বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের ১৮তম আসর চলছে। ২০০৮ সালে যাত্রা শুরু করা টুর্নামেন্টটির দলগুলোর রয়েছে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত। ভক্তদের মনে কৌতুহল আইপিএলের দলগুলোর মালিক আসলে কারা?
এখন পর্যন্ত আইপিএলের সফল দলের একটি মুম্বাই ইন্ডিয়ান্স। এই দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা দলকে এনে দিয়েছেন পাঁচ পাঁচটি শিরোপা। বর্তমানে দলটির অধিনায়কের দায়িত্ব সামলাচ্ছেন ভারতীয় তারকা অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়া। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতি আম্বানি দলটির মালিকানায় রয়েছেন। পাশাপাশি দলটির অফিশিয়াল স্বত্ব মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে রয়েছে।
আইপিএলে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংসও। ভারতের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দলটির নেতৃত্বে ছিলেন। বর্তমানে অধিনায়কের দায়িত্ব থেকে সরে এসেছেন তিনি। আইপিএলের সবচেয়ে সফল দল বলাই যায় চেন্নাইকে। ইন্ডিয়া সিমেন্ট লিমিটেডের নামে এই দলের মালিকানা রয়েছে। এই কোম্পানিটি এন শ্রীনিবাসনের। এদিকে ২০২০ সালে আইপিএলে রানার্সআপ হয়েছিল দিল্লি ক্যাপিটালস। এই দলের বর্তমান অধিনায়ক অক্ষর প্যাটেল। আর হেড কোচের দায়িত্বে রয়েছেন রিকি পন্টিং। এই দলের মালিকানা রয়েছে জেএসডব্লিউ ও জিএমআর গ্রুপের কাছে। সজ্জন জিন্দাল এটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। আক গ্র্যান্ডি মল্লিকার্জুন রাও হলেন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
আইপিএলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও সর্বমোট তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স দলটির মালিকানায় রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ছাড়াও অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতার কোম্পানি মেহতা গ্রুপও এই দলের মালিক।
আইপিএল দল পাঞ্জাব কিংস যৌথভাবে ওয়াদিয়া গ্রুপের নেস ওয়াদিয়া এবং বলিউড অভিনেত্রী প্রীতি জিন্তার মালিকানাধীন। এই দুজন ছাড়াও ভারতীয় ব্যবসায়ী মোহিত বর্মণ এবং অ্যাপিজে গ্রুপের করণ পালেরও এই ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারত্ব রয়েছে। অন্যদিকে ২০০৮ সালে ডেকান চার্জাস দলটি গঠিত হয়েছিল, যা তখন ডেকান ক্রনিকল গ্রুপের মালিকানাধীন ছিল। ডেকান চার্জার্সের দেউলিয়া হওয়ার পরে, সান টিভি নেটওয়ার্ক নতুন মালিক হয় এবং দলটির নাম পরিবর্তন করে সানরাইজার্স হায়দরাবাদ করা হয়। ফলে হায়দরাবাদ দলটির মালিক হলেন কালনিথি মারান। কিন্তু অনেকেই ভুল করে কাব্য মারানকে দলটির মালিক ভাবে। তিনি মূলত মালিকের মেয়ে এবং কোম্পানীটির সিইও। দলটি ২০১৬ সালে শিরোপা ঘরে তুলেছিলো যে দলের অন্যতম সদস্য ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
আইপিএলের প্রথম মৌসুমে শিরোপা জিতে নেওয়া রাজস্থান রয়্যালসের মালিকানা অনেকের হাতে রয়েছে। ইউকে এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান মনোজ বাদালে, ফক্স করপোরেশনের সিইও লাচলান মারডক এবং রেডবার্ড ক্যাপিটাল পার্টনারের অধীনে রয়েছে রাজস্থানের মালিকানা। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আনন্দ কৃপালুর মালিকানাধীন ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের মালিকানাধীন। ২০১৬ সালে এই দল ফাইনালে উঠেছিল। বিরাট কোহলি থেকে ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্সসহ বড় বড় সব তারকারা খেলেছেন এই দলে।
২০২২ সালে সঞ্জীব গোয়েঙ্কা লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছিলেন ৭০৯০ কোটি টাকা দিয়ে। আইপিএলের এই দলটির নাম লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে নতুন দল হিসেবে ২০২২ সালে যাত্র শুরু করে গুজরাট টাইটান্সও। সিভিসি ক্যাপিটালস এই দলটি কিনেছে ৫৬২৫ কোটি টাকা খরচ করে। ২০২২ সালে নিজেদের প্রথম আসরেই আইপিএলের শিরোপা ঘরে তুলেছিলো দলটি।