একমাত্র বিশ্বকাপ জিতিয়েছিলেন, সেই ইমরানকেই ভিডিও থেকে মুছে দিল পিসিবি
১৬ আগস্ট ২০২৩, ১২:৪৬ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৩, ১২:৪৬ পিএম
ইমরান খান। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী। মাঠ হোক, কি রাজনীতি কিংবা ব্যক্তিগত জীবন। সব সময় প্রচার মাধ্যমের আলোয় থেকেছেন তিনি। তবে আর যাই হোক পাকিস্তানের ক্রিকেটের ইতিহাসে ইমরান খানকে অন্যতম সফল অলরাউন্ডার হিসেবেই ধরা হয়। পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো একমাত্র অধিনায়ক তিনি।
একজন পেস বোলার এবং মিডিল অর্ডার ব্যাটার হিসাবে পাকিস্তান ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি। তবে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উপলক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ড একটি ভিডিও প্রকাশ করে। সেখানে পাকিস্তানের হয়ে খেলা প্রায় প্রত্যেক ক্রিকেটারের ছবি ছিল। কিন্তু বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরানের ছবি সেখানে দেখা যায়নি। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দল ইমরান খানের নেতৃত্বে যথেষ্ট সক্রিয় ছিল। ইমরান ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস এবং দৃঢ়তা প্রবেশ করাতে পেরেছিলেন। যার পরিপেক্ষিতেই ১৯৯২ সালের বিশ্বকাপে পিছিয়ে পড়েও বিশ্ব চ্যাম্পিয়ন হয় তারা। নিজেদের স্বাধীনতা দিবস উপলক্ষে পিসিবি টুইটারে সব ক্রিকেটারদের সম্মান জানিয়ে একটি ভিডিও পোস্ট করে। সেখানে পাকিস্তানকে বিশ্ব চ্যাম্পিয়ন করা অধিনায়ককে দেখতে পাওয়া যায়নি। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর ইমরান রাজনীতিতে প্রবেশ করেন। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। রাজনীতির জীবনেও তিনি সফল হন। পাকিস্তানের সব্বোর্চ আসনে আসীন হন তিনি।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু এখানেও ছন্দপতন। ২০২২ সালে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধীরা। অনাস্থা ভোটের পর তাকে পদ থেকে অপসারণ করা হয়। তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে প্রায় ১৫০টি আইনি মামলা দায়ের করা হয়েছে ইমরানের বিরুদ্ধে। মে মাসে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। এতদিন জামিনে মুক্ত ছিলেন তিনি। তবে কিছুদিন আগে একটি দুর্নীতি মামলায় তার তিন বছরের কারাদণ্ড হয়েছে। এর সঙ্গে সঙ্গেই আগামী পাঁচ বছর তিনি কোনও সরকারি পদে বসতে পারবেন না বলেও নির্দেশ দেয়া হয়েছে।
তবে তিনি সাজাপ্রাপ্ত হলেও পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার। সেই দিক থেকে তাকে শ্রদ্ধা না জানানোয় হতাশা প্রকাশ করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই পোস্টটি রাজনৈতিক প্রভাব যুক্ত বলে মনে করছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের ক্রিকেট সংবাদকর্মী ফরিদ খান লিখেছেন, ‘১৯৯২ বিশ্বকাপজয়ী ইমরান খান নেই, তাকে উল্লেখ করা হয়নি, সেলিব্রেশন ফটোতেও নেই। প্রথম ভিডিওতে লাইক দিয়েছিলাম, পরে তুলে নিলাম।’ সূত্র: আল-জাজিরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক