বিশ্বকাপের চাইতে বেশি পাবে ক্লাব বিশ্বকাপজয়ীরা!
২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৫, ১২:০৪ এএম

নতুন ফরমেটে ৩২ ক্লাবের অংশগ্রহনে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপের আসর। নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপের বিশাল অর্থ পুরস্কারের অঙ্ক আগেই জানিয়েছিলো ফুটবলের নিয়ন্তক সংস্থা ফিফা। বুধবার চ্যাম্পিয়নের পুরস্কারের অঙ্কটা জানাল সংস্থাটি। অভিষেক আসরে মোট ১০০ কোটি আর্থিক পুরস্কারের কথা চলতি মাসের শুরুতে জানিয়েছিল ফিফা। আসরের চ্যাম্পিয়ন দল পাবে সর্বোচ্চ সাড়ে ১২ কোটি ডলার পুরস্কার। এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এই টুর্নামেন্টের আয়ের কোনো অর্থ ফিফা রাখবে না, আয়ের পুরো অর্থ ক্লাব ফুটবলে ভাগ করে দেওয়া হবে। এই টুর্নামেন্টের ব্যয়ের জন্য ফিফার রিজার্ভেও হাত দেওয়া হবে না, যে অর্থ ২১১ ফিফা সদস্য দেশের মাধ্যমে বিশ্বব্যাপী ফুটবল উন্নয়নের জন্য রাখা হয়েছে।’ আসছে আসরে পুরস্কারের মোট ১০০ কোটির মধ্যে ৫০ কোটি ডলার অংশগ্রহণ করা সব ক্লাবকে দেওয়া হবে এবং এর পরিমাণ নির্ধারণ করা হবে প্রতিটি ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক মানদ-ের ভিত্তিতে। ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনের সঙ্গে মিলে ফিফার তৈরি একটি ব্যবস্থাপনা অনুযায়ী ছোট ক্লাবগুলোর চেয়ে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি বেশি অর্থ পাবে। বাকি ৪৭ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে পারফরম্যান্সের ভিত্তিতে। যে দল সম্ভাব্য সাত ম্যাচের মধ্যে বেশি জিতবে তারা বেশি অর্থ পাবে।
এদিকে, ফিফার কাছে ‘জুনের সূচি’ পরিবর্তনের অনুরোধ জানিয়েছেন ইংল্যান্ডের নতুন কোচ টমাস টুখেল। ক্লাব ও জাতীয় দলের অনেক ম্যাচের ভিড়ে মৌসুম জুড়ে খেলোয়াড়দের বিশ্রামের কোনো সুযোগ নেই বললেই চলে। সেখানে জুন মাসেও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা থাকলে মৌসুম শেষে লম্বা বিরতিটাও পাবেনা খেলোয়াড়রা। দিনে দিনে ফুটবল দুনিয়ায় কোচ-খেলোয়াড়দের ব্যস্ততা বেড়েই চলেছে। এর মূল কারণ আর কিছু নয় নতুন নতুন টুর্নামেন্টের আয়োজন। যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে খেলোয়াড়দের ওপর বাড়ছে তাদের চোটে পড়ার আশঙ্কা। অনেক দিন ধরে বিষয়টি নিয়ে কথা বলছেন ক্লাবগুলোর কোচ ও খেলোয়াড়রা। কিন্তু সেসব খুব একটা আমলে নিচ্ছেন না ফুটবলের নিয়ন্তক সংস্থার কর্তারা। তাদের প্রতি নতুন করে আরেকটা অনুরোধ করলেন টুখেল। অন্তত জুনের আন্তর্জাতিক ফুটবলের সূচি অন্য সময়ে নেওয়ার অনুরোধ করেছেন যাতে লম্বা মৌসুম শেষে টানা কিছুদিন ছুটি কাটাতে পারে খেলোয়াড়রা। টুখেল বলেন, ‘জুনের সূচি কারোর জন্যই ভালো কিছু নয়, বিশেষ করে খেলোয়াড়দের জন্য। খেলোয়াড়দের ভালোর জন্য, ফিফা চাইলে ওই সময়ের ম্যাচগুলোর অন্য কোনো উইন্ডো খুঁজে নিতে পারে। খেলোয়াড়রা কতগুলো ম্যাচ খেলছে, সে বিষয়ে আমি অতটা চিন্তিত নই। আমার দুর্ভাবনার বড় কারণ হলো, তারা কখনোই টানা তিন-চার সপ্তাহের ছুটি পায় না এটাই সমস্যা।’ ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেইনও একই কারণে খেলোয়াড়দের নিয়ে চিন্তিত। তবে তিনি মনে করেন, ক্লাব কর্তৃপক্ষ ও কোচরা মিলে এই পরিস্থিতি সামলে নেওয়ার সম্ভব। তার মতে, ‘ক্লাবের দৃষ্টিকোণ থেকে আরও বেশি অর্থ আয়ের পক্ষে যুক্তি দেখানো হয়। পাশাপাশি খেলোয়াড়দের মঙ্গলের একটা বিষয়ও আছে, আর সেটা বেশি চোটে পড়া এড়িয়েই সম্ভব। তবে আমার মনে হয় না খেলোয়াড়দের কথায় খুব একটা গুরুত্ব দেওয়া হয়। আমি ফুটবল খেলতে ভালোবাসি, তাই খেলার বিষয়ে আমি কখনও অভিযোগ করব না। ক্লাব ও কোচরা মিলে সমস্যাটা যদি ভালোমতো সামলাতে পারে, তাহলে নির্দিষ্ট কিছু সময়ে খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া সম্ভব।’ এই মাসের সূচিতেই ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে পথচলা শুরু করেছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে আলবেনিয়াকে ২-০ ও লাটভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশরা। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘কে’ গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আলবেনিয়া।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

নেতাদের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

ঈদের দিনেও রক্তাক্ত পাকিস্তান, একাধিক সংঘর্ষে নিহত ৬

কেমন ছিল অটোমানদের ঈদ উৎসব?

ইবি ক্যাম্পাসে ঈদ-উল-ফিতর উদযাপিত

হাসপাতালে ঈদ কাটানো রোগীদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ঈদের ২য় দিনেও চলবে ডিএনসিসির ঈদমেলা

ঈদে ভক্তদের কি বার্তা দিলেন চার খান?

খেলাধূলার কোন বিকল্প নেই : বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা

ঝিনাইদহের শৈলকূপায় ঈদ আনন্দ র্যালি অনুষ্ঠিত

ঈদের জামাতে আসিফ কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, জানা গেল কারণ

ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

কিশোর গ্যাংয়ের হামলায় হাফেজ ফারুকের ঈদ পরিণত হল বিষাদে!

শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে : সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক

১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে ৭ দিনের জাতীয় শোক

এপ্রিলেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

ঈদে বিভিন্ন সেনা ক্যাম্প ও সিএমএইচ পরিদর্শন সেনাপ্রধানের

রামুতে গরু পাচারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত