আট দশক পর ফ্রেঞ্চ ওপেনে চীন!
২৬ মে ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম

সেই ১৯৩৭ সালের কথা। সেবারই সবশেষ ফ্রেঞ্চ ওপেনে খেলেছিলেন চীনের কোন পুরুষ খেলোয়াড়। তারা হচ্ছেন খো সিন-খেই ও চোয় ওয়াই-চুয়েন। এরপর দীর্ঘ ৮৬ বছরে রোলা গাঁরোর মূল পর্বে চীনের কেউ জায়গা করতে পারেননি। এবারই আট দশকের বেশি সময় পর এবারই প্রথম ফ্রেঞ্চ ওপেনের মূল পর্বে খেলবে চীনের পুরুষ খেলোয়াড়। যার মধ্যে অন্যতম গেল ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে খেলা উ ইবিং। এই ২৩ বছর বয়সী তরুণ টেনিস তারকা এখন বৈশ্বিক র্যাঙ্কিংয়ে আছেন ৫৯ নম্বরে। অথচ ২০২২ সালের মার্চেও ছিলেন র্যাঙ্কিংয়ে ১ হাজার ৮৬৯ নম্বরে। উ-র সাথে চীনের আরো দুইজন এবার ফ্রেঞ্চ ওপেনের মূল পর্বে আছেন। তারা হচ্ছেন ঝাং ঝিঝেন ও শাং ঝানচেং।
ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে উ-র প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের ৩৫ নম্বরে থাকা স্পেনের রবার্তো বাতিস্তা এবং ঝাংয়ের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের ৩২ নম্বরে থাকা সার্বিয়ার দুসান লাওভিচ। বাছাই চলমান থাকায় শাংয়ের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড শুরু হবে আগামীকাল।
উ, ঝাং আর শাং যে এবার ইতিহাস গড়তে পারেন, সে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল মাস চারেক ধরে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের ড্র-তে ছিলেন এই তিনজন। এর মধ্যে উ এবং ঝাং সরাসরি আর শাং ওয়াইল্ড কার্ড নিয়ে। এরপরতো প্রথম চীনা খেলোয়াড় হিসেবে ২০২২ ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছিলেন উ। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে এ বছরের শুরুতে ডালাসে এটিপি ট্যুরও জেতেন তিনি। উত্থান ঘটে র্যাঙ্কিংয়েও। এবার ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে জায়গা করার মাধ্যমে ন্যূনতম ৭৪ হাজার ৩০০ মার্কিন ডলার প্রাইজমানি নিশ্চিত করে ফেলেছেন।
২৬ বছর বয়সী ঝাং বর্তমানে র্যাঙ্কিংয়ের ৭০ নম্বরে আছেন। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম চীনা পুরুষ হিসেবে গত বছর উইম্বলডনে খেলেছিলেন তিনি। র্যাঙ্কিংয়ের ১০০-এর ভেতরে প্রবেশ করা প্রথম চীনা খেলোয়াড়ও ঝাং। ২০২১ ফ্রেঞ্চ ওপেনের বাছাই থেকে বিদায় নেওয়া ঝাং সবশেষ মাদ্রিদ মাস্টার্সে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন, হারিয়েছেন সেরা ত্রিশের ভেতরে থাকা ডেনিস শাপোভালোভ, ক্যামেরন নরি ও টেলর ফ্রিটজকে। অন্যদিকে পরশু তৃতীয় চীনা টেনিস খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের মূল পর্বে জায়গা করে নেন শাং। ১৮ বছর বয়সী এই তরুণ বাছাইয়ের শেষ ধাপে আর্জেন্টিনার রেনজো অলিভোকে হারান।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

তরুণ শিক্ষার্থীদের নতুন চ্যালেঞ্জ গ্রহণের আহŸান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

রোহিত-কোহলিদের ব্যর্থতায় চাপে ভারত

অনিশ্চয়তা-অস্থিরতা

মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-৩

রাসূলের আদর্শেই গড়ে উঠে উন্নত সমাজ-১

আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে প্রত্যাশা রাশিয়ান রাষ্ট্রদূতের

অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রæ’র সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে : রিজভী

তত্তাবধায়ক সরকারের শর্তে বিএনপির সঙ্গে আলোচনা হবে না

নির্বাচনের আগে হয়রানিমূলক মামলা না করার সিদ্ধান্ত : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করবে : তথ্যমন্ত্রী

লোডশেডিংয়ের কারণে পানির সঙ্কট : ওয়াসা এমডি

পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের : হামলা আহত ১০

অদক্ষ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে : কর্নেল অলি

চিড়িয়াখানায় হায়েনার আক্রমণে বিচ্ছিন্ন শিশুর হাত

ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু

আইনজীবী হত্যা মামলায় আগাম জামিন ইমরান খানের

ইউক্রেনের ৭৮৫ সেনা নিহত

রাশিয়ার সঙ্গে চীনের বাণিজ্য সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে

স্বপ্রণোদিতভাবে তথ্য প্রকাশের আহ্বান প্রধান তথ্য কমিশনারের