এই আছেন এই নেই নেইমার!
১৬ মার্চ ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১২:০১ এএম

এক বছরের বেশি সময় পর ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন, অপেক্ষায় ছিলেন জাতীয় দলের চেনা হলুদ জার্সি পড়ে নামার। তবে নেইমারের সেই অপেক্ষা আরও বাড়ছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তার বদলে দলে নেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্দ্রিককে। কারণটা সেই একই- আবার চোটে পড়েছেন তিনি!
২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। এরপর লম্বা সময়ের জন্য ছিটকে যান। চোট থেকে সেরে উঠে সউদী ক্লাব আল-হিলালের সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়। নেইমার ফিরে আসেন ছোটবেলার ক্লাব সান্তোসে। সেখানে এসে প্রথম ৭ ম্যাচে ৩ গোল, ৩ অ্যাসিস্টে ফেরেন জাতীয় দলে। কিন্তু বিপত্তি বাধে ২ মার্চে ম্যাচের সময় পাওয়া চোট। সেদিন ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ে নেইমারের পায়ে টান পড়ে। এতে করে তাকে নিয়ে আর ঝুঁকি নিতে রাজী হয়নি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
২১ মার্চ কলম্বিয়া ও ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচ দুটিকে সামনে রেখে গত বৃহস্পতিবার ঘোষিত দলে ১৭ মাস পর কোচ দরিভাল জুনিয়র ঠিকই বিবেচনায় রেখেছিলেন নেইমারকে। তবে সপ্তাহান্তে এলো ছিটকে যাবার দুঃসংবাদ। শুধু নেইমারই নন, দলে আরও বদল এসেছে বলে জানান কোচ দরিভাল জুনিয়র, ‘দল ঘোষণার পর সব খেলোয়াড়ের খোঁজ রাখা হচ্ছিলো। বিশেষ করে ফ্ল্যামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচসেটার সিটির এডারসনের শারীরিক অবস্থায় খবর নেওয়া হয়। পর্যবেক্ষণের পর তাদের বদলে লুকাস পেরি, আলেক্স সান্দ্রো ও এন্দ্রিককে দলে নেওয়া হয়েছে।’
গত সোমবার পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিনিয়ান্সের বিপক্ষে সান্তোসের স্কোয়াডে ছিলেন না নেইমার। শুরুতে তার চোট নিয়ে পরিষ্কার ধারণা না মিললেও, পরে জানা যায় পেশির সমস্যায় ভুগছেন তিনি। এই চোটে ব্রাজিল দল থেকে তার ছিটকে পড়ার কথা জানানো হয় শুক্রবার। আন্তর্জাতিক ফুটবলে ফেরার অপেক্ষা বাড়লেও বাস্তবতা মেনে নিয়েছেন নেইমার। বললেন, ঝুঁকি এড়াতে সবাই মিলেই নেওয়া হয়েছে সিদ্ধান্তটা। ইনস্টাগ্রাম পোস্টে নেইমার তুলে ধরলেন তাকে দল থেকে প্রত্যাহার করে নেওয়ার প্রেক্ষাপট, ‘(আন্তর্জাতিক ফুটবলে) ফেরার খুব কাছাকাছি ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বিশ্বের সবচেয়ে বেশি দায়িত্বের জার্সিটি এবার পরতে পারব না। আমাদের অনেক আলোচনা হয়েছে এবং সবাই জানে ফেরার জন্য আমি কতটা উন্মুখ। তবে আমরা ঝুঁকি না নেওয়ার জন্য ঐক্যমতে পৌঁছেছি, যাতে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে এবং আমার চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারি। যারা আমার প্রতি সমর্থন জানিয়ে বার্তা পাঠিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। এটা প্রক্রিয়ার অংশ।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হয়েছিল : আলী রীয়াজ

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

প্রশাসনে শৃঙ্খলা ফেরাতে আইনের সংশোধন আনছে সরকার

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে -তারেক রহমান

সংস্কারের জন্য অপেক্ষা নয়, ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি : সিইসি

কাশ্মীরে হামলা : অমিত-দোভালকে দুষছেন ভারতীয়রা

আখেরাতে মানুষের তিনটি শ্রেণি-৩

কাশ্মীর নিয়ে ফের সংঘাতের আশঙ্কা

নদী বাঁচলে বাঁচবে ঢাকা

কুষ্টিয়ায় ২২ দাবিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শ্রমিকদের অবস্থান কর্মসূচি

নিরাপত্তাহীনতায় ভুগছেন খুন হওয়া শিক্ষার্থী পারভেজের পরিবার -কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিব

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ৬৪টি জেলায় স্থাপিত হবে স্বতন্ত্র পরীক্ষাকেন্দ্র

লোকালয়ে অজগর!

লাকসামে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ, ডিলারের ৬ মাসের কারাদ-

নরসিংদীতে চুরি যাওয়া বৈদ্যুতিক তার যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার

ধামরাইয়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষ, আহত ১০

ছাগলনাইয়ায় চরমোনাই পীর সাহেবের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত

বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কৃষকদেরকে হয়রানি বরদাস্ত করা হবে না -নেত্রকোনায় খাদ্য অধিদফতরের ডিজি

চাঁদপুরে গৃহবধূ হত্যায় দেবরের মৃত্যুদ- শ্বশুর-শ্বাশুড়ির যাবজ্জীবন