বঙ্গবন্ধু কাপ কাবাডির ফাইনালে বাংলাদেশ-চাইনিজ তাইপে
২০ মার্চ ২০২৩, ০৮:২৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৭ পিএম
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠলো স্বাগতিক বাংলাদেশ ও চাইনিজ তাইপে। মঙ্গলবার দুপুর সোয়া ১২টায় পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে দুই দল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বিশ্ব কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভাম মুনিস্বামী, এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার, যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এবং ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মো. মোজাম্মেল হক।
এর আগে সোমবার বিকালে শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে তিনটি লোনাসহ ৪৫-২৬ পয়েন্টে থাইল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিলো স্বাগতিক বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নেমে টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ দল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে যাচ্ছে। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচ জিতে অপরাজিত থেকেই সেরা দল হিসেবে শেষ চারে উঠে লাল-সবুজরা। ফাইনালে ওঠার লড়াইয়ে কাল ইনজুরিতে থাকা রোমান হোসেনকে সেরা সাতে খেলান বাংলাদেশের ভারতীয় কোচ সাজুরাম গয়াত। ছিলেন দুই ম্যাচ আগে ব্যাথা পেয়ে ম্যাট ছাড়া রাসেল হাসানও। পরে অবশ্য অদল বদলে খেলেছেন তারা। সেমিফাইনালে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন আরদুজ্জামান মুন্সি। বাংলাদেশ দলকে উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিল উল্লেখযোগ্য নারী দর্শক। বাংলাদেশের ফাইনালে ওঠার আনন্দে তাদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
শেষ চারে থাইল্যান্ডকে হারালেও শুরুটা খুব একটা ভাল ছিল না বাংলাদেশের। ক্ষিপ্রতা দিয়ে প্রতিপক্ষ থাইল্যান্ড শুরুতেই দুটি পয়েন্ট আদায় করে নেয়। পক্ষান্তরে বার বার রেইড দিয়ে বাংলাদেশ কোন পয়েন্ট আদায় করতে পারছিল না। পরে অবশ্য খেলায় ফেরে তারা। ১৭-১১ পয়েন্টে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে পয়েন্ট আদায়ের ধারবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। মিজানুরের টানা দুটি সফল রেইডে আবারও ব্যবধান বাড়ায় বিজয়ীরা (৪৫-২৩)। তবে শেষের দিকে টানা তিনটি পয়েন্ট পেলেও হার এড়াতে পারেনি থাইল্যান্ড। ম্যাচ সেরার পুরস্কার পান বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার।
একই ম্যাটে দ্বিতীয় সেমিফাইনালে ২-১ লোনাসহ ৫২-৪৪ পয়েন্টে ইরাককে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে চাইনিজ তাইপে। প্রথমার্ধে বিজয়ী দল ৩১-১৬ পয়েন্টে এগিয়ে ছিল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চাইনিজ তাইপের চেং চিন চ্যাং।
এদিকে এই টুর্নামেন্টের ফাইনালে উঠে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপ কাবাডিতে এবং হ্যাংজু এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ও চাইনিজ তাইপে। সোমবার কাবাডি ফেডারেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ^ কাবাডি ফেডারেশনের সভাপতি সত্যশিভাম মুনিস্বামী ও এশিয়ান কাবাডি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ সারোয়ার।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্রাজিলে বাংলাদেশি পণ্যের মেলা ১৫ জুন
ইসলামপন্থি দলগুলো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুললে ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব - ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইন্দুরকানীতে রাতের আধারে ছাত্রলীগের হামলায় ৩ শিবির নেতা আহত
আশুলিয়ায় জুলাই-আগস্ট অভুত্থানে নিহত চারজনের মরদেহ উত্তোলন
ছাতকে অস্ত্রসহ আন্তঃজেলার ডাকাত সর্দার কুদ্দুছ গ্রেফতার
এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা নেই
আরও এগার দেশের উপরে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাশিপুর কলেজের অধ্যক্ষসহ আ: লীগের ৩ নেতা গ্রেফতার
সুবিচার প্রতিষ্ঠায় অবিচল থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী: নায়েবে আমির
হাজীগঞ্জে কৃষক নিহতের জেরে অভিযুক্তদের বসতঘরে অগ্নিসংযোগ
শরীয়তপুরে শ্যালকের হাতে দুলাভাই খুন
এবার যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, বেঁচে নেই কেউ
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
খালেদা জিয়ার ৪ চিকিৎসক ঢাকায় ফিরেছেন
ভোলা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন পানি সম্পদ সচিব
পারমাণবিক স্থাপনায় হামলা হলে সর্বাত্মক যুদ্ধ, হুঁশিয়ারি ইরানের
সিরাজগঞ্জে বাস চাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
২২ বছর পর বাবার দেখা পেলেন দুই মেয়ে
জুলাইয়ের চেতনায় নতুনরূপে এবারের বইমেলা: প্রধান উপদেষ্টা
মিরাজের ব্যাটে প্লে অফে খুলনা, রাজশাহীর বিদায়