এমবাপ্পের জোড়ায় রিয়াল চূড়ায়
১৭ মার্চ ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:১০ এএম

টানা দুই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আবারো দখলে নিলো রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে দারুণ জয় তুলে নিলো কার্লো আনচেলত্তির দল। শনিবার লা লিগার ম্যাচে ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। পুরো খেলায় ভিয়ারিয়াল বল দখলে সামান্য পিছিয়ে থাকলেও আক্রমণে তারাই আধিপত্য দেখিয়েছে। গোলের জন্য ২৩টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে তারা। সেখানে রিয়াল শট নিতে পারে মাত্র ৯টি যার পাঁচটি ছিল লক্ষ্যে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। খেলার ৭ মিনিটে লিড নেয় ভিয়ারিয়াল। আলেক্স বায়েনার কর্নারে বক্সের মধ্যে কাছ থেকে বল জালে পাঠান আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েথ। এক গোলে এগিয়ে থেকে আক্রমনের ধার বাড়ায় ভিয়ারিয়াল। তবে তাদের আক্রমনগুলো সামাল দিয়ে ১৭ মিনিটে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের পাসে ব্রাহিম দিয়াসের জোরালো শট ঠেকান ভিয়ারিয়াল গোলরক্ষক। তাতে অবশ্য লাভ হয়নি। ফিরতি বলে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা এমবাপ্পে। পরের মিনিটে কোর্তোয়ার দৃঢ়তায় আরেকবার বেঁচে যায় রিয়াল মাদ্রিদ। বক্সের বাইরে থেকে পাপ গেইয়ের শট ঠেকান তিনি। ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। লুকাস ভাসকেসের কাট-ব্যাক বক্সে প্রথম স্পর্শে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে লা লিগায় এমবাপ্পের গোল হলো ২৬ ম্যাচে ২০টি। তার চেয়ে একটি বেশি নিয়ে চূড়ায় বার্সেলোনায় রবার্ট লেভানডস্কি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পের গোল এখন ৩১টি।
আক্রমনের ধার বাড়াতে তিনটি পরিবর্তন করেন রিয়াল কোচ আনচেলত্তি। রাউল আসেন্সিও, ব্রাহিম দিয়াস ও রদ্রিগোকে তুলে মাঠে নামান অ্যান্টোনিও রুডিগার, ভিনিসিয়াস জুনিয়র ও লুকা মদ্রিচকে। যদিও বাকি সময়ে আর গোল বাড়াতে পারেনি রিয়াল মাদ্রিদ। ২৮ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দুই ম্যাচ কম খেলা বার্সেলোনা ৩ পয়েন্ট পিছিয়ে আছে দুইয়ে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ভিয়ারিয়াল ৪৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগে আবারো পয়েন্ট হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে দুই দুইবার এগিয়ে থেকেও জয় পায়নি পেপ গার্দিওলার দল। শনিবার নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ব্রাইটনের সাথে ২-২ গোলে ড্র করেছে সিটিজেনরা। ম্যাচ শুরুর ১১ মিনিটেই এগিয়ে যায় ম্যান সিটি। আরলিং হালান্ডের পাস ধরে ডি বক্সে এগিয়ে যাওয়ার মুখে ওমর মার্মাউশ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। দারুণ স্পট কিকে দলকে এগিয়ে নেন নরওয়ের স্ট্রাইকার হালান্ড। প্রিমিয়ার লিগে গত দুই আসরের সর্বোচ্চ গোলদাতার এবার গোল হলো ২১টি। তার চেয়ে ৬টি বেশি নিয়ে তালিকার শীর্ষে লিভারপুলের মোহামেদ সালাহ।
ম্যান সিটির এগিয়ে থাকার আনন্দ অবশ্য ২১ মিনিটেই শেষ হয়ে যায়। চমৎকার ফ্রি কিকে রক্ষণ দেয়াল ভেদ করে সমতা টানেন ব্রাইটনের ইকুয়েডরের ডিফেন্ডার পারভিস এস্তোপিনান। আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে ৩৯ মিনিটে আবার এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ইলকাই গুনদোয়ানের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন মিশরীয় ফরোয়ার্ড ওমর মার্মাউশ। প্রথমার্ধে সমানতালে লড়াই করা এবং প্রতিপক্ষের চেয়ে গোলে বেশি শট নেওয়া ব্রাইটন ৪৮ মিনিটে আবার সমতায় ফেরে। গোলটিতে অবশ্য সিটির দুর্ভাগ্যই বড় ভূমিকা রাখে। কাছ থেকে তরুণ মিডফিল্ডার জ্যাক হিনশেলউডের শট লক্ষ্যে ছিল না। কিন্তু জটলার মধ্যে বল সিটি ডিফেন্ডার আব্দুখোদির কুজানভের পায়ে লেগে জালে জড়ায়।
ঘর সামলানোয় ব্যস্ত সময় কাটানোর মাঝে কয়েকবার পাল্টা আক্রমণে উঠলেও দ্বিতীয়ার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি ম্যানচেস্টার সিটি। ২৯ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নিউক্যাসল ইউনাইটেড।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে মানব বন্ধনে উচ্ছেদ আতঙ্কগ্রস্থ হাজারো নারী পুরুষ

আনোয়ারায় বেড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাল সংগ্রহ না করে ডব্লিউকেসি দিলেন গুদাম কর্মকর্তা

শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ

মায়ের সাথে দূর্ব্যবহারের জেরে চাচাকে ছুরিকাঘাত ভাইপোর

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন যুবক গ্রেপ্তার

আশুলিয়ায় স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬, স্বর্ণ-টাকা উদ্ধার

টেকসই শাসনব্যবস্থা নিশ্চিত করতে আলেম সমাজকে নীতি নির্ধারণে যুক্ত করতে হবে

আর্জেন্টিনার হয়ে গলা ফাটাবেন মেসি

গাজার উপ-স্বরাষ্ট্রমন্ত্রী নিহত, ইসরাইলের ভয়াবহ হামলা

শ্যামনগরে সাংবাদিক সমাবেশ: নিরাপদ কর্মপরিবেশের দাবি

দোয়ারাবাজারে ঝড়ের তান্ডবে তছনছ মাদ্রাসা খোলা মাঠে পাঠদান!

আছিয়ার শোকে ভারসাম্যহীন বাবার পাশে তারেক রহমান

সুনামগঞ্জে বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবিতে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের মানববন্ধন

তুলসীর বক্তব্যে দ্বিমত ফ্রান্স! বাংলাদেশের প্রতিবাদ শেয়ার করল ফরাসি দূতাবাস

হুথিদের হামলার জন্য ইরানকেই দায়ী করলেন ট্রাম্প

সালথায় চাঁদা না দেওয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর কর্মচারীর বদলি

দৌলতখানে দুই লাখ মানুষের স্বাস্থ্যসেবায় ডাক্তার মাত্র ২ জন

ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি ড. মনজুর রহমান