জয় দিয়েই জুনিয়র এশিয়া কাপের শুরু চায় বাংলাদেশ
২২ মে ২০২৩, ০৯:৪২ পিএম | আপডেট: ২৩ মে ২০২৩, ১২:০২ এএম
স্বাগতিক ওমানের বিপক্ষে জয় দিয়েই মেন্স হকি জুনিয়র এশিয়া কাপ (অনূর্ধ্ব-২১) টুর্নামেন্টের শুরু চায় বাংলাদেশ যুব দল। ওমানের সালালাহ শহরে এই টুর্নামেন্টের দশম আসরের পর্দা উঠছে মঙ্গলবার। খেলা চলবে ১ জুন পর্যন্ত। উদ্বোধনী দিনেই ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক দলের মুখোমুখি হচ্ছে লাল-সবুজরা। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি। এর আগে বাংলাদেশ সময় রাত পৌনে ৮টায় এই গ্রুপের আরেক ম্যাচে মালয়েশিয়া খেলবে উজবেকিস্তানের বিপক্ষে। একই দিন ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সকাল ৯টায় মাঠে নামবে জাপান ও থাইল্যান্ড এবং বিকাল সাড়ে ৩টায় শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে চাইনিজ তাইপে।
জুনিয়র এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আত্মপ্রত্যয়ী বাংলাদেশের দলের প্রধান কোচ মামুন-উর রশিদ ও অধিনায়ক প্রিন্স লাল সামন্ত। সোমবার শেষ মুহূর্তের অনুশীলনের পর এমন কথাই জানান তারা। এই টুর্নামেন্টকে সামনে রেখে তিন মাস আগে থেকেই জাতীয় যুব দলের ক্যাম্প শুরু করে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। এই সময়ের মধ্যে ভারতেই প্রায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছেন প্রিন্স লাল সামন্তরা। ক্যাম্পের পাশাপাশি হরিয়ানাতে ১০টি প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক কোন টুর্নামেন্টে খেলার আগে অতীতে দেশের বাইরে এমন দীর্ঘ সময়ের ক্যাম্প করার এবং অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ হকি দল। তাই তো যুবাদের ঘিরে প্রত্যাশা একটু বেশিই। প্রত্যাশা পূরণে অবশ্য কোচ মামুন-উর রশিদ দৃঢ়প্রতিজ্ঞ। দল নিয়ে তিনি আশাবাদি। ওমান ম্যাচকে সামনে রেখে মামুন কাল বলেন, ‘টুর্নামেন্ট খেলতে ১৯ মে আমরা সালালাহ শহরে এসেছি। ওইদিন থেকে আজ (সোমবার) নিয়ে টানা তিন দিন অনুশীলন করিয়েছি দলকে। টুর্নামেন্ট ভেন্যুর মাঠটা ধীরগতির। অনেক পুরাতন মাঠ। এখানে আগে খেলা হয়নি। কারণ এখনকার পানি নিষ্কাশন ব্যবস্থা ছিল না। জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ঘাসগুলো অনেক বড়। তারপরও ওমানের বিপক্ষে আমরা জয়ের জন্য মাঠে নামব। জয় দিয়েই আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই।’
যে কোন পর্যায়ের হকিতে বাংলাদেশ-ওমান দ্বৈরথ বেশ পুরনো। দু’দলের লড়াইটাও হয় জমজমাট এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। চলতি বছরের ১২ জানুয়ারি ওমানের মাসকাটে মেন্স জুনিয়র এএইচ কাপ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল ওমান ও বাংলাদেশ। জমজমাট ফাইনালটির নির্ধারিত সময় শেষ হয়েছিল ১-১ গোলে অমিমাংসিত অবস্থায়। পরে পেনাল্টি শুট আউটে ওমানকে ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ যুব দল। সেই সুখস্মৃতি এখনো উজ্জ্বল কোচ মামুনের কাছে। ওই ম্যাচ নিয়ে মামুন বলেন, ‘ওমানের বিপক্ষে সর্বশেষ ফাইনাল ম্যাচটি নিয়ে আমরা অনেক অ্যানালাইসিস করেছি। ওমানের শক্তিশালী এবং দুর্বল দিকগুলো খোঁজার পাশাপাশি নিজেদের শক্তি এবং দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী কাজ করেছি। আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলব। মাঠের সমস্যা না হলে ইনশাল্লাহ আমরাই জিতব।’
ওমান ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ অধিনায়ক ও মিডফিল্ডার প্রিন্স লাল বলেন, ‘আমরা বেশ ভালো প্রস্তুতি নিয়েই এখানে এসেছি। আমার দলে কোনো ইনজুরি সমস্যা নেই। সবাই মাঠে নামার জন্য প্রস্তুত আছে। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে অবশ্যই আমরা ওমানকে হারাতে পারবো। অতীতে ওমানের বিপক্ষে আমাদের জয়ের রেকর্ড কিন্তু তেমন খারাপ নয়।’
দশ জাতির জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে এবার ‘বি’ গ্রুপে লড়ছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ওমান ছাড়াও আছে উজবেকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। অন্যদিকে ‘এ’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। এ আসরের সেরা ৪ দল আসন্ন যুব বিশ্বকাপ হকিতে খেলার টিকিট পাবে। তাই বিশ্বকাপে চোখ রেখেই জুনিয়র এশিয়াকে ভালো করার লক্ষ্য বাংলাদেশের।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু
হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন
আসাদের পতন, নিজের বেঁচে থাকার গল্প বললেন এক সিরিয়ান শরণার্থী
গভীর রাতে শীতার্ত মানুষের পাশে বিএনপি নেতা আমিনুল হক
বঙ্গতে আসছে 'ফ্যামিলি ফিউড বাংলাদেশ'
সিলেট অনলাইন প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভর্ৎসনা পানামার প্রেসিডেন্টের
কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা
পাবনা-৩ এলাকায় অ্যাডভোকেট রবিউলের গণসংযোগ ও কম্বল বিতরণ
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসান
নারী পুলিশের দিকে তাকিয়ে আসামির হাসি, নেটদুনিয়ায় তোলপাড়
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭