দিয়াজের জোড়া গোলে লিভারপুলের অনায়াস জয়
গত মৌসুমের অল্পের জন্য ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা হাতছাড়া হয়েছে লিভারপুলের। এবার সেই নিশ্চয়ই সেই আক্ষেপ ঘুচাতে চাইবে দলটি।মৌসুমের শুরুর আগে প্রস্তুতিটাও ভালোভাবে সারল লিভারপুল।
অ্যানফিল্ডে নিজেদের মৌসুম শুরুর আগে প্রস্তুতি ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন লুইস দিয়াজ।একবার করে জালের দেখা পেয়েছেন দিয়াগো জোটা ও ও ট্রে নায়োনি।
প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে পিছিয়ে চেয়ে পড়ে মূলত ম্যাচ...