যুব বিশ্বকাপের আয়োজন স্বত্ব কেড়ে নিল ফিফা

ইসলাম প্রীতিই কাল হলো ইন্দোনেশিয়ার!

Daily Inqilab স্পোর্টস ডেস্ক :

৩০ মার্চ ২০২৩, ১০:০৮ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১২:৫৫ এএম

চলতি বছর অনুষ্ঠিতব্য ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরায়েলকে খেলতে না দেয়াই কাল হলো ইন্দোনেশিয়ার জন্য। যে কারণে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজকের অধিকার হারালো তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গতপরশু এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এদিন মার্কিন সংবাদ সংস্থা সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপে ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানানোয় এ সিদ্ধান্ত নেয় ফিফা। এক বিবৃতিতে ফিফা জানায়, ‘বর্তমান প্রেক্ষাপটে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০২৩ এর আয়োজক হিসেবে ইন্দোনেশিয়ার নাম বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যত দ্রæত সম্ভব নতুন আয়োজক দেশের নাম ঘোষণা করা হবে। প্রতিযোগিতার সময়সূচীতে আপাতত কোনো পরিবর্তন আসছে না।’ বিবৃতিতে সিদ্ধান্তের কারণ সম্পর্কে কিছু না জানালেও ফিফা উল্লেখ করেছে যে, ইন্দোনেশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএসএসআই) বিরুদ্ধে বিধিনিষেধ আরোপের সম্ভাবনা রয়েছে।
আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত ইন্দোনেশিয়ার ৬টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফিফা অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের খেলা। এ আসরে প্রথমবারের মতো ইসরায়েলের অংশ নেয়ার কথা। ইসরায়েল সহ টুর্নামেন্টে ২৪ দেশের যুব দল খেলবে। পিএসএসআইর নির্বাহী কমিটির সদস্য আরিয়া সিনুলিনগা সিএনএনকে জানান, ইন্দোনেশিয়ার এক আঞ্চলিক নেতা ‘ইসরায়েল অংশ নিলে’ টুর্নামেন্ট আয়োজনে তারা অস্বীকৃতি জানাবে। এমন মন্তব্য করার কারণেই মূলত ফিফা এ সিদ্ধান্ত নিয়েছে।
অবকাশ যাপনকেন্দ্র হিসেবে সুপরিচিত বালি দ্বীপের গভর্নর ওয়েইয়ান কোসতার ইন্দোনেশিয়ার ক্রীড়া মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়ে এ প্রদেশে ইসরায়েলের খেলায় অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানান। বালির গভর্নর তার চিঠিতে আরও জানান, বালির প্রাদেশিক সরকার ইসরায়েলের অংশগ্রহণে কোনো খেলা আয়োজনে অস্বীকৃতি জানাচ্ছে। চলতি সপ্তাহে বালিতে যুব বিশ্বকাপের ড্র আয়োজনের কথা থাকলেও চলমান পরিস্থিতিতে এ অনুষ্ঠান বাতিল করা হয়। অন‚র্ধ্ব-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া ইন্দোনেশিয়ার ফুটবলের জন্য একটি উল্লেখযোগ্য ধাপ ছিল। তবে এই সম্মান হারানোতে ফুটবল বিশ্বে দেশটির ভাবম‚র্তি ক্ষুন্ন হওয়ার আশংকা দেখা দিয়েছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ার রক্ষণশীল মুসলমানদের মাঝে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকট। বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক ক‚টনৈতিক সম্পর্ক নেই। ২৭ কোটি মানুষের দেশটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগোষ্ঠীকে সমর্থন করে। এ মাসের শুরুর দিকে রাজধানী জাকার্তায় ইসরায়েলকে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে না দেওয়ার দাবিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন অসংখ্য মানুষ। গত সোমবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ‘জোকোউই’ উইদোদো টেলিভিশনে প্রচারিত বক্তব্যে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন এবং একইসঙ্গে জানান, দেশটিকে ফিফার নীতিমালা মেনে চলতে হবে।
পিএসএসআই সভাপতি এরিক থোহির জানান, তিনি ইন্দোনেশিয়ার বিষয়টি নিয়ে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করেছেন। ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আরিয়া আরও জানান, দেশটির ফুটবল স¤প্রদায় ফিফার এ সিদ্ধান্তে ‘চরম হতাশাগ্রস্ত’ এবং কর্মকর্তারা আরও বিধিনিষেধ আরোপ না করার জন্য ফিফার কাছে তদবির করছেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ বিধিনিষেধ হতে পারে আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইন্দোনেশিয়ার জাতীয় দলের নিষিদ্ধ হওয়া এবং দেশটির ফুটবল লীগের স্বীকৃতি প্রত্যাহার করে নেওয়া।’ ফিফার বিবৃতিতে জানানো হয়,খুব শিঘ্রই ফিফার সভাপতি এবং পিএসএসআইর সভাপতি পরবর্তী আলোচনার জন্য সভায় বসবেন।

 

 


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গিল-সুন্দরসানের অনবদ্য সেঞ্চুরিতে চেন্নাইয়ের বিপক্ষে গুজরাটের সহজ জয়

গিল-সুন্দরসানের অনবদ্য সেঞ্চুরিতে চেন্নাইয়ের বিপক্ষে গুজরাটের সহজ জয়

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা আসামি বেনাপোলে আটক

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা আসামি বেনাপোলে আটক

ইরান আত্মরক্ষায় কতটা সক্ষমতা অর্জন করেছে

ইরান আত্মরক্ষায় কতটা সক্ষমতা অর্জন করেছে

প্রতারণার অভিযোগে বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা

প্রতারণার অভিযোগে বিজিবি সদস্যের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের মানবাধিকারের মুখোশ উন্মোচিত

যুক্তরাষ্ট্রের মানবাধিকারের মুখোশ উন্মোচিত

সাইবার গ্যাঙের তথ্যফাঁস ও অনলাইন জুয়া বন্ধ করতে হবে

সাইবার গ্যাঙের তথ্যফাঁস ও অনলাইন জুয়া বন্ধ করতে হবে

গভীর নলকূপে পানি নেই : জমি ফেটে চৌচির

গভীর নলকূপে পানি নেই : জমি ফেটে চৌচির

বৃষ্টি হলে কাদা রোদ হলে ধূলা

বৃষ্টি হলে কাদা রোদ হলে ধূলা

আখাউড়ায় ২ প্রার্থীর জরিমানা

আখাউড়ায় ২ প্রার্থীর জরিমানা

একমাস পরে অবশেষে ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

একমাস পরে অবশেষে ৫ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে ভারতীয় শ্রমিকরা!

ফিলিস্তিনিদের বন্দিশালা নির্মাণ করছে ভারতীয় শ্রমিকরা!

চীনে গ্রামীণ বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা শুরু

চীনে গ্রামীণ বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতা শুরু

আচমকাই চীনে চালু হোয়াটসঅ্যাপ

আচমকাই চীনে চালু হোয়াটসঅ্যাপ

মিখাইল মিশুস্তিনকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা পুতিনের

মিখাইল মিশুস্তিনকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নাম ঘোষণা পুতিনের

নিজ্জর খুনে ফের ‘র’-এর দিকেই আঙুল কানাডার!

নিজ্জর খুনে ফের ‘র’-এর দিকেই আঙুল কানাডার!

সুইডেনে প্রবল বিক্ষোভ

সুইডেনে প্রবল বিক্ষোভ

অভিযুক্তদের বয়স ১১ থেকে ১৬!

অভিযুক্তদের বয়স ১১ থেকে ১৬!

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

লোহিত সাগরের তলদেশে সামরিক জাদুঘর!

লোহিত সাগরের তলদেশে সামরিক জাদুঘর!

ভারতের নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার

ভারতের নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার