বর্ণবাদের দায়ে নিষিদ্ধ ব্যালান্স-ব্রেসনানরা
২৭ মে ২০২৩, ১০:১৯ পিএম | আপডেট: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম
স্প্যানিশ লা লিগায় চলমান মৌসুমে মোট সাতবার বর্ণবাদের শিকার হতে হয়েছে রিয়াল ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে। সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে গিয়ে এমন বর্বর আচরণের মুখোমুখি হয়ে চোখের পানি ছাড়তে হয়েছিল এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। এই ঘটনার পরই গোটা ফুটবল বিশ্ব নড়েচড়ে বসে। কিন্তু লা লিগা কমিটি কোথায় আক্রান্ত ফুটবলারের পাশে দাঁড়াবে, উল্টো তারাই ভিনিসিয়ুসের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ এনেছিলো প্রথমে। তবে দুই দিন আগে সেই ঘটনার জন্য ক্ষমা চায় লা লিগা প্রেসিডেন্ট। তবে ক্রিকেটে উল্টো এক নজির স্থাপন করল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত মাসে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া গ্যারি ব্যালান্স এবং ২০২২ সালে ২২ গজকে বিদায় বলা টিম ব্রেসনানকে বর্ণবাদের দায়ে অবসর গ্রহণের পরও শাস্তি প্রদান করেছে ইসিবির ডিসিপ্লিন কমিশন (সিডিসি)।
ক্রিকেটার আজিম রফিকের সঙ্গে বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের দায়ে বিভিন্ন মেয়াদে নিষিধাজ্ঞা ও জরিমানা হয়েছে ইয়র্কশায়ারের ছয় ক্রিকেটার ও কোচের। নিষিদ্ধ হওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন মাসখানেক আগে অবসর নেয়া গ্যারি ব্যালান্স। নিষেধাজ্ঞা পাওয়া বাকি ক্রিকেটাররা হলেন টিম ব্রেসনান, ম্যাথু হগার্ড, জন ব্লেইন। এছাড়া ইয়র্কশায়ারে কোচ অ্যান্ড্রু গল এবং তার সহকারী রিচার্ড পাইরাহও শাস্তির আওতায় পড়েছেন। তাদের সবাইকেই আর্থিক জরিমানাও গুনতে হবে।
চলতি বছরই ইংল্যান্ড ছেড়ে জিম্বাবুয়ের জার্সিতে খেলতে শুরু করেন ব্যালান্স। তাদের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সেঞ্চুরিও করেন তিনি। তবে পেশাদার ক্রিকেট খেলার আগ্রহ পাচ্ছেন না বলে এপ্রিলে অবসর নেন ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার। ২০১৩ সালে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেক হওয়া ব্যালেন্স কাউন্টি ক্রিকেট খেলেছেন ইয়র্কশায়ারের জার্সিতে। এই ক্লাবে খেলার সময় সতীর্থ আজিমের সঙ্গে বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণ করেছিলেন ব্যালেন্স। সিডিসির তদন্তে যা প্রমাণিত হয়েছে। যার ফলে তাকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে সিডিসি। আপাতত ক্রিকেট থেকে অবসরে থাকায় এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। তবে কখনও ক্রিকেটে ফিরলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ ছাড়া ৩ হাজার পাউন্ড জরিমানা দিতে হচ্ছে তাকে।
অন্যদিকে ২০২২ সালে সবধরনের ক্রিকেটকে বিদায় বলা ব্রেসনানকেও ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ডের হয়ে ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই পেসারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞার নিয়ম ব্যালান্সের মতোই। তবে ডানহাতি এই সাবেক পেসারকে ৪ হাজার পাউন্ড জরিমানা দিতে হবে। আরেক সাবেক পেসার হগার্ডকে ৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে।
ইয়র্কশায়ারের সাবেক অধিনায়ক ও কোচ গলকে জরিমানা দিতে হবে ৬ হাজার পাউন্ড। এ ছাড়া ৪ সপ্তাহের জন্য কোচিংয়ে নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। গলের সহকারী পাইরাহ দুই সপ্তাহের নিষেধাজ্ঞার সঙ্গে ২ হাজার ৫০০ পাউন্ড জরিমানা দেবেন। স্কটল্যান্ডের সাবেক পেসার ব্লেইনের জরিমানা ধরা হয়েছে ২ হাজার ৫০০ পাউন্ড। সেই সঙ্গে তাদের সবাইকে নিজের অর্থায়নে বর্ণবাদ ও বৈষম্য শিক্ষা কোর্সে অংশগ্রহণ করতে বলা হয়েছে। এ ছাড়া সিডিসির এই রায়ের শাস্তির বিরুদ্ধে আগামী ৯ জুনের মাঝে আবেদন করতে পারবেন ব্যালান্স-ব্রেসনানরা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক
জমকালো আয়োজনে পালিত হলো বান্দরবান সেনাবাহিনীর ৬৯ ব্রিগেডের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী