জয় দিয়েই জুনিয়র এশিয়া কাপের শুরু চায় বাংলাদেশ

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার

২২ মে ২০২৩, ০৯:৪২ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩, ১২:০২ এএম

স্বাগতিক ওমানের বিপক্ষে জয় দিয়েই মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) টুর্নামেন্টের শুরু চায় বাংলাদেশ যুব দল। ওমানের সালালাহ শহরে এই টুর্নামেন্টের দশম আসরের পর্দা উঠছে মঙ্গলবার। খেলা চলবে ১ জুন পর্যন্ত। উদ্বোধনী দিনেই ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দলের মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বাংলাদেশ সময় রাত পৌনে ৮টায় এই গ্রুপের আরেক ম্যাচে মালয়েশিয়া খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। একই দিন ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৯টায় মাঠে নামবে জাপান ও থাইল্যান্ড এবং বিকাল সাড়ে ৩টায় শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে চাইনিজ তাইপে।

জুনিয়র এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আত্মপ্রত্যয়ী বাংলাদেশের দলের প্রধান কোচ মামুন-উর রশিদ ও অধিনায়ক প্রিন্স লাল সামন্ত। সোমবার শেষ মুহূর্তের অনুশীলনের পর এমন কথাই জানান তারা। এই টুর্নামেন্টকে সামনে রেখে তিন মাস আগে থেকেই জাতীয় যুব দলের ক্যাম্প শুরু করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এই সময়ের মধ্যে ভারতেই প্রায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছেন প্রিন্স লাল সামন্তরা। ক্যাম্পের পাশাপাশি হরিয়ানাতে ১০টি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে খেলার আগে অতীতে দেশের বাইরে এমন দীর্ঘ সময়ের ক্যাম্প করার এবং অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ হকি দল। তাই তো যুবাদের ঘিরে প্রত্যাশা একটু বেশিই। প্রত্যাশা পূরণে অবশ্য কোচ মামুন-উর রশিদ দৃঢ়প্রতিজ্ঞ। দল নিয়ে তিনি আশাবাদি। ওমান ম্যাচকে সামনে রেখে মামুন কাল বলেন, ‘টুর্নামেন্ট খেলতে ১৯ মে আমরা সালালাহ শহরে এসেছি। ওইদিন থেকে আজ (সোমবার) নিয়ে টানা তিন দিন অনুশীলন করিয়েছি দলকে। টুর্নামেন্ট ভেন্যুর মাঠটা ধীরগতির। অনেক পুরাতন মাঠ। এখানে আগে খেলা হয়নি। কারণ এখনকার পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল না। জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঘাসগুলো অনেক বড়। তারপরও ওমানের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামব। জয় দিয়েই আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই।’

যে কোন পর্যায়ের হকিতে বাংলাদেশ-ওমান দ্বৈরথ বেশ পুরনো। দু’দলের লড়াইটাও হয় জমজমাট এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চলতি বছরের ১২ জানুয়ারি ওমানের মাসকাটে মেন্স জুনিয়র এএইচ কাপ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওমান ও বাংলাদেশ। জমজমাট ফাইনালটির নির্ধারিত সময় শেষ হয়েছিল ১-১ গোলে অমিমাংসিত অবস্থায়। পরে পেনাল্টি শুট আউটে ওমানকে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ যুব দল। সেই সুখস্মৃতি এখনো উজ্জ্বল কোচ মামুনের কাছে। ওই ম্যাচ নিয়ে মামুন বলেন, ‘ওমানের বিপক্ষে সর্বশেষ ফাইনাল ম্যাচটি নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করেছি। ওমানের শক্তিশালী এবং দুর্বল দিকগুলো খোঁজার পাশাপাশি নিজেদের শক্তি এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী কাজ করেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। মাঠের সমস্যা না হলে ইনশাল্লাহ আমরাই জিতব।’

ওমান ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক ও মিডফিল্ডার প্রিন্স লাল বলেন, ‘আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। আমার দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই মাঠে নামার জন্য প্রস্তুত আছে। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই আমরা ওমানকে হারাতে পারবো। অতীতে ওমানের বিপক্ষে আমাদের জয়ের রেকর্ড কিন্তু তেমন খারাপ নয়।’

দশ জাতির জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে এবার ‘বি’ গ্রুপে লড়ছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান ছাড়াও আছে উজবেকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। এ আসরের সেরা ৪ দল আসন্ন যুব বিশ্বকাপ হকিতে খেলার টিকিট পাবে। তাই বিশ্বকাপে চোখ রেখেই জুনিয়র এশিয়াকে ভালো করার লক্ষ্য বাংলাদেশের।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল পিসিবি
দ্বিতীয় ইনিংসে চাপে জিম্বাবুয়ে
মিরাজের সেঞ্চুরি, বাংলাদেশের বড় লিড
মিরাজের ব্যাটে বাড়ছে লিড
বার্সা-ইন্টার সেমিফাইনাল আজ
আরও
X

আরও পড়ুন

ভারতে আটককৃতরা সত্যিই কি বাংলাদেশী?

ভারতে আটককৃতরা সত্যিই কি বাংলাদেশী?

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবধান কমিয়ে আনা জরুরি: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবধান কমিয়ে আনা জরুরি: বিটিআরসি চেয়ারম্যান

ইনকিলাবের সংবাদে নড়েচড়ে বসলো প্রশাসন: ২২ বছর পর আইডি পেতে যাচ্ছে রারাই গ্রামের রাস্তাটি

ইনকিলাবের সংবাদে নড়েচড়ে বসলো প্রশাসন: ২২ বছর পর আইডি পেতে যাচ্ছে রারাই গ্রামের রাস্তাটি

নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধে শিক্ষক-  শিক্ষার্থীদের মানববন্ধনন

নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধে শিক্ষক- শিক্ষার্থীদের মানববন্ধনন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মিলানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মিলানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা

‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার

‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার

'নিজের শর্তেই' ট্রাম্পকে মোকাবিলা করবে কানাডা

'নিজের শর্তেই' ট্রাম্পকে মোকাবিলা করবে কানাডা

আইসিটিতে সাবেক এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে রাশেদ খাঁনের মামলা

আইসিটিতে সাবেক এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে রাশেদ খাঁনের মামলা

১৪ এসপি’কে বদলির আদেশ

১৪ এসপি’কে বদলির আদেশ

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল পিসিবি

বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল পিসিবি

কর্ণফুলীতে জুলধা বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ দূষণ, এলাকাবাসীর মানববন্ধন

কর্ণফুলীতে জুলধা বিদ্যুৎকেন্দ্রের পরিবেশ দূষণ, এলাকাবাসীর মানববন্ধন

দ্বিতীয় ইনিংসে চাপে জিম্বাবুয়ে

দ্বিতীয় ইনিংসে চাপে জিম্বাবুয়ে

মিরাজের সেঞ্চুরি, বাংলাদেশের বড় লিড

মিরাজের সেঞ্চুরি, বাংলাদেশের বড় লিড

ছাত্রলীগ সংশ্লিষ্টতা ও ইবির জুলাই আন্দোলনকারীদের 'দুর্বৃত্ত' বলায় সাংবাদিককে মারধর

ছাত্রলীগ সংশ্লিষ্টতা ও ইবির জুলাই আন্দোলনকারীদের 'দুর্বৃত্ত' বলায় সাংবাদিককে মারধর

কেন ইশরাকের গেজেট প্রকাশ? জানালেন ইসি

কেন ইশরাকের গেজেট প্রকাশ? জানালেন ইসি

মৃত লামিয়ার মায়ের কাছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চেক হস্তান্তর

মৃত লামিয়ার মায়ের কাছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের চেক হস্তান্তর

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ফার্সি কার্পেট

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ফার্সি কার্পেট

২০ বছরেও জ্ঞান ফেরেনি যে সৌদি যুবরাজের!

২০ বছরেও জ্ঞান ফেরেনি যে সৌদি যুবরাজের!

অন্যান্য দেশের সাথে ইরানের বাণিজ্য বেড়েছে ১১ শতাংশ

অন্যান্য দেশের সাথে ইরানের বাণিজ্য বেড়েছে ১১ শতাংশ

পবিত্র আল কোরআন অবমাননাকারী অমল চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তরখানে  বিক্ষোভ মিছিল

পবিত্র আল কোরআন অবমাননাকারী অমল চন্দ্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তরখানে বিক্ষোভ মিছিল