এমিরেটসে রাইসের ইতিহাসের রাতে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
০৯ এপ্রিল ২০২৫, ০৫:০৮ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০৫:০৮ এএম

একবার নয়,কয়েক মিনিটের ব্যবধানে দুইবার ফ্রি কিক নিলেন ডোকলান রাইস।দুবারই নিখুঁত নিশানায় দারুণ বাকে বল পেল জালের দেখা।তার আগে পরে রিয়াল মাদ্রিদের উপর আক্রমণের ঝড় বইয়ে দিলেও ওই দুই শটেই যেন লেখা হয়ে যায় ম্যাচের নিয়তি।ঘরের মাঠে লস ব্লাংকোরাদের নিয়ে রীতিমতো ছেলেখেলাই করেছ গানর্সরা।
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ছিল পুরোপুরি আর্সেনালময়। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার তারা বিবর্ণ রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারালো।
২০১৯ সালের ২৪ জুলাই ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে দুই দলের সবশেষ দেখা হয়েছিল। ওই ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। তারও বহু বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও রিয়াল। ২০০৬ সালে ওইবার শেষ ষোলোর দ্বিতীয় লেগে রিয়ালকে ১-০ গোলে হারায় গানাররা। দুই লেগের অগ্রগামিতায় শেষ আটে ওঠে প্রিমিয়ার লিগ ক্লাব। ১৯ বছর পর আবার তারা রিয়ালকে হারালো।
প্রথমার্ধে তাও কিছু সুযোগ তৈরী করেছিল রিয়াল মাদ্রিদ।শুরুতে কিছুটা সময় নিলেও ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আর্সেনাল। তবে প্রথম ৪৫ মিনিটে গোলের দেখা পায়নি স্বাগতিকেরা। এর মধ্যে বিরতির আগমুহূর্তে রাইসের হেড আর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট আটকে দেন কোর্তোয়া। আবার ৩১ মিনিটের সময় আর্সেনাল গোলকিপার ডেভিড রায়াকে একা পেয়েও বল তাঁর কাছেই দিয়ে সুযোগ নষ্ট করেন এমবাপ্পে।
বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট।একের পর এক আক্রমণে রিয়াল রক্ষণ কাপিয়ে দেয় গানার্সরা।৫৮তম মিনিটে আর্সেনাল ফ্রি কিক পেলে সেটিতে শট নেন ডেকলান রাইস। জোরের সঙ্গে নেওয়া বাঁকানো শট জাল নিচু হয়ে জালে জড়ায়। কোর্তোয়া ঝাঁপিয়েও নাগাল পাননি। আর্সেনাল ও ওয়েস্ট হাম ক্যারিয়ারে ৩৩৯ ম্যাচ খেলে এটিই রাইসের সরাসরি ফ্রি কিক থেকে প্রথম গোল।
নয় মিনিট পর কোর্তোয়ার ডাবল সেভের মাঝে গোললাইন থেকে বল ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি আলাবা। পরের মিনিটে গোললাইন থেকে বল ফিরিয়ে দেন বেলিংহ্যাম, ফের গোল হজম থেকে বেঁচে যায় রেয়াল!
তবে প্রবলভাবে চেপে ধরা আর্সেনাল ৭০তম মিনিটে ঠিকই ব্যবধান বাড়ায়। আরেকটি দুর্দান্ত ফ্রি কিকে জাল খুঁজে নেন রাইস! পোস্ট ঘেঁষে যাওয়া তীব্র গতির শট ফেরানোর কোনো সুযোগই ছিল না কোর্তোয়ার।
বিপজ্জনক জায়গায় আর্সেনাল দুটি ফ্রি কিক-ই পায় সাকাকে ফাউল করায়। প্রথমবার তাকে ফাউল করেন আলাবা, পরেরবার কামাভিঙ্গা।
রাইসই প্রথম খেলোয়াড়, যিনি চ্যাম্পিয়নস লিগ নকআউটে সরাসরি ফ্রি কিক থেকে দুটি গোল করেছেন। এর আগে রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, হাকিম জিয়েশরা করলেও সে সব নকআউটের ম্যাচ ছিল না।
পাঁচ মিনিট পর রেয়ালকে একরকম স্তব্ধ করে দেন মেরিনো। ডি বক্সের মাথায় মাইলস লুইস স্কেলির কাছ থেকে বল পেয়ে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার।
তবে তার আগেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় রিয়ালের এদুয়ার্দো কামাভিঙ্গাকে।
সেমিফাইনাল-চূড়ান্তের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, সান্তিয়াগো বার্নাব্যুতে।সেদিন অবিশ্বাস্য কিছু না করতে পারলে শেষ আট থেকেই বিদায় নিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

ফাঁস হয়েছে শুটিং দৃশ্য, স্যোশাল মিডিয়ায় ভাইরাল 'তান্ডব'

উখিয়ায় হঠাৎ বেড়েছে খুনখারাবি: এপ্রিলে খুন ও অস্বাভাবিক মৃত্যু ১৫

গাজায় নতুন করে ৪ লাখ ২৩০০০ হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত

গাজার যুদ্ধাহত দুই শিশু চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পৌঁছেছে

যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা স্থগিত

রাজস্থানকে বিদায় করে শীর্ষে মুম্বাই

উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, একাধিক তরুণী আটক

ইন্টারন্যাশনাল ইয়্যুথ প্রজেক্ট সাবমিশনে সেরা দশে শাবি শিক্ষার্থী মোফাজ্জল

দক্ষিণখানে সেনাবাহিনীর অভিযানে তাঁতী লীগ নেতা গ্রেফতার

হজ পারমিট ছাড়া হজ পালন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

দিল্লিতে প্রবল ঝড়-বৃষ্টিতে ১২০ ফ্লাইট বিলম্বিত, নিহত ৪

কাশ্মীরে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা : ভ্যান্স

নড়াইলে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক জেলা সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম

আল-আকসায় আবারও অবৈধ ইসরাইলি বসতকারীদের হামলা

আ.লীগ ও তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতেই হবে : নাহিদ

ফিলিস্তিনে অস্ত্র সরবরাহের অভিযোগে ৪ জনকে ২০ বছরের জেল দিয়েছে জর্ডান

আইজিপি ব্যাজে ভূষিত হলেন গোদাগাড়ী মডেল থানার ওসি রুহুল আমিন

টানা ৮ম রাতেও কাশ্মীরের পাক-ভারত সীমান্তে দু’দেশের সেনাদের মধ্যে গোলাগুলি

শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রীর এপিএস গ্রেপ্তার

কাশ্মীরে হামলায় ভারতের প্রতি ফের আন্তর্জাতিক তদন্তের আহ্বান পাক প্রতিরক্ষা মন্ত্রীর