জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশকে সহজেই হারালো মালয়েশিয়া
২৫ মে ২০২৩, ০৯:০১ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ০৯:০১ পিএম

জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে হারালেও পরের ম্যাচেই হারের স্বাদ নিলো বাংলাদেশ অনূর্ধ্ব-২১ জাতীয় হকি দল। বৃহস্পতিবার বিকালে ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে শাহমী ইরফান সুহাইমির হ্যাটট্রিকে মালয়েশিয়া সহজেই ৫-১ গোলে হারায় বাংলাদেশকে। বিজয়ী দলের হয়ে শাহমী ইরফান তিনটি এবং শফিক ইখমল দানি ও শামীম নাইম একটি করে গোল করেন। বাংলাদেশের পক্ষে একটি মাত্র গোল শোধদেন মোহাম্মদ আবদুল্লাহ।
বৃহস্পুিতবার ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে শক্তিশালী মালয়েশিয়া। আক্রমণাত্মক হকি খেলে ম্যাচের প্রথম কোয়ার্টারেই তিন গোল আদায় করে নেয় তারা। ম্যাচের আট মিনিটে ঝটিকা আক্রমণ থেকে শফিক ইখমল দানি গোল করে মালয়েশিয়াকে এগিয়ে নেন (১-০)। মিনিট পাঁচেক পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন শাহমী ইরফান সুহাইমি (২-০)। ১৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকেই শামীম নাইম তৃতীয় গোল করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন (৩-০)। তিন গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় লাল-সবুজরা। দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য গোলের দেখা পায়নি কোন দলই। তৃতীয় কোয়ার্টারে এসে এক গোল শোধ দেয় বাংলাদেশ। ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমান মোহাম্মদ আবদুল্লাহ (১-৩)। ব্যস ওইটুকুই। এরপর আর কিছুই করতে পারেনি বাংলাদেশ যুব হকি দল। এক গোল শোধ দেওয়ার পর আরও দু’টি গোল হজম করতে হয় তাদের। মালয়েশিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিলে বাংলাদেশ শেষ কোয়ার্টারে লড়াই করতে পারেনি। শাহমী ইরফান সুহাইমি হ্যাটট্রিক করে বাংলাদেশ দলকে বড় ব্যবধানে হারাতে ভূমিকা রাখেন। তিনি পেনাল্টি কর্নার থেকে ৪৩ ও ৫৯ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিকের পাশাপাশি দলের ৫-১ গোলের জয় নিশ্চিত করেন। টুর্নামেন্টে শুক্রবার নিজেদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে। সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। ২৮ মে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা।
টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের পাঁচটি দল হচ্ছে- পাকিস্তান, ভারত, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের দু’টি করে শীর্ষ চার দল সেমিফাইনালে খেলবে। জুনিয়র এশিয়া কাপ থেকে চারটি দল জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

রুদ্ধশ্বাস ফাইনাল শেষ বলে জিতে ধোনিকে রাজকীয় বিদায় দিল চেন্নাই

১৫ বছর পর বন্ধ হলো বেইজিং এলজিবিটি সেন্টার

সাগরে চীনকে প্রতিরোধে ফিলিপিন্স কৌশলের মূল খেলোয়াড় ভিয়েতনাম

পঙ্গপালের আক্রমণে বিশাল ক্ষতিতে আফগান কৃষকরা

‘পাকিস্তানে আজ নৈরাজ্য, বেকারত্ব সাধারণ ব্যাপার’

চলতি অর্থবছরে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ০.২৯ শতাংশ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকী আজ

কানাডায় ছুরিকাঘাতে শিখ নারী খুন

মশা নিয়ন্ত্রণে ব্যর্থ

সংঘাত নয় শান্তিপূর্ণ সমাধান চাই : প্রধানমন্ত্রী

মার্কিন ভিসা নীতিতে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে

কিসের জাদুতে আমেরিকা থেকে রেমিট্যান্স বাড়ছে

মার্কিন ভিসা নীতি বিএনপির ওপরই বড় চাপ সৃষ্টি করেছে

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ বিশেষ প্রতিবেদক শ্যুটারের উদ্বেগ

বাজেটের পর জ্বালানির দাম সমন্বয়

টিভিতে দেখুন

মেয়র তাপসকে গ্রেফতার দাবি

বাফুফেকে পদত্যাগপত্র পাঠালেন ছোটন

নেইমারহীন ব্রাজিলে নতুনের ছড়াছড়ি

লেস্টারের অবনমন টিকে রইল এভারটন