এই আছেন এই নেই নেইমার!
১৬ মার্চ ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১২:০১ এএম

এক বছরের বেশি সময় পর ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন, অপেক্ষায় ছিলেন জাতীয় দলের চেনা হলুদ জার্সি পড়ে নামার। তবে নেইমারের সেই অপেক্ষা আরও বাড়ছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তার বদলে দলে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্দ্রিককে। কারণটা সেই একই- আবার চোটে পড়েছেন তিনি!
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। এরপর লম্বা সময়ের জন্য ছিটকে যান। চোট থেকে সেরে উঠে সউদী ক্লাব আল-হিলালের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। নেইমার ফিরে আসেন ছোটবেলার ক্লাব সান্তোসে। সেখানে এসে প্রথম ৭ ম্যাচে ৩ গোল, ৩ অ্যাসিস্টে ফেরেন জাতীয় দলে। কিন্তু বিপত্তি বাধে ২ মার্চে ম্যাচের সময় পাওয়া চোট। সেদিন ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে নেইমারের পায়ে টান পড়ে। এতে করে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে রাজী হয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
২১ মার্চ কলম্বিয়া ও ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচ দুটিকে সামনে রেখে গত বৃহস্পতিবার ঘোষিত দলে ১৭ মাস পর কোচ দরিভাল জুনিয়র ঠিকই বিবেচনায় রেখেছিলেন নেইমারকে। তবে সপ্তাহান্তে এলো ছিটকে যাবার দুঃসংবাদ। শুধু নেইমারই নন, দলে আরও বদল এসেছে বলে জানান কোচ দরিভাল জুনিয়র, ‘দল ঘোষণার পর সব খেলোয়াড়ের খোঁজ রাখা হচ্ছিলো। বিশেষ করে ফ্ল্যামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচসেটার সিটির এডারসনের শারীরিক অবস্থায় খবর নেওয়া হয়। পর্যবেক্ষণের পর তাদের বদলে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো ও এন্দ্রিককে দলে নেওয়া হয়েছে।’
গত সোমবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। শুরুতে তার চোট নিয়ে পরিষ্কার ধারণা না মিললেও, পরে জানা যায় পেশির সমস্যায় ভুগছেন তিনি। এই চোটে ব্রাজিল দল থেকে তার ছিটকে পড়ার কথা জানানো হয় শুক্রবার। আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বাড়লেও বাস্তবতা মেনে নিয়েছেন নেইমার। বললেন, ঝুঁকি এড়াতে সবাই মিলেই নেওয়া হয়েছে সিদ্ধান্তটা। ইনস্টাগ্রাম পোস্টে নেইমার তুলে ধরলেন তাকে দল থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রেক্ষাপট, ‘(আন্তর্জাতিক ফুটবলে) ফেরার খুব কাছাকাছি ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বের জার্সিটি এবার পরতে পারব না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেওয়ার জন্য ঐক্যমতে পৌঁছেছি, যাতে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এবং আমার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি। যারা আমার প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। এটা প্রক্রিয়ার অংশ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

স্ত্রী-সন্তানসহ পাপন ও হানিফের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেঘনা ব্যাংকের নতুন চেয়ারপারসন উজমা চৌধুরী

হাসিনার আস্থাভাজন সচিব ও আমলাদের অপসারণ দাবিতে বিক্ষোভ

জুলাই বিপ্লবে শহীদ এবং আহত ৮৫০ পরিবারের পাশে দাঁড়াবে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাই পরবর্তী বাংলাদেশের শঙ্কা উত্তরণে ফ্যাসিস্টদের অপতৎপরতা রুখতে হবে

কৃষি বিপ্লব ঘটিয়ে দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বিএনপি -কৃষকদলের আলোচনা সভায় বক্তারা

বেপরোয়া গাড়ি চাপায় নারীর মৃত্যু

অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে প্রিন্স

কলাপাড়ায় স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

রাজবাড়ীতে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ

মেডিক্যাল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক জুনায়েদের নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক দল

দখলে-দূষণে অস্তিত্ব সঙ্কটে কুমার নদ

ধামরাইয়ে বেপরোয়া মাটি ব্যবসায়ীরা

চিলমারী-রৌমারী রুটে ৯০ দিন ফেরি বন্ধ

সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার

স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

বাংলাদেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে' - শামা ওবায়েদ

২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ বছর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে

প্রধান উপদেষ্টার চীন সফরে গুরুত্ব পাবে কারখানা স্থানান্তর: প্রেস সচিব