আসছেন বাংলাদেশের হামজা
১৭ মার্চ ২০২৫, ১২:১০ এএম | আপডেট: ১৭ মার্চ ২০২৫, ১২:১০ এএম

বাংলাদেশের ফুটবলে বহুল প্রতিক্ষার অবসান ঘটছে আজ। এদিন দেশে আসছেন ইংলিশ প্রিমিয়ার লিগে শেফিল্ডে ধারে খেলা লেস্টার সিটির বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। যে খবর এখন ‘টক অব দ্য কান্ট্রি’। আজ সকাল ১১টা ৪০ মিনিটে ম্যানচেষ্টার থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চড়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন হামজা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা প্রবাসী এই ফুটবলারকে বিমান বন্দরে স্বাগত জানাতে দুই দিন আগেই সিলেট পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় বিমান বন্দরে প্রবেশের পর সেখান থেকে হামজাকে সঙ্গে নিয়ে গাড়ির বহর যাবে তার বাবার বাড়ি হবিগঞ্জে। দুই দিন পূর্বপুরুষের বাড়িতে কাটাবেন হামজা দেওয়ান চৌধুরী।
এর আগে বাংলাদেশে বহুবার এসেছেন হামজা। শিশু বয়স থেকে বাংলাদেশে নিয়মিত আসছেন বিশ্বের সর্বোচ্চ লিগে খেলা হামজা। ১৯৯৭ সালে জন্মগ্রহণের পর ২০০১ সাল থেকে বাংলাদেশে নিয়মিতই আসা শুরু হয় হামজার। প্রতি বছরই নাকি বাহুবলের স্নানঘাট গ্রামে এসেছেন। হামজা শেষবার হবিগঞ্জের স্নানঘাটে আসেন ২০১৪ সালে। তবে এবার তার দেশে আগমনটা বিশেষ উপলক্ষ্যে। আসন্ন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে শক্তিশালী ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে হামজার। যা নিয়ে দেশবাসীর সঙ্গে রীতিমতো শিহরিত তার পরিবারও। হামজার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরী আগেই চলে এসেছেন হবিগঞ্জে। হামজার আসা উপলক্ষ্যে হবিগঞ্জে তাদের বাড়িতে পড়ছে রংয়ের শেষ আচড়। কারণ মা, স্ত্রী, দুই ভাই ও সন্তানসহ ৯ সফরসঙ্গী নিয়ে দেশে আসছেন প্রবাসী এই ফুটবলার। হামজার ইচ্ছা, বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচটা যেন পরিবারের সবাই স্টেডিয়ামে বসে দেখতে পারেন। ২৫ মার্চ শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেখানে হামজার সফরসঙ্গী হতে পারেন পরিবার ও নিকটাতœীয়সহ ১৬ থেকে ১৭ জন।
ইংলিশ ফুটবলে বেড়ে ওঠা এই তারকার দেশে আগমনে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে। জানা গেছে, সময়ের সীমাবদ্ধতার কারণে হামজার জন্য আলাদা সংবর্ধনার আয়োজন না করলেও, সিলেটে অবতরণ থেকে শুররু করে ঢাকায় আসা এবং ভারতে যাত্রা পর্যন্ত তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বাফুফে। এ প্রসঙ্গে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গতকাল বলেন, ‘হামজা আগামীকাল (আজ) সিলেট পৌঁছানোর পর বাফুফের কয়েকজন নির্বাহী সদস্য তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি হবিগঞ্জের উদ্দেশে রওনা হবেন, যেখানে তার যাতায়াতের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। তার নিরাপত্তার জন্য সার্বক্ষণিক একজন অফিসিয়ালও দায়িত্ব পালন করবেন।’ হামজাকে বরণ করতে ঢাকা থেকে সিলেটে দু’দিন আগেই হাজির হন বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, ইমতিয়াজ হামিদ সবুজ, কামরুল হাসান হিলটন ও সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। হবিগঞ্জে দুই দিন অবস্থান করে ১৯ মার্চ দুপুরে ঢাকায় পৌঁছে টিম হোটেলের ক্যাম্পে যোগ দেবেন হামজা চৌধুরী। ওই দিন দুপুরেই অফিশিয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। তার আগে সকালে দলীয় ফটোসেশন হবে। এরপর বিকাল বা সন্ধ্যায় মাঠের অনুশীলনে নামার কথা রয়েছে হামজার। দলের অনুশীলনের ব্যাপারটি অবশ্য নির্ভর করছে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার ওপর। এ বিষয়ে ফাহাদ করিম বলেন, ‘আমরা তো চাই হামজা ঢাকায় একদিন অনুশীলন করুক। এখন ক্যাম্প চলাকালীন সব সিদ্ধান্ত তো কোচের। অনুশীলন হবে, নাকি জিম সেশন হবে সেটা নির্ধারণ করবেন কোচ ক্যাবরেরাই।’
হামজা দেওয়ান চৌধুরী একজন ক্যারিবিয়ানের সন্তান। মা রাফিয়া চৌধুরীর বিয়ে হয়েছিল একজন ক্যারিবিয়ানের সঙ্গে। কিন্তু সেখানে আর সংসার করা হয়নি তার। পরে মোরশেদ দেওয়ান চৌধুরীর সঙ্গে হামজার মা রাফিয়া চৌধুরীর বিয়ে হয়। এ প্রসঙ্গে মোরশেদ দেওয়ান চৌধুরী গণমাধ্যমকে বলেন,‘হ্যাঁ এটা সত্য। বায়োলজিক্যালি হামজা আমার সন্তান না। তার বাবা ওয়েস্ট ইন্ডিজের। তিনি ব্রিটিশ নাগরিক। আমি যখন হামজার মাকে বিয়ে করি তখন তার বয়স এক বছর।’
এক বছর বয়স থেকেই পিতৃস্নেহে হামজাকে বড় করেছেন মোরশেদ দেওয়ান চৌধুরী। নতুন বাবার বংশ পরিচয়ে হামজা দেওয়ান চৌধুরী নামে তার নাম রেজিস্ট্রেশন করা হয়। নতুন নামেই বেড়ে উঠেন তিনি। হামজা ছাড়াও মোরশেদ দেওয়ানের ঘরে আরও তিন সন্তান রয়েছে। এ বিষয়ে মোরশেদ দেওয়ান বলেন, ‘আমার তিন ছেলে ও এক মেয়ে। বড় ছেলে হামজা, মেয়ে তাসনিম এবং পরে আরও দুই ছেলে মেহেদী ও মাহী।’ মুসলিম ধর্ম ভালো লেগেছে হামজার। মোরশেদ দেওয়ান চৌধুরী ধর্মভীরু মানুষ। তার কাছ থেকেই ভালোমন্দ শিখে ইসলাম ধর্ম গ্রহণ করে বেড়ে উঠেছেন হামজা চৌধুরী।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইউএসএআইডি বন্ধ করে দেয়া ‘সম্ভবত অসাংবিধানিক’

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট কোন দেশের?

আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ চায় সউদী, নিন্দা রাশিয়ার

বিচার প্রক্রিয়ায় ধীরগতি

ঈদের ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ: এক জনের দোষ স্বীকার, অপরজন কারাগারে

পরিবেশগত ছাড়পত্র না থাকলেই ইটভাটা অবৈধ

অস্ত্র মামলায় ১৭ বছরের দ- থেকে খালাস লুৎফুজ্জামান বাবর

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক-ইনুসহ সাত জন বিভিন্ন মেয়াদে রিমান্ডে

তারেক রহমানসহ সব আসামির খালাস আদেশের বিরুদ্ধে আপিল

রাজধানির বিলাসি ব্র্যান্ডের আউটলেটে ভিড় বাড়ছে ক্রেতাদের

ধামরাইয়ে ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিল দুর্বৃত্তরা

রিমান্ড শেষে কারাগারে পলক, প্রতিমন্ত্রী এনাম ফের রিমান্ডে

হায়রানিমূলক ধর্ষণ মামলায় গ্রেফতারের প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল

ইফায় ফ্যাসিস্টের সহচরদের পদোন্নতি দেয়ার পাঁয়তারা

নারীর প্রতি সহিংসতা ভয়াবহতায় রূপ নিয়েছে মহিলা পরিষদ

পাঁচ পণ্য নিয়ে ঢাকায় ‘জনতার বাজার’ উদ্বোধন

ড. ইউনূসের আপিলের রায় ২৩ এপ্রিল

ঈদ নিরাপত্তায় ডিএমপি ১৪ নির্দেশনা

জাগপা’র নিবন্ধন ফেরত দিতে ইসিকে নির্দেশ