ব্যাডমিন্টন নির্বাচনে রানার প্রতিপক্ষ বাহার
১৫ মে ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০১ এএম
মনোনয়নপত্র জমাদানের মধ্যদিয়ে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে। নির্বাচনকে সামনে রেখে দু’পক্ষ এখন সরব। একদিকে সাবেক জাতীয় তারকা শাটলাররা। অন্যদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সংগঠকরা। এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সাবেক তারকা শাটলার জোবায়েদুর রহমান রানার প্রতিপক্ষ হয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত প্রার্থী সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
গতকাল জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) দুই পক্ষই তাদের মনোনয়নপত্র জমা দেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক শাটলার ও সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানার নেতৃত্বাধীন প্যানেল ২১ টি এবং জেলা-বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ মনোনীত আমির হোসেন বাহারের প্যানেল ২৭টি মনোনয়ন জমা দিয়েছে। ব্যাডমিন্টনের কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক একটি, যুগ্ম সম্পাদক দু’টি, কোষাধ্যক্ষ একটি, সহ-সভাপতি চারটি ও নির্বাহী সদস্য ১৬টি পদ রয়েছে। সাধারণ সম্পাদক পদে জমা পড়েছে তিনটি মনোনয়নপত্র। রানা ও বাহার ছাড়াও সাধারণ সম্পাদক পদে নিজের মনোনয়নপত্র জমা দেন আলমগীর হোসেনও। একই সঙ্গে এই তিনজন সহ-সভাপতি পদেও মনোনয়ন জমা দিয়েছেন।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ দফায় দফায় একক প্যানেল করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। দু’পক্ষই দুই বিষয়ে অনড় থাকায় দুই প্যানেল থেকে মনোনয়ন জমা পড়েছে। আগামীকাল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে অবশ্য আলোচনার সুযোগ দেখছেন দুই প্যানেলের সংগঠকরাই। রানার নেতৃত্বাধীন প্যানেল তারকাখচিত। ক্রীড়াঙ্গনের অন্যতম কিংবদন্তী নারী শাটলার ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন কামরুন নাহার ডানা, মরিয়ম তারেক, সাবেক চ্যাম্পিয়ন রাসেল কবির সুমন, আন্তর্জাতিক আম্পায়ার নাজিব ইসমাইল রাসেল যথাক্রমে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও কোষাধক্ষ্য পদে প্রার্থী হয়েছেন। অন্য দিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের নেতৃত্বাধীন প্যানেলে তারকা ক্রীড়াবিদ নেই বললেই চলে। সামগ্রিকভাবে ক্রীড়াঙ্গনে তাদের পরিচিতিও খুব কম। এরপরও ভোটযুদ্ধে তাদের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ ব্যাডমিন্টনের নির্বাচনে ৯৮ ভোটের মধ্যে ৬৯ টি জেলা-বিভাগের।
মনোনয়নপত্র জমা দিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জোবায়েদুর রহমান রানা বলেন, ‘আপনারা যদি দু’টি প্যানেল বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন ব্যাডমিন্টনের প্রকৃত এবং যোগ্য মানুষ কোথায় বেশি। ব্যাডমিন্টনের উন্নয়নের জন্য আশা করি ভোটাররা তা বিবেচনা করবেন।’ আমির হোসেন বাহার বলেন,‘দেশে ব্যাডমিন্টন খেলাকে আরও বেশি জনপ্রিয় করে তুলতে এবং খেলাটির উন্নয়নে কাজ করবো বলেই প্রার্থী হয়েছে। অতীতে দায়িত্বে থেকে যা করতে পারিনি নির্বাচিত হলে এবার তা করে দেখাবো।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে - ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: সিলেটে এড. এমরান আহমদ চৌধুরী
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের প্রস্তুতি নিতে হবে : পরিবেশ উপদেষ্টা
২০২৫ সালে নিম্নমাধ্যমিক-মাধ্যমিকে ৭৬ দিনের ছুটির তালিকা প্রকাশ
খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকার পথে যুক্ত হচ্ছে ট্রেন জাহানাবাদ
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত গ্রহনযোগ্য নির্বাচন দিন
আশুলিয়ায় কিশোর গ্যাং এর হামলায় আহত ৩
মাদারীপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রেসিডেন্টের প্রেস সচিব হলেন সরওয়ার আলম
তোমাদের হাতে উড়তে থাকবে সমৃদ্ধ স্বনির্ভর বাংলাদেশের বিজয় কেতন - সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ মঈন খান
দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান : গ্রেফতার-২
ব্রাহ্মণপাড়ায় বোরো ধানের বীজতলা পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা
পাকিস্তানে সামরিক আদালতে ২৫ বেসামরিক ব্যক্তির সাজায় উদ্বিগ্ন ইইউ
ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে সকল অপকর্মের বিচার করতে হবে : কাইয়ুম চৌধুরী
ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব এর জনসভা জনসমুদ্রে পরিণত