প্রতিশোধের ম্যাচে শীর্ষস্থান মজবুত করলো বার্সা
২৯ মার্চ ২০২৫, ০১:০৫ এএম | আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০১:০৫ এএম

প্রতিশোধ নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো বার্সেলোনা। বৃহস্পতিবার ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা। দুই দলের প্রথম দেখায় প্রতিপক্ষের মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সেলোনা। ঘরের মাঠে এবার মধুর প্রতিশোধ নিল হ্যান্সি ফ্লিকের দল। নিয়মিত একাদশের বেশ ক’জন খেলোয়াড় ছাড়াই ম্যাচ জিতে নিলো বার্সা। আক্রমণাত্মক ফুটবলে সহজ জয়ে লা লিগার শীর্ষ স্থান সুসংহত করল তারা। শুরু থেকে একের পর এক আক্রমণে ওসাসুনাকে ভীষণভাবে চেপে ধরে বার্সেলোনা। গোলও পেয়ে যায় দ্রুত। একাদশ মিনিটে ফ্রেংকি ডি জংয়ের রক্ষণ চেরা পাস পেয়ে চলতি বলেই ক্রস করেন আলেসান্দ্রো বালদে। দুই জনের কড়া পাহারার মধ্যেই ছুটে গিয়ে সøাইডে জাল খুঁজে নেন ফেরান তোরেস। তিন মিনিট পর ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ নষ্ট করেন তিনি। লামিনে ইয়ামালের দারুণ পাসে গোলরক্ষক সার্জিও হেরেরাকে একা পেয়ে যান তিনি। কিন্তু কাজে লাগাতে পারেননি সুযোগ। ২১ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ওলমো। স্প্যানিশ এই ফরোয়ার্ডকে ওসাসুনা গোলরক্ষক ফাউল করায় পেনাল্টি পায় বার্সেলোনা। ওলমোর প্রথম শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন হেরেরা। কিন্তু শট নেওয়ার আগেই সফরকারীদের একজন ডি বক্সে ঢুকে পড়ায় ফের শট নেওয়ার সুযোগ পান স্প্যানিশ ফরোয়ার্ড। একদম বার ঘেঁষে একই দিকে শট নেন তিনি আর গোলরক্ষক ঝাঁপ দেন উল্টো দিকে। গোল করার পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি ওলমো। মৌসুমে তৃতীয়বারের মতো চোট পেয়ে ২৭ মিনিটে মাঠ ছাড়েন তিনি। বদলি নামেন ফার্মিন লোপেস। ২৯ মিনিটে পেদ্রির ক্রসে খুব কাছ থেকে ঠিক মতো শট নিতে পারেননি তোরেস। দুই মিনিট পর ইয়ামালের আড়াআড়ি শট বেরিয়ে যায় দূরের পোস্টের কাছ দিয়ে। ৩৯ মিনিটে একটুর জন্য জালের দেখা পাননি তোরেস। তার চমৎকার ফ্রি কিক ব্যর্থ হয়ে যায় ক্রসবারে লেগে। একই ছন্দে শুরু করা দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। ৪৭ মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি পেদ্রি। পরের মিনিটে কর্নার থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি ওসাসুনা ডিফেন্ডার জর্জ হেরান্দো। গোলের জন্য সফরকারীদের এটাই প্রথম শট। পাল্টা আক্রমণে বার্সেলোনার বদলি নামা পাবলো তোরের শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। ৫৬ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন তোরেস। ৬০ মিনিটে বদলি নামার পরের মিনিটে সুযোগ পান ওসাসুনা ফরোয়ার্ড মোই গোমেজ। চমৎকার সøাইডে কর্নারের বিনিময়ে তার শট ফিরিয়ে দেন এরিক গার্সিয়া। এরপর কিছুক্ষণ আক্রমণাত্মক ফুটবলে ব্যবধান কমানোর চেষ্টা করে ওসাসুনা। গোমেজের সঙ্গে আসরে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আন্তে বুদেমির বদলি নামার পর বাড়ে দলটির আক্রমণের ধার। তবে চাপ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৭৭ মিনিটে চমৎকার পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ায় বার্সেলোনা। নিজেদের ডি বক্সের সামনে থেকে বাড়ানো বল ধরে লোপেস দারুণ ক্রসে খুঁজে নেন লেভানডস্কিকে। অসাধারণ হেডে বাকিটা সারেন ছন্দে থাকা পোলিশ স্ট্রাইকার। চলতি আসরে এটি তার ২৩তম গোল। ৮৬ মিনিটে স্কোর লাইন ৪-০ করার সহজ সুযোগ হাতছাড়া করেন পাউ ভিক্টর। গোলরক্ষককে একা পেয়ে অনেকটা তার বরাবরই শট নেন এই তরুণ। ২৮ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল আর ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরেই আছে ওসাসুনা।
এদিকে ,ম্যাচ জিতেও স্বস্তিতে নেই বার্সেলোনা। ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ফিফার নিয়ম ভাঙ্গার অভিযোগ উঠেছে কাতালান দলটির বিপক্ষে। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে ওসাসুনা আপিল করার কথা ভাবছে বলে খবর প্রকাশিত হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। এই ম্যাচে বার্সেলোনার হয়ে ইনিগো মার্টিনেজের খেলা নিয়েই আপত্তি তুলেছে ওসাসুনা। চলতি মাসে উয়েফা নেশন্স লিগের দুই লেগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে স্পেন দলে ডাক পেয়েছিলেন মার্টিনেজ। কিন্তু হাঁটুর চোটের কারণে পরে দল থেকে ছিটকে পড়েন তিনি। ফিফার নিয়ম অনুযায়ী যদি কোনো খেলোয়াড় চোটের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন বা প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে আন্তর্জাতিক উইন্ডোর শেষ ম্যাচের পর পাঁচ দিন ক্লাবের হয়ে তিনি খেলতে পারবেন না, যদি না ফেডারেশন এই ক্ষেত্রে ওই খেলোয়াড়কে খেলার অনুমতি দেয়। এবারের আন্তর্জাতিক বিরতিতে স্পেনের শেষ ম্যাচ ছিল গত রোববার ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ম্যাচের চার দিন আগে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো ও কোপ এর খবর, বার্সেলোনার বিরুদ্ধে ফিফার নিয়ম ভাঙ্গার অভিযোগে ফেডারেশনের কাছে আপিল করার কথা বিবেচনা করছে ওসাসুনা। নিয়ম অনুযায়ী যদি মার্টিনেজ এই ম্যাচে খেলার অযোগ্য বলে বিবেচিত হন তাহলে ওসাসুনার বিপক্ষে জয় থেকে বার্সেলোনার পয়েন্ট কাটা হতে পারে বা ম্যাচটি বাজেয়াপ্ত হতে পারে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

নেতাদের সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

ঈদের দিনেও রক্তাক্ত পাকিস্তান, একাধিক সংঘর্ষে নিহত ৬

কেমন ছিল অটোমানদের ঈদ উৎসব?

ইবি ক্যাম্পাসে ঈদ-উল-ফিতর উদযাপিত

হাসপাতালে ঈদ কাটানো রোগীদের পাশে বিএনপি নেতৃবৃন্দ

ঈদের ২য় দিনেও চলবে ডিএনসিসির ঈদমেলা

ঈদে ভক্তদের কি বার্তা দিলেন চার খান?

খেলাধূলার কোন বিকল্প নেই : বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা শাহজাহান মিঞা

ঝিনাইদহের শৈলকূপায় ঈদ আনন্দ র্যালি অনুষ্ঠিত

ঈদের জামাতে আসিফ কেন আলাদা কাতারে দাঁড়িয়েছিলেন, জানা গেল কারণ

ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

কিশোর গ্যাংয়ের হামলায় হাফেজ ফারুকের ঈদ পরিণত হল বিষাদে!

শহীদ তামীম ও শহীদ সিফাতের পরিবারের সাথে জামায়াত আমীরের সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনই দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে : সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে থাকবে বিএনপি : আমিনুল হক

১৭ বছর পরে জাতীয় ঈদগাহে নামাজ আদায় করলেন সরকারপ্রধান

মিয়ানমারে ভূমিকম্পে নিহতদের স্মরণে ৭ দিনের জাতীয় শোক

এপ্রিলেও অপরিবর্তিত থাকবে জ্বালানি তেলের দাম

ঈদে বিভিন্ন সেনা ক্যাম্প ও সিএমএইচ পরিদর্শন সেনাপ্রধানের

রামুতে গরু পাচারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত