বায়ার্ন ছাড়ছেন ‘বাভারিয়ান মুলার’
০৬ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০৩ এএম

পেশাদার খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের শুরুটা সেই ২০০০ সাল থেকে। উন্মুক্ত ফুটবল বাজারের দীর্ঘ এই সময়ে মাত্র দুটি জার্সি গায়ে চড়িয়েছেন থমাস মুলার। একটি জার্মানির, আরেকটি বায়ার্ন মিউনিখের। গত বছর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া মুলার এবার বায়ার্নকেও বিদায় জানানোর পথে। ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, চলতি মৌসুম শেষেই বায়ার্ন ছাড়তে চলেছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষও।
২০০০ সালে বায়ার্ন একাডেমিতে যোগ দেওয়া মুলার ক্লাবটির সঙ্গে আছেন টানা ২৫ বছর। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এক ক্লাবে সবচেয়ে বেশি সময় খেলা চালিয়ে যাওয়ার রেকর্ডটা মুলারের। তার পর তালিয়ায় আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোকে, যিনি ক্লাবটিতে আছেন ২০০৯ থেকে। ২০২৪-২৫ মৌসুম শেষে বায়ার্ন থেকে বিদায়ের খবর জানিয়ে ক্লাবের বিবৃতিতে নিজের অনুভূতি তুলে ধরেছেন মুলার। মাত্র ১০ বছর বয়স থেকে বায়ার্নের সঙ্গে বেড়ে ওঠার প্রসঙ্গ তুলে বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলেছেন, ‘আজকের দিনটা আমার অন্য সব দিনের মতো নয়। বায়ার্ন মিউনিখের খেলোয়াড় হিসেবে আমার ২৫ বছরের পথচলা এই গ্রীষ্মে শেষ হতে চলেছে। এটা এক অবিশ্বাস্য যাত্রা ছিল, যা অনন্য সব অভিজ্ঞতা, দুর্দান্ত সব লড়াই এবং অবিস্মরণীয় সব জয়ে ভরা। আমার ভালোবাসার ক্লাবে এমন ক্যারিয়ার গড়তে পেরে আমি খুবই কৃতজ্ঞ এবং আনন্দিত। এই ক্লাব ও এর চমৎকার সমর্থকদের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক আজীবন থাকবে।’
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা বায়ার্নের সিনিয়র দলের হয়ে প্রথম খেলেন ২০০৮-০৯ মৌসুমে। গত ১৭ মৌসুমে বায়ার্নের যত অর্জন, সবকিছুর সঙ্গে ছিলেন এই ফরোয়ার্ড। এ সময়ে মুলার বুন্দেসলিগায় ১৫০টি সহ ৭৪৩ ম্যাচে মোট ২৪৭ গোল করেছেন। বাভারিয়ানদে হয়ে মোট ৩৩টি শিরোপা জিতেছেন মুলার। এর মধ্যে দুবার তিনি ট্রেবল জয়ের স্বাদ নিয়েছেন। এত এত ট্রফি জিতেছেন, কিন্তু সাফল্যের ক্ষুধা তার যেন একটুও কমেনি। বিদায়বেলায় আবারও শোনালেন জয়ের আকাক্সক্ষা। তার কণ্ঠে মিশে রইল গত বছর লিগ শিরোপা জিততে না পারার হতাশা এবং এবার সেই ‘শূন্যতা’ পূরণের প্রত্যয়, ‘লিগ ট্রফি মিউনিখে ফিরিয়ে আনতে এবং ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে (এবারের ফাইনাল হবে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়) আগামী সপ্তাহগুলোতে আমরা আমাদের সর্বোচ্চ নিংড়ে দেব।’
টানা ১১টিসহ মোট ১২টি বুন্দেসলিগা, ৬টি জার্মান কাপ, ৮টি জার্মান সুপার কাপ, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি উয়েফা সুপার কাপ এবং ২টি ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপায় নিজের ঝুলি সমৃদ্ধ করেছেন। বায়ার্নের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও বিশ্বকাপ জয়ী এই তারকার দখলে, সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৭৪৩টি ম্যাচ খেলেছেন তিনি। এমন এক তারকাকে বিদায়বেলায় প্রশংসায় ভাসিয়েছেন ক্লাবের সভাপতি হার্বার্ট হেইনার, ‘থমাস মুলারের ক্যারিয়ার হলো বাভারিয়ান রূপকথার সংজ্ঞা। সে বাভারিয়া ও বায়ার্নের সঙ্গে বেড়ে উঠেছে।’
নতুন ঠিকানায় পাড়ি জমানোর আগে আরও কিছু শিরোপা জেতার সুযোগ রয়েছে মুলারের। এক মৌসুম পর আবার বুন্দেসলিগার মুকুট মাথায় তোলার অভিযানে বেশ দারুণ অবস্থানে আছে বায়ার্ন; ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা, দ্বিতীয় স্থানে থাকা বায়ার লেভারকুজেনের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে। আর চ্যাম্পিয়ন্স লিগে তারা উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। যুক্তরাষ্ট্রের মাটিতে নতুন আঙ্গিকে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আগামী ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই টুর্নামেন্ট খেলেই বায়ার্নে শেষ হবে ‘বাভারিয়ান মুলারে’র যাত্রা। এছাড়া, তার গৌরবময় ক্যারিয়ারের সম্মানে একটি বিদায়ী প্রীতি ম্যাচও আয়োজন করা হবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সদরপুরে জাটকা রক্ষার অভিযানে ৪০০ মিটার অবৈধ বাঁশের বাঁধ উচ্ছেদ

সালথায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০

প্রধান উপদেষ্টার সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের সিইও’র সাক্ষাৎ

ড. ইউনূসের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প

চীন ছাড়া সব দেশের ওপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

ট্রাম্পের শুল্কে বাংলাদেশে কমবে প্রবৃদ্ধি, বাড়বে শঙ্কা-অনিশ্চয়তা

কৃত্রিম বুদ্ধিমত্তায় নারীর ক্ষমতায়নে বিশ্বে শীর্ষে সউদী

দাঁত ভাঙ্গা জবাব চীনের

সেনাবাহিনীতে আরও রোবট নিয়োগ করছে রাশিয়া

ইমরান খানের সমর্থকদের বিক্ষোভ

ইনভেস্টমেন্ট সামিটে টেকসই অর্থনীতির ধারণা উপস্থাপন জামায়াতের

বাংলাদেশে সউদী আরবের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে -স্বরাষ্ট্র উপদেষ্টাকে সউদী রাষ্ট্রদূত

ট্রাম্প ও ওবামার মধ্যে জনপ্রিয়তায় কে এগিয়ে?

জাতিসংঘ-ওআইসির নিশ্চুপ ভূমিকা নিয়ে প্রশ্ন এনপিপির

তানজির ফাহিম জুম্মার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিকিউরিটি গার্ড আহত

ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার নিন্দায় লেজিসলেটিভ অ্যাসোসিয়েশন

পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা ডিএমপি কমিশনার

ডাকাতির পর হত্যা : ১০ আসামির ১০ বছর করে কারাদণ্ড

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের দুর্নীতির বিরুদ্ধে ছাত্র জনতার মানববন্ধন