ওমানকে হারিয়ে এবার মালয়েশিয়ায় চোখ বাংলাদেশের
২৪ মে ২০২৩, ০৯:৩৫ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম
জুনিয়র এশিয়া কাপ টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল। শিরোপা জয়ের মিশনে মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে এবার মালয়েশিয়ায় চোখ লাল-সবুজদের। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার শক্তিশালী মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। যে ম্যাচে জিততেই মাঠে নামবেন প্রিন্স লাল সামন্তরা। এদিন বাংলাদেশ সময় রাত ১০টায় এই গ্রুপের অন্য ম্যাচে ওমান মুখোমুখি হবে আরেক শক্তিশালী দল দক্ষিণ কোরিয়ার।
আসরের ‘বি’ গ্রুপে বাংলাদেশের শক্তিশালী প্রতিপক্ষের মধ্যে একটি হচ্ছে মালয়েশিয়া। যারা গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দিয়ে তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। এ ম্যাচে মালয়েশিয়ার পেরাবু হ্যাটট্রিক করেছেন। মালয়েশিয়া শক্তিশালী দল হলেও তাদের বিপক্ষে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে ওমানকে হারিয়ে এখন লাল-সবুজরা রয়েছে ফুরফুরে মেজাজে। কারণ স্বাগতিকদের বিপক্ষে জেতা সব সময়ই কঠিন। আর সেই কঠিন কাজটিই টুর্নামেন্টের উদ্বোধনী দিন করে দেখিয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের হারিয়ে ফুরফুরে মেজাজে থাকলেও দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে বেশ গুরুত্ব দিচ্ছেন প্রিন্স লাল সামন্তরা। তারা মালয়েশিয়াকে হালকাভাবে না দেখলেও ছাড় দিতে নারাজ। তাই তো ম্যাচের আগে দফায় দফায় ভিডিও ক্লাস করছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। মালয়েশিয়ার শক্তির জায়গা এবং দুর্বল দিকগুলো চিহ্নিত করে একটা পরিকল্পনা ইতোমধ্যে সাজিয়ে নিয়েছেন বাংলাদেশ কোচ মামুন-উর রশিদ। বুধবার তিনি বলেন, ‘মালয়েশিয়া শক্তিশালী দল। ওরা ছোট ছোট পাসে খেলে থাকে। আমাদের পরিকল্পনা হলো ম্যাচে আক্রমণাত্মক খেলা।’ মামুন যোগ করেন, ‘আমার ছেলেরা ভয়হীন ম্যাচ খেলবে। তারা তাদের স্বাভাবিক খেলাটা খেললেই আমি খুশি। খেলোয়াড়দের আমি চাপমুক্ত থেকে মাঠে নামতে বলেছি। কারণ মালয়েশিয়ার বিপক্ষে আমাদের হারানোর কিছুই নেই। তবে পাওয়ার অনেক কিছু আছে। সেই পাওয়াকে অর্জন করতেই আগামীকাল (আজ) মাঠে নামবে আমার দল। অবশ্যই আমাদের প্রধান লক্ষ্য থাকবে ম্যাচ জেতা।’
এর আগে জুনিয়র এশিয়া কাপ টুর্নামেন্টেই ২০১৫ সালে মালয়েশিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছে বাংলাদেশ যুব হকি দল। মালয়েশিয়ার কুয়ানতানে অনুষ্ঠিত ওই ম্যাচে ৮-০ গোলের বিশাল ব্যবধানে হেরেছিল লাল-সবুজরা। এবার আর হারের লজ্জা নয়, মালয়েশিয়াকে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় চায় বাংলাদেশ। এই ম্যাচের পর শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। ২৮ মে গ্রæপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা। টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের পাঁচটি দল হচ্ছে- পাকিস্তান, ভারত, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। গ্রæপ পর্ব শেষে দুই গ্রুপের দু’টি করে শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। জুনিয়র এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
জার্মানির ক্রিসমাস মার্কেটে হামলায় ৯ বছরের শিশুর মৃত্যুতে শোকের ছায়া
স্ত্রী-কন্যাসহ সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধে দুদকের মামলা
গ্রেপ্তারের ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭
রাখাইনের অস্থিরতায় টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে ৯০ ভাগ
ক্রিসমাস মার্কেট হামলা, জার্মান কর্তৃপক্ষের কাছে গত বছরেই এসেছিল সতর্কবার্তা
উপদেষ্টা হাসান আরিফকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন
ডলার বাজারে অস্থিরতা, দাম বেড়ে ১২৯ টাকা
উত্তরার বিপ্লবী জনতাকে যে কঠিন মূল্য দিতে হয়েছিল
পানামা খালের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি ট্রাম্পের
বাংলাদেশ থেকে আরও দক্ষকর্মী নিতে আগ্রহী লিবিয়া
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত