হেটমায়ারকে ছাড়াই উইন্ডিজ ওয়ানডে ও টি-টোয়েন্টি দল
১১ জানুয়ারি ২০২৪, ১১:৪৬ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৪, ১১:৫১ এএম
অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমায়ার। তবে টেস্ট সিরিজে খেলতে অনাগ্রহ জানানো জেসন হোল্ডার ও মাইল মায়ার্স আছেন টি-টোয়েন্টি দলে। ওয়ানডে দলে আছে কয়েকটি নতুন মুখ।
অবশ্য ওয়ানডে দলে নেই হোল্ডার ও মায়ার্স। কেবল টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে ব্রেন্ডন কিং ও শেরফানে রাদারফোর্ডকেও।
শাই হোপের নেতৃত্বাধীন ওয়ানডে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা টপ-অর্ডার ব্যাটার টেডি বিশপ ও উইকেটকিপার-ব্যাটার টেভিন ইমলাচ। ইমলাচ আছেন টেস্ট দলেও। এছাড়া অলরাউন্ডার দলে ফিরেছেন জাস্টিন গ্রিভস, কাভেম হজ ও লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।
২৭ বছর বয়সী ইমলাচ ঘরোয়া ক্রিকেটে রেকর্ড খুব ভালো নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাটিং গড় ২৪.৪৮, লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৭ ম্যাচ খেলে সেঞ্চুরি নেই, গড় ৩২.২০, স্ট্রাইক রেট স্রেফ ৬৩.৬২। সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলে অবশ্য নিয়মিত দেখা গেছে তাকে।
ঘরোয়া ক্রিকেটে রেকর্ড খুব উজ্জ্বল নয় বিশপেরও। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ বছর বয়সী ব্যাটসম্যানের ব্যাটিং গড় ৩১.৪২। গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন তিনি।
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না হেটমায়ারের। সবশেষ ঘরের মাঠে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে করেন যথাক্রমে ৩২,০ ও ১২ রান। টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১ ও ২ রান করার পর বাদ পড়েন দল থেকে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ঝলক দেখালেও জাতীয় দলে টি-টোয়েন্টিতে খুব একা হাসেনি তার ব্যাট। এই সংস্করণে এখন পর্যন্ত ৪৮ ইনিংস খেলা এই ব্যাটসম্যানের গড় ২০.৫০। মোট ৯০২ রান করেছেন মাত্র ১১৮.২১ স্ট্রাইক রেটে। ওয়ানডেতে হেটমায়ারের স্ট্রাইক রেট ভালো—১০৪.৫৫, গড় ৩২.২৩।
ওয়ানডে সিরিজের জন্য আগেই দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের নেতৃত্বে যে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, জশ হেইজেলউড, মিচেল স্টার্ক ও মিচেল মার্শকে। টি-টোয়েন্টির দল এখনও ঘোষণা করেনি অস্ট্রেলিয়া।
আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে হবে প্রথম ওয়ানডে। পরের দুটি ম্যাচ সিডনি ও ক্যানবেরায় যথাক্রমে ৪ ও ৬ ফেব্রুয়ারি। হোবার্টে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি, পরের দুটি ম্যাচ ১১ ও ১৩ ফেব্রুয়ারি যথাক্রমে অ্যাডিলেড ও পার্থে।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিক আথানাজে, টেডি বিশপ, কিচি কার্টি, রোস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, কাভেম হজ, গুড়াকেশ মোতি, কিয়র্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশেন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেস, জেসন হোল্ডার, আকিল হোসেইন, ব্রান্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশেন থমাস।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
সালথায় নিজ দোকানের মধ্যে ঝুলছিল ব্যবসায়ীর লাশ
বিএনপির ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া হচ্ছে
কেরানীগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার: গ্রেপ্তার দুই
বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল
বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন নয়, কোটা বিরোধী আন্দোলন করেছিল” :খায়রুল কবির খোকন
বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্তে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে : ঢাবি ভিসি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
আজকে পরীর মন ভালো নেই
খুড়িয়ে খুড়িয়ে চলছে গ্রাম আদলতের কার্যক্রম: কার্যকরী উদ্যাগে সুফল পেতে পারে গ্রাম বাংলার জনগণ
জামায়াতে ইসলামীই বাংলাদেশকে সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে পারে: শাহজাহান
কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার
মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮
বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের
‘টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া’
তারুণ্যের উৎসব যুব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে বেগমগঞ্জ বিজয়ী
এক বছরে ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা
সুন্দরবনে বনদস্যু ও মাদক কারবারিদের ছাড় দেওয়া হবে না: খুলনা পুলিশ সুপার
কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজন, দাবি ইউক্রেনের