ব্যাডমিন্টন নির্বাচনে রানার প্রতিপক্ষ বাহার
১৫ মে ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
মনোনয়নপত্র জমাদানের মধ্যদিয়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দু’পক্ষ এখন সরব। একদিকে সাবেক জাতীয় তারকা শাটলাররা। অন্যদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠকরা। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাবেক তারকা শাটলার জোবায়েদুর রহমান রানার প্রতিপক্ষ হয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দুই পক্ষই তাদের মনোনয়নপত্র জমা দেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক শাটলার ও সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল ২১ টি এবং জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত আমির হোসেন বাহারের প্যানেল ২৭টি মনোনয়ন জমা দিয়েছে। ব্যাডমিন্টনের কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক একটি, যুগ্ম সম্পাদক দু’টি, কোষাধ্যক্ষ একটি, সহ-সভাপতি চারটি ও নির্বাহী সদস্য ১৬টি পদ রয়েছে। সাধারণ সম্পাদক পদে জমা পড়েছে তিনটি মনোনয়নপত্র। রানা ও বাহার ছাড়াও সাধারণ সম্পাদক পদে নিজের মনোনয়নপত্র জমা দেন আলমগীর হোসেনও। একই সঙ্গে এই তিনজন সহ-সভাপতি পদেও মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ দফায় দফায় একক প্যানেল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। দু’পক্ষই দুই বিষয়ে অনড় থাকায় দুই প্যানেল থেকে মনোনয়ন জমা পড়েছে। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে অবশ্য আলোচনার সুযোগ দেখছেন দুই প্যানেলের সংগঠকরাই। রানার নেতৃত্বাধীন প্যানেল তারকাখচিত। ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তী নারী শাটলার ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা, মরিয়ম তারেক, সাবেক চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন, আন্তর্জাতিক আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল যথাক্রমে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধক্ষ্য পদে প্রার্থী হয়েছেন। অন্য দিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃত্বাধীন প্যানেলে তারকা ক্রীড়াবিদ নেই বললেই চলে। সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনে তাদের পরিচিতিও খুব কম। এরপরও ভোটযুদ্ধে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ ব্যাডমিন্টনের নির্বাচনে ৯৮ ভোটের মধ্যে ৬৯ টি জেলা-বিভাগের।
মনোনয়নপত্র জমা দিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আপনারা যদি দু’টি প্যানেল বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন ব্যাডমিন্টনের প্রকৃত এবং যোগ্য মানুষ কোথায় বেশি। ব্যাডমিন্টনের উন্নয়নের জন্য আশা করি ভোটাররা তা বিবেচনা করবেন।’ আমির হোসেন বাহার বলেন,‘দেশে ব্যাডমিন্টন খেলাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে এবং খেলাটির উন্নয়নে কাজ করবো বলেই প্রার্থী হয়েছে। অতীতে দায়িত্বে থেকে যা করতে পারিনি নির্বাচিত হলে এবার তা করে দেখাবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
গ্লোবাল টি-টোয়েন্টিতে আশরাফুলদের লক্ষ্য ফাইনাল
পরশুরামে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
প্যারাগুয়ের মাঠে হেরেই গেল আর্জেন্টিনা
উইন্ডিজকে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
ভিনিসিউসের পেনাল্টি মিসে জয়হীন ব্রাজিল
জানা গেল ভেনেজুয়েলার বিপক্ষে ব্রাজিলের একাদশ
বাংলাদেশে ন্যায্য রুপান্তরে অর্থায়নের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান
গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জর
ওসমানী বিমান বন্দরে বিদেশী বিমান উঠা-নামার ব্যবস্থা গ্রহণের দাবী- প্রধান উপদেষ্টা বরাবরে সিলেটে স্মারকলিপি
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় মৃত্যু বেড়ে ৬
জানুয়ারি পর্যন্ত ছিটকে গেলেন এনগিডি
দুবাইয়ে নবনিযুক্ত কনসাল জেনারেলের সাথে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স আজমানের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
গণঅভ্যুত্থানে আহতদের সুবিধা নিশ্চিতে দেওয়া হবে ইউনিক আইডি কার্ড
যে কারণে হারপিকে মেতেছে নেটিজেনরা
আ.লীগের মতো পরিবারতন্ত্র করবে না বিএনপি: তারেক রহমান
প্যারাগুয়ে ম্যাচে কেমন হবে আর্জেন্টিনার একাদশ
অর্থাভাবে ব্যক্তিগত বিমান ভাড়া দিয়েছেন শন ডিডি, বিক্রি করবেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায় শ্রেনী কক্ষে অসুস্থ ১০ শিক্ষার্থী
ভারতীয় গণমাধ্যম আমাদের সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নরসিংদীতে ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা