শিলংয়ে হামজা-জামালরা
২১ মার্চ ২০২৫, ১২:৫০ এএম | আপডেট: ২১ মার্চ ২০২৫, ১২:৫০ এএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলংয়ের জহরলাল নেহরু স্টেডিয়ামে আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচকে সামনে রেখে গতকাল সকালে ঢাকা থেকে রওয়ানা হয়ে কলকাতায় কয়েক ঘণ্টা যাত্রা বিরতির পর অন্য একটি ফ্লাইটে চড়ে স্থানীয় সময় বিকাল ৪টায় শিলং বিমানবন্দর পৌঁছায় বাংলাদেশ দল। বর্তমানে শিলংয়ের টিম হোটেলে অবস্থান করছেন হামজা দেওয়ান চৌধুরী-জামাল ভূঁইয়ারা। শিলংয়ের টিম হোটেলে বাংলাদেশ দলের ফুটবলারদের বরণ করে নেয় ভারতীয় কর্তৃপক্ষ। কাল বিশ্রামে থাকার পর আজ যথারীতি অনুশীলনে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে প্রথমবার খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা। এর আগে ১৭ মার্চ লন্ডন থেকে সিলেটে পৌঁছান তিনি। নিজ জেলা হবিগঞ্জে এক রাত কাটিয়ে ১৮ মার্চ রাতে যোগ দেন বাংলাদেশ দলের ক্যাম্পে। পরের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অংশ নেওয়ার পর রাতে এক সেশন অনুশীলন করেন হামজা। এরপর কাল সকালে দলের সঙ্গে ভারতের উদ্দেশ্যে রওনা হন তিনি।
আন্তর্জাতিক নিয়ম অনুসারে ফুটবলে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হয়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগেও বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দল চূড়ান্ত করতে পারেননি। ফলে বুধবার দুপুরে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন ক্যাম্পে থাকা ২৭ ফুটবলার। ওইদিন সন্ধ্যায় শেষ অনুশীলনেও ছিলেন সবাাই। তবে ভারত যাত্রার আগে কাল সকালে ফ্লাইট ধরার পূর্বপ্রস্তুতি হিসেবে বুধবার রাতে লাগেজ গোছানোর সময়ে বাদ পড়েন ৩ জন। এরা হলেন- ফরোয়ার্ড আরিফ হোসেন, পিয়াস আহমেদ নোভা ও ডিফেন্ডাার তাজ উদ্দিন। ফলে ২৪ জন ফুটবলার নিয়ে ভারত যান। ম্যাচের আগের দিন ম্যানেজার মিটিংয়ে বাদ পড়বেন আরও একজন।
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিলেন কোচ ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুইজন চূড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। আর ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল ইসলামকে সউদীর ক্যাম্প শেষে ঢাকায় আনেননি কোচ। তায়েফ থেকে সরাসরি ইতালি ফিরে যান তিনি। জাতীয় দলে নতুন মুখের মধ্যে চূড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন।
বাংলাদেশের স্কোয়াড
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, কাজী তারিক রায়হান, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম ও আল আমিন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ইসরায়েলে আঘাত হেনেছে গাজা থেকে ছোড়া একাধিক রকেট

৫ বছর পর গোলহীন ম্যানচেস্টার ডার্বি

মার্কিন শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব ভিয়েতনামের : ট্রাম্পের জন্য কি তা যথেষ্ট হবে?

প্রতারণার দায়ে ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

‘শূন্য শুল্ক পরিস্থিতি’ ও যুক্তরাষ্ট্র-ইউরোপের ‘মুক্ত বাণিজ্য অঞ্চলের’ পক্ষে ইলন মাস্ক

মানবপাচার রোধে বাংলাদেশ নিজ প্রতিশ্রুতিতে অটল :স্বরাষ্ট্র উপদেষ্টা

বিপুল পরিমাণ গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ : বেশ ক’জন গ্রেফতার

মিয়ানমারের ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৪৫৫ ইউএসএআইডির তিন কর্মী বরখাস্ত

ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাস নিয়ে আসিফ নজরুলের উদ্বেগ

নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে : সিইসি

আওয়ামী লীগপন্থী ৭২ আইনজীবী কারাগারে, ১১ জনের জামিন

বাঁশখালীতে বিষ দিয়ে বোনের ধান ক্ষেত জ্বালিয়ে দিলো ভাই

নতজানু ও দলকানা সাংবাদিকতা ফ্যাসিবাদের উত্থান ঘটায় -কাদের গণি

কুষ্টিয়ায় ধর্ষণের শিকার সেই শিশুর ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি -প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ

আসামিদের ছাড়িয়ে নিতে জীবননগর থানা ঘেরাও

টাকার লোভে আ.লীগকে ফিরিয়ে আনতে চাইছে কিছু রাজনৈতিক দল -নজরুল ইসলাম খান

গফরগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চুয়েটে লেভেল-১ স্নাতক কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু ৯ এপ্রিল

নাটোরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা