ভারত ম্যাচের আগে সেটপিস নিয়েও ব্যস্ত ক্যাবরেরা
১৬ মার্চ ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১২:৫৯ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহর লাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচকে সামনে রেখে বর্তমানে সউদী আরবের তায়েফে কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় দল। ক্যাম্প শেষে ১৭ মার্চ রাতে সউদী আরবে থেকে ঢাকায় ফিরবেন জামাল ভূঁইয়ারা। দেশের ফিরে ২০ মার্চ ভারতে যাবে লাল-সবুজরা। ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে তায়েফে বাংলাদেশ দলের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে বর্তমানে নিবিড় অনুশীলনে মগ্ন জামালরা। তাদের লক্ষ্য একটাই, ভারতের বিপক্ষে জয় তুলে নেয়া। লক্ষ্যপূরণে সউদী আরবের ক্যাম্প যা যা কারণীয় তার সবই করে বাংলাদেশ দল। তায়েফের অনুশীলনে সেটপিস নিয়েও বেশ চর্চা হচ্ছে। সবশেষ ২০১৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্টলেক স্টেডিয়ামের সেই ম্যাচে ভারতের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও পরে সেটপিস থেকে গোল হজম করে জয় হাতছাড়া হয় বাংলাদেশের। তাই এবার সেটপিসে যেন ভুল না হয়, তা নিয়ে সিরিয়াস বাংলাদেশ দলের সবাই। গতকাল সেটপিস নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন ক্যাবরেরা। অনুশীলন শেষে তায়েফ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন,‘অনুশীলন ভালো চলছে। আমরা আজ (গতকাল) ছেলেদের ওপর কাজের চাপ কিছুটা কমিয়েছি। বেশি কাজ করেছি সেটপিস নিয়ে এবং এই সেশন চলবে। সেশনটা ভালো এবং ডায়নামিক ছিল।’ অনুশীলনে শিষ্যদের নিষ্ঠা দেখে খুশি ক্যাবরেরা। তার কথায়,‘যেটা আমরা দেখতে চেয়েছিলাম, ছেলেরা সেই রিকভারি কিছুটা করতে পেরেছে। কেননা, গত দুই দিন কেবল প্রস্তুতি ম্যাচই ছিল না, ছেলেদের রিকভারির ব্যাপারও ছিল। তো সব মিলিয়ে আজকের প্রস্তুতির লক্ষ্য ছিল এটাই এবং ফলাফল যেটা পেয়েছি, তা নিয়ে আমরা সবাই খুশি।’ ভারত ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসীও হয়ে উঠছেন বাংলাদেশের ফুটবলাররা। মিডফিল্ডার মোহাম্মদ হৃদয় বলেন,‘প্রথমত আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি। আমাদের যে পরের ম্যাচ ভারতের বিপক্ষে, এজন্য আমরা সবাই ভালো প্রস্তুতি নিচ্ছি তায়েফের ক্যাম্পে। কোচের যে পরিকল্পনা, আমরা সবাই যদি সে অনুযায়ী খেলতে পারি, তাহলে ইনশাআল্লাহ ভালো ফলের আশা করতেই পারি।’ ভারতকে সমীহ করে আবাহনীর এই মিডফিল্ডার বলেন, ‘প্রতিপক্ষ যে দলই হোক না কেন, আমি তাদেরকে সমীহ করি। কিন্তু আমরা আমাদের যে স্বাভাবিক ফুটবল, আমাদের যে পরিকল্পনা, সেই অনুযায়ী খেলতে পারলে ইতিবাচক ফলের আশা করছি। আসলে দলটা সিনিয়র-জুনিয়র মিলিয়ে ভালো একটা দল, আমিও এক হিসেবে জুনিয়র। আমি মনে করি, সক্রিয় থেকে সবার সঙ্গে মানিয়ে নিয়ে একসঙ্গে ঠিকভাবে যদি আমরা খেলতে পারি, তাহলে ভালো ফলের আশা করতে পারি।’
আরেক মিডফিল্ডার পাপন সিংহ বলেছেন, ‘পরিবেশ অনেক ভালো, শিলংয়ের সঙ্গে খাপ খাওয়ার জন্য সউদী আরবে ট্রেনিং হচ্ছে। সবাই মনোযোগ দিয়ে ট্রেনিং করছে। যে সুযোগ পাবে, ভালো করবে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি সেরা একাদশে থাকার জন্য।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলে আঘাত হেনেছে গাজা থেকে ছোড়া একাধিক রকেট

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা