ফের সাফ সভাপতি পদে লড়বেন সালাউদ্দিন
০৬ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

লাল-সবুজ ফুটবলের জীবন্ত কিংবদন্তী কাজী মো. সালাউদ্দিন। যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) টানা চারবার সভাপতি ছিলেন। পঞ্চম মেয়াদে আর নির্বাচন করেননি তিনি। গত বছরের অক্টোবরে বাফুফের সবশেষ নির্বাচনে সালাউদ্দিন প্রার্থী না হওয়ায় বিপুল ভোটে জিতে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল। তবে বর্তমানে বাফুফেতে না থাকলেও ২০০৯ সাল থেকে ঠিকই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি সালাউদ্দিন। সাফেরও টানা চারবারের সভাপতি তিনি। ২০২৬ সালে সাফে তার চতুর্থ মেয়াদ শেষ হতে যাচ্ছে। বাফুফেতে না পারলেও সভাপতি পদে সাফে ঠিকই পঞ্চম মেয়াদে নির্বাচন করতে যাচ্ছেন সালাউদ্দিন। সাফের বিশেষ সাধারণ সভা শেষে গতকাল শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। আগের দিনই সাফের নির্বাচনকালীন সময় বয়সসীমা প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভার মূল আলোচ্য সূচি ছিল সাফের গঠনতন্ত্র সংশোধন। আগের গঠনতন্ত্রে সাফের নির্বাচনকালীন সময় বয়স ৭০ বছরের নিচে থাকা বাধ্যতামূলক ছিল। তবে বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে বয়সের এই সীমা তুলে দেওয়া হয়েছে। এরপর নির্বাহী কমিটির সভাতে একজন সংগঠকের টানা নির্বাচন করার বাধা তুলে নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন সালাউদ্দিন। ফলে পঞ্চমবারের মতো সাফ সভাপতি পদে দাঁড়াতে আর কোন বাধা থাকছে না তার। সালাউদ্দিন কাল বলেন,‘বয়সসীমা উঠে গেছে। এখন টানা কয়েকবার নির্বাচনে বাধাও থাকবে না। সাফের আাগামী নির্বাহী সভাতে এটা পাস হবে। এমন অবস্থায় আমি ২০২৬ সালে পঞ্চম মেয়াদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’ টানা পঞ্চমবার নির্বাচন করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি যখন সাফের সভাপতি হই, সে সময় টুর্নামেন্ট কম ছিল। এখন প্রতি বছরে অনেক টুর্নামেন্ট হচ্ছে। সাফের সিনিয়র আসরটি হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক করতে যাচ্ছি। জুনেও এটা প্রথমবার হতে পারে বলে সম্ভাবনা রয়েছে। এছাড়া সাফে ক্লাব চ্যাম্পিয়নশিপ হবে। আমাদের হাতে স্পনসর রয়েছে। সাফের সব দেশ আমাকে নতুন মেয়াদে সভাপতি হতে সমর্থন দিয়েছে। এএফসি সভাপতিও বলেছেন কাজগুলো সম্পন্ন করে যেতে, আরেক মেয়াদ থাকতে। এবার বাফুফেতে থাকা হয়নি। তবে সাফে ২০২৬ সালে নতুন মেয়াদে নির্বাচন করবো।’
সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনে (সাফ) নির্বাচন করতে হলে বাফুফের সমর্থন প্রয়োজন হবে। সালাউদ্দিনের বিশ্বাস সেই সমর্থন তিনি পাবেন। তার কথায়, ‘এখনও পর্যন্ত বাফুফে থেকে আমার প্রতি সমর্থন রয়েছে। অন্য কেউ দাঁড়াবে বলে শুনিনি। তাই আমি আবারও সাফে নির্বাচন করবো। আশা আছে, বাফুফের সমর্থন পাবো কোনো সমস্যা হবে না। আর সাফের অন্যদেশগুলো আমাকে সমর্থন দিয়ে রেখেছে। যদি অন্য দেশগুলো সমর্থন না দিতো তাহলে তো বয়সসীমা প্রত্যাহার হতো না।’
সালাউদ্দিন ১৯৫৪ সালের ২৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। আগের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালে সাফ নির্বাচনের সময় ৭২ বছর বয়সে তিনি ভোটযুদ্ধের জন্য অযোগ্য ছিলেন। গঠনতন্ত্র সংশোধন হয়ে বয়সসীমা উঠে যাওয়ায় এখন সালাউদ্দিন নির্বাচনের জন্য যোগ্য বিবেচিত হবেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সদরপুরে জাটকা রক্ষার অভিযানে ৪০০ মিটার অবৈধ বাঁশের বাঁধ উচ্ছেদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন