স্বাধীনতা দিবস হ্যান্ডবলে সেরা আনসার

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

১৭ মার্চ ২০২৩, ০৮:৩৩ পিএম | আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০২:১৩ এএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা দিবস হ্যান্ডবল টুর্নামেন্টের নারী ও পুরুষ উভয় বিভাগে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ আনসার। শুক্রবার সকালে পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে নারী বিভাগের ফাইনালে আনসার ৫৬-৩০ গোলে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী দলের আলপনা সেরা খেলোয়াড় নির্বাচিত হন। একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনালে আনসার ৪০-৩৯ গোলে বর্ডার গার্ড বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতে নেয়। আনসারের গোলরক্ষক উচু সেরা খেলোয়াড়ের পুরস্কার পান।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাবেক সিনিয়র সচিব এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো: জাফর উদ্দীন। এসময় উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর,পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান তাপতুন নাসরীন এবং সম্পাদক মো. মকবুল হোসেন


বিভাগ : খেলাধুলা


আরও পড়ুন