেলছে না। অবশ্যই আমরা তাকে খেলাতে চাচ্ছিলাম। তবে এটা আমাদের বোঝা ও খোঁজার দরকার ছিল, তাকে মাঠে নামানোর সময় কোনটি।’ ‘আমার মনে হয়, যা হয়েছে, ভালোই হয়েছে। সে মাঠে ভালো অনুভব করেছে। গোল করেছে। জ্যামাইকার মানুষ তাকে দেখতে পেয়েছে। সবারই জন্যই দারুণ এক রাত।’ চ্যাম্পিয়ন্স কাপের শেষ আটে মেসিদের প্রতিপক্ষ লস অ্যাঞ্জেলস এফসি।
এদিকে, ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে পয়েন্ট আদায় করার পর এবার রিয়াল সোসিয়েদাদকে গুঁড়িয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো রেড ডেভিলসরা। উজ্জীবিত কোচ রুবেন অ্যামোরিম এখন শিরোপার স্বপ্ন দেখার সাহসও পাচ্ছেন। বিশেষ করে দুঃসময়ের দীর্ঘ প্রহরে দলের কান্ডারি হয়ে থাকা ব্রুনো ফার্নান্দেসের জন্য ট্রফি চান কোচ। ফার্নান্দেসের দুর্দান্ত পারফরম্যান্সেই ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালে পা রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে বৃহস্পতিবার শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে ফার্নান্দেসের হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতেছে ম্যান ইউ। যদিও ম্যাচের দশম মিনিটেই মিকেল ইয়ারসাবালের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল সোসিয়েদাদ। তবে ছয় মিনিট পরই ফার্নান্দেসের পেনাল্টিতে সমতায় ফেরে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ফার্নান্দেসের আরেকটি পেনাল্টিতে এগিয়ে যায় দল। ৬৩ মিনিটে ডিফেন্ডার জন আরামবুরু লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। এই সুযোগে ৮৭ মিনিটে ফার্নান্দেস হ্যাটট্রিক পূরণ করেন । যোগ করা সময় ব্যবধান আরও বাড়ান দিয়োগো দালো। প্রথম লেগে সোসিয়েদাদের মাঠে ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। কোয়ার্টার ফাইনালে ম্যান ইউ’র প্রতিপক্ষ ফরাসি ক্লাব লিঁও।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ঈদগাঁওতে সন্ত্রাসীদের গুলিতে নিহত-১, আহত-৫

বিভিন্ন দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ‘ইনকিলাব মঞ্চ’

গাজায় ইসরায়েলি হামলায় আহত সাংবাদিক আলা হাশিমের মৃত্যু

ঝিকরগাছায় সংখ্যালঘু গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

গুলশানে ইউএন হাউজ উদ্বোধন করলেন জাতিসংঘ মহাসচিব

বাবা খ্রিস্টান, মা হিন্দু তবু কেন মুসলিম পদবী ব্যবহার করেন দিয়া!

নিকলীতে ২২ হাজার শিশুকে দেওয়া হয়েছে ভিটামিন এ

আছিয়ার বাড়িতে জামায়াত আমির, আর্থিক সহায়তাসহ পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

মির্জাপুরে মহাসড়কে উল্টে যাওয়া ট্রাক সরাতে গিয়ে শ্রমিক নিহত হাইওয়ে ওসি সার্জেন্টসহ চার পুলিশ আহত

যানজট নিরসনের আইডিয়া দেয়ার জন্য বৃত্তি দিচ্ছে দুবাই

ট্রাম্পের আহ্বানের পর পুতিনের সিদ্ধান্ত, ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের ডাক

দোল পূর্ণিমা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

নোয়াখালীর চৌমুহনী হকার্স মার্কেটে আগুনে পুড়ল ৬ দোকান

কেরানীগঞ্জে মৌসুমি ব্রিকসে ভ্রাম্যমান আদালতের অভিযান

পেঁয়াজ চাষে ব্যাপক সাফল্য শ্রীপুরের মুন্সী জাহাঙ্গীরের

রমজানের দ্বিতীয় জুমায় আল-আকসায় নামাজ আদায় ৮০ হাজার মুসল্লির

মাত্র দুই মিনিটেই সড়ক ক্লিয়ার করে চক্রান্ত নস্যাৎ

তৃতীয় দিনেও কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব

আবরার হত্যা: আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় রোববার