চ্যাম্পিয়ন্স লিগে আজ কঠিন চ্যালেঞ্জের মুখে রিয়াল
১৬ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে টিকে থাকতে প্রত্যাবর্তনের নতুন গল্প লিখতে হবে রিয়াল মাদ্রিদকে। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব আর্সেনাল।
প্রথম লেগে ৩-০ গোলে হেরে খাঁদের কীনারে রিয়াল। সেমিফাইনালে যেতে বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে তিন গোলের ঘাটতি পূরণ করতে হবে প্রতিযোগিতার সফলতম দলটিকে। আর যদি আর্সেনাল কোনোভাবে একটি গোল দিয়ে দেয় তাহলে রিয়ালকে আসরে টিকে থাকতে গোল করতে হবে ৫টি!
কঠিন এই চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে দলের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপের কাছে গোল চাইলেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।
“সে (এমবাপে) খুবই ভালো অনুশীলন করেছে, খুবই অনুপ্রাণিত। তাকে আমাদের প্রয়োজন। আমাদের কেবল রক্ষণ সামলালে চলবে না, গোলও করতে হবে। অতীতের যেকোনো সময়ের চেয়ে আগামীকাল (বুধবার) তার গোল আমাদের বেশি প্রয়োজন।”
“আমাদের সবকিছুই প্রয়োজন, আমাদের যে মান আছে, তার সমন্বয় এবং সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। কোনো কিছুতেই ভুল করা যাবে না। দুঃসময়ে আত্মবিশ্বাস থাকা ও ভীষণ মনোযোগী হওয়া প্রয়োজন। দুঃসময়ে আরও বেশি প্রাণশক্তি থাকতে হবে।”
আর্সেনালের বিপক্ষে প্রত্যাশিত ফল মিলবে কি না, তা নিয়ে অনিশ্চিত হলেও রিয়াল কোচ বললেন, সেরাটা নিংড়ে দিতেই নামবে তার দল।
“আমি ছেলেদের সাথে এই ম্যাচের আবেগ নিয়ে কথা বলেছি, কেমন মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে, সেটা নিয়ে কথা বলেছি। অনুপ্রেরণা আছে এবং আমি চাই, যথেষ্ট শান্ত থেকে ছেলেরা এই ম্যাচের প্রস্তুতি নিক। কেবল একটা বিষয়ে আমরা নিশ্চিত নই যে, আমরা কাঙ্ক্ষিত ফল পাব কি না; কিন্তু নিশ্চিতভাবেই আমরা আমাদের সবটুকু ঢেলে দেব।”
মাঠে অনুপ্রেরণামূলক পরিবেশ তৈরি করতে ছাদ বন্ধ রাখার বিশেষ অনুরোধ জানিয়েছিল রিয়াল। উয়েফা তার অনুমোদন দিয়েছে। আনচেলত্তি মনে করেন, ছাদ বন্ধ রাখলে স্টেডিয়ামের শব্দ প্রতিধ্বনি আরও তীব্র হয়, যা খেলার পরিবেশকে রোমাঞ্চকর করে তোলে।
“শব্দগতভাবে থেকে এটা আলাদা, আরও বেশি আওয়াজ হয়, পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়। এটা খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগাতে পারে।”
গত মৌসুমেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একইভাবে ছাদ বন্ধ রেখে খেলেছিল মাদ্রিদ। সেই ম্যাচে দেরিতে দু’টি গোল করে জয় তুলে নেয় তারা। সেই অভিজ্ঞতার কথাই এবার মনে করিয়ে দিচ্ছেন আনচেলত্তি।
শুধু কি তাই? পরিস্থিতিটা যেন আর্সেনালের নাভিশ্বাস তুলে ছাড়ে, এমন পরিবেশ সৃষ্টি করতে মাঠে ১৬ বছরের কম বয়েসের শিশু, আর ৪০ বছরের বেশি বয়স্কদের আসতে নিরুৎসাহিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। সব মিলিয়ে আর্সেনালের বিপক্ষে আরও একটা কামব্যাকের গল্প লিখতে খেলার আগেই যা যা করা দরকার, তার সবকিছুই করছে রিয়াল।
তবে আছে শঙ্কাও। চলতি মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে চারটি ম্যাচ হেরেছে রিয়াল, সবশেষটি গত ৫ এপ্রিল, ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-১ গোলে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

স্ত্রীর জন্মদিন ভালোবাসায় সিক্ত করলেন বিরাট

সিরাজগঞ্জে মিনি ‘আয়নাঘর’, বন্দি নির্যাতনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

আনোয়ারায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আটক

বেরোবিতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

শেরপুরে বোরো ক্ষেতে সুলসুলি ও মাজরা পোকার আক্রমণ, ধানের মরা শীষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক!

দলে পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাবো: গাজী সালাউদ্দিন তানভীর

ফিজির প্রধানমন্ত্রীর কাছে ২৬ বাংলাদেশির অভিযোগ, তদন্তের নির্দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়-কালবৈশাখী ঝড়

ধান কাটায় আধুনিক যন্ত্রের ব্যবহার, পেশা ছাড়ছেন গোদাগাড়ীর কৃষি শ্রমিকেরা

অবরোধের কারণে গাজার স্বাস্থ্যখাতের পরিস্থিতি ভয়াবহ: ডাব্লিউএইচও

কিশোরগঞ্জে ইউপি সদস্যকে রাতের অন্ধকারে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

ফেসবুক বায়োতে ‘মেয়র’ পরিচয় যুক্ত করলেন ইশরাক

নরসিংদীর পলাশে পুকুরের পানিতে ভেসে উঠল স্কুল ছাত্রের মরদেহ

ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা বন্ধের নির্দেশ

গলাচিপায় হিমাগারের অভাবে নষ্ট হচ্ছে আলু, বিপাকে কৃষক

বেড়ানোর কথা বলে নারী শিশু পাচারের চেষ্টা, ভারতীয় পাচারকারী আটক

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

কাশ্মীর হামলার গোপন নথি ফাঁস! সরাসরি জড়িত ভারত, কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম?

গাজা সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান: আরএসএফ

বাংলাদেশ সীমান্তে ভারতীয় নিরাপত্তা জোরদার, শুরু যৌথ টহল